মধ্যবিত্ত ছেলেদের ভালোবাসা

মধ্যবিত্ত ছেলেদের ভালোবাসা

Middle Class ছেলেদের কাছে আত্নসম্মান টাই সবচেয়ে বড়। ♥
এদের আপনি দামী গিফট দিবেন এরা খুশি হবে না এদের জাস্ট একটা বই পছন্দের কিছু খাবার বা টুকটাক ছোট খাটো ভালো লাগার কিছু গিফট করবেন দেখবেন সে গিফট টা এর কত খুশিমনে গ্রহন করে।

Middle Class ফ্যামিলির ছেলেরা Girlfriend এর Family Status/ Credit Card / Car দেখে না। এরা নিজের Bill নিজে Pay করার Mentality নিয়েই বড় হয়।

Girlfreind এর সাথে ঘুরতে যাওয়ার টাকা নেই? সে পাগলের মতো বন্ধুদের কাছে যাবে আর কিছু টাকা চাইবে, টাকা না পেলে কোনো একটা বাহানা দিয়ে বলবে অন্য একদিন দেখা করবো,আজকে নয়। ব্যাপারটা দেখেছেন কোনদিন নিজের চোখে?
দেখলে Must be সেটা কোন High Class ছেলে না, সেটা কিন্তু সেই Middle Class ছেলেটাই।

বন্ধুরা কলেজ / ভার্সিটি ছুটির পরে সবাই মিলে রেস্টুরেন্টে যাবে খেতে, কিন্তু বাসায় কাজ আছে বলা ছেলেটাকে দেখেছেন কখনো ? সে জানে বাসায় মা রান্না করে বসে আছে তার জন্য। সে সেই রেস্টুরেন্টের বিল টা পকেটেই রেখে দেয়।

সবার বন্ধুদের মাঝেই একটা কিপটা ছেলে থাকে।
সবাই তাকে পচাই, ছেলেটাকে চিনেন? সে সেই Middle Class ছেলেটা, যে দশ টাকা খরচ করার আগে ভাবে আমার বাবা ১০ মিনিট কাজ এই দশ টাকা আমাকে দিয়েছে।

Please Don’t Blame Him,Respect Him.♥

পছন্দের কোনো জিনিশ কিনতে গিয়েও সেই Middle Class ছেলেটাই কিন্তু ভাববে, ” নিজের সখটাকেই বড় করে দেখলে চলবে না। আমি তো ওকে ভালোবাসি, আমাকে এখন থেকেই টাকা জমানোর অভ্যাস করতে হবে, সামনে কতো বড় FUTURE আমাদের।♥

জি হ্যা, সেই Middle Class ছেলেটাই চাইবে নিজের ক্যারিয়ার টা আপনার সাথে কাটাতে,সে নিজের পছন্দের জিনিসটা দোকানের বাইরে দারিয়ে দেখে Wallet এর দিকে তাকিয়ে আপনার কথা চিন্তা করবে,তারপর সে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে আসবে। সে হয়তো আপনার সব ইচ্ছা পূরন করতে পারবে না, কিন্তু নিজের বেতনের সব টাই আপনার জন্য খরচ করতে একবার ও ভাববে না।

সেটাও সে কিন্তু জমিয়ে জমিয়ে আপনার পিছনেই খরচ করে ফেলবে আপনার একটু পছন্দের জিনিষ টা কিনে দিতে।
আর দিনশেষে আমরা ভুলে যাই সব কিছু, Middle Class ছেলেটা হয়ে যায়
~তুমি এতো ক্ষ্যাত কেন?
~তুমি এতো কিপটা কেন?
~ তুমি নতুন জামা কিনো না কেন?
~তোমাকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা লাগে ?
~তুমি Middle Class কেন?
~তুমি স্মার্ট না কেন?
~তুমি সুন্দর না কেন?
~তোমার চোখ মুখ সব কিছু পারফেক্ট কাটা কাটা না কেন?
~আমার বান্ধবিদের জামাইদের দেখছো কি সুন্দর?
~তোমার চুল এমন ক্ষ্যাত কেন?
~চুলেকালার করা না কেন?
~তুমি Rich Watch পড়ো না কেন?

মোট কথা এখন তোমার আমার লেভেল আলাদা আমি তোমার থেকে better কাওকে সব সময় ডিজার্ভ করি।
তুমি জাস্ট একটা পেইন।

খুব অবাক লাগে না?

এর পরের গল্প টা সবার জানা।
মেয়েটা তাকে ছেড়ে দিয়ে নতুন করে কাউকে নিয়ে বাচঁতে শিখে যায়, কিন্তু এক সময় বাবা মার পছন্দের বি সি এস ক্যাডার ডাক্তার ছেলেটাকে বিয়ে করে ফেলে।

নিজের সংসারে মন দিবে আর মাঝে মাঝে আফসোস করবে কেন ছেলেটার জীবন নিয়ে খেল্লাম, আজ কোটিপতি জামাইয়ের ১ লাখ টাকাই হয়তো আমার হাতে দিবে, কিন্তু সেই ছেলেটা ২০ হাজার টাকার সবটাই আমার হাতে তুলে দিতো।
আর সেই ছেলেটা?

তার কথাও সবাই জানে, সে এখনও হয়তো সবটা গুছিয়ে নিতে পারেনাই, হয়তো লেখা পড়াটা আগের মতো মন দিয়ে করতে পারেনা, হাজার মানুষের ভিড়ে তোমাকে খুজে, জন্মদিনে সবার মাঝে তোমার মুখ থেকে Happy Birthday শুনতে চায়।

আর সেই মেয়ের জামাইও দেখবেন কয় জায়গায় কি করে আসবে।
একটা Middle Class ছেলে তা কোন দিন করবে না।
এই শ্রেনীর ছেলেরা সব দিবে কিন্তু ভালোবাসার ভাগ কাওকেই দিবে না।

যে যেমন তেমনই পাবে দিন শেষে।
Middle class honest একটা ছেলেকে বিয়ে করার সৌভাগ্য সবার হয় না।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত