প্রতিভার ভালোবাসা

প্রতিভার ভালোবাসা

প্রতিভা : আমি কি তোমার মনের ভিতর জায়গা করে নিতে পেরেছি?
পিয়াস: না পারোনি।
প্রতিভা : আমাকে কি তুমি পছন্দ করোনা??
পিয়াস : মনে হয় না! আবার মনে ও হয়😁😁
প্রতিভা : তুমি কি আমাকে চাও পিয়াস👿?
পিয়াস : না !
প্রতিভা : আমি চলে গেলে তোমার কষ্ট হবে?
পিয়াস : না।
প্রতিভা: তুমি কি আমার জন্যে বাঁচবে??
পিয়াস : না।
প্রতিভা : তুমি কি আমার জন্যে কিছুই করবে না??
পিয়াস : না…
প্রতিভা : আমি এবং তোমার লাইফ এই ২টার ভিতরে কোনটা কে বেছে নিবে???
পিয়াস: আমার লাইফ…এখন যাও রাতে ফোন দিব।
_
প্রতিভা খুব কষ্ট পেয়ে চলে গেলো,
পিয়াসের এই রকম উওর পেয়ে।
.
পিয়াসের স্কুল লাইফ থেকেই প্রতিভা কে রাগাতে খুব লাগতো কারন প্রতিভা রেগে
গেলে ওর ফোলা ফোলা গাল দুইটা অসাধারণ সুন্দর লাগে যখন কালো হয়ে যেত।
পিয়াস ভাবতে লাগলো বোকা টা নিজের কোন ক্ষতি করবে নাতো এই ভাবতে
ভাবতে বাসায় গেল অপেক্ষায় আছে কখন রাত হবে।
ঠিক রাত ৮ টায় পিয়াস কল দেয় প্রতিভা কে।

পিয়াস :হ্যলো
প্রতিভা: হুম বলো।
পিয়াস:রেগে আছো?
প্রতিভা:না।
পিয়াস:তুমি আমার মনে ডুকতে পারো কেন জানো?
প্রতিভা:কেন?
পিয়াস:কারন, তুমি আমার মনের ভিতরেই আছো।
আমি তোমাকে পছন্দ করিনা,
কারন, আমি তোমাকে ভালোবাসি।
সেই স্কুলে প্রথম দেখা তেই আমি তোমার প্রেমে পড়ে যাই।
কিন্তু আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো তাই আমি কিছুই বলিনি
আমি চেয়েছি তুমি আমাকে প্রোফেজ করো।
তুমি শুধু আমার ভালোবাসা নয় জীবনের প্রতিটা ক্ষেত্রে মারা যাওয়া
অবধি আমি তোমাকে চাই।
তোমার বা আমার জীবন বলতে এখানে কোন শব্দ নেই কারন,জীবন টা আমাদের ওকে আমার রাজরানী।

প্রতিভা : কেনো এতো ভালোবাসো
আমায় কি আছে আমার ভিতর?

ছেলে : জানিনা। তবে ভালোবাসি
তাই ভালোবাসি……!!!

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত