অবহেলা

অবহেলা

মেয়ে : আপনি প্রতিদিন বিকাল বেলা এখনে আসেন কেনো ?
ছেলে : জায়গাটা অনেক সুন্দর , তাই ভালো লাগে, তাই হয় তো আসি ।
মেয়ে : আপনে কি করেন ?
ছেলে : লেখাপড়া করি ।
মেয়ে : কোথায়,, মানে কোন কলেজে ?
ছেলে : ঢাকা বিশ্ববিদ্যালয়, অনার্স প্রথম বর্ষ ।
মেয়ে : আচ্ছা আপনার কোন বন্ধু নেই ?
ছেলে : আছে,, কিন্ত ওদের সাথে যোগাযোগ কম ।
মেয়ে : আপনার বন্ধুরা কি সবাই খারাপ,, যে কারণে ওদের সাথে যোগাযোগ কম করেন ?
ছেলে : আসলে আমার একা থাকতে ভালো লাগে ।
মেয়ে : আচ্ছা আপনার নামটা কি জানতে পারি ?
ছেলে : নাম জানাটা কি খুব প্রয়োজন ?
মেয়ে : তেমন কোন প্রয়োজন নেই,, যদি বলতেন তাহলে ভালো হতো ?
ছেলে : আমার নাম সামি, সামি হোসেন । আর কিছু জানার আছে আপনার ?
মেয়ে : কেন আপনি চলে যাবেন ?
ছেলে : হ্যা…. চলে যাবো ।
মেয়ে : থাকেন না,,, আপনার সাথে একটু কথা বলি, যদি আপনি কিছু মনে না করেন ।
ছেলে : আসলে কিছুক্ষন আগে বললাম না, আমার একা থাকতে ভালো লাগে,,,,,
মেয়ে : ওকে তাহলে আপনি যান …..
আমি হেঁটে বাসার দিকে যেতে থাকলাম,,
মেয়েটি পিছন থেকে ডাক দিলো ।
মেয়ে : এই যে শুনোন ?
ছেলে : কিছু বলবেন ?
মেয়ে : আপনি কি এখানে একটু আসবেন ?
ছেলে : কেনো ?
মেয়ে : দরকার আছে ।
ছেলে : ওকে,, আসছি……….
বলেন কি বলতে চান ?
মেয়ে : আচ্ছা আপনি একা থাকতে পছন্দ করেন কেন যদি একটু বলতেন,, প্লিজ বলুন না ?
ছেলে : আসলে আমার চারপাশের কেউ আমাকে ভালো বলে না,,,
সবাই বলে আমি নাকি খারাপ তাই ভালো মানুষ গুলো থেকে দুরে দুরে থাকি ।
মেয়ে : মানুষ এমনি,,, খারাপ হলে সবাই খারাপ বলবে,, কিন্ত খারাপ হওয়ার পিছনের কারণটা কেউ দেখবে না ?
মেয়ে : আচ্ছা আপনি কি সত্যিই খারাপ….?
ছেলেটি কোন কথা বলে না ।
মেয়েটি আবার প্রশ্ন করে । ছেলেটি কোন উত্তর না দিয়ে চলে আসে ।
~~
এই ছেলেটির মনে ছিলো হাজারো স্বপ্ন,, কিন্ত স্বপ্ন গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ।
পাশের মানুষ ধীরে ধীরে ছেলেটির প্রতি অবহেলা করতে থাকে । যত দিন যায় ছেলেটির কাছের মানুষ থেকে দুরে সরতে থাকে ।

দিনের পর দিন অবহেলায় থাকতে থাকতে ছেলেটি একটা সময় ভাবে আমিই খারাপ তাই আমাকে কেউ ভালো বাসে না……

গল্পের বিষয়:
ছোট গল্প · দু:খদায়ক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত