আজ বৃষ্টিতে পুরানো একটা মধুর স্মৃতি মনে পড়ে গেলো।
আজ থেকে প্রায় ৮ বছর আগে একটা মেয়ে এমনি এক বৃষ্টির দিনে পরিক্ষা দিয়ে স্কুল থেকে বের হয়েছিল। মেয়েটার কাছে ছাতা ছিল না।সে বাসায় যাওয়ার জন্য রিক্সাও পাচ্ছিল না। মেয়েটা তার ফ্রেন্ডদের সাথে বৃষ্টিতে কাক ভেজা হয়ে যাচ্ছিল। তখন দূরে দাড়িয়ে থাকা একটা ছেলে বৃষ্টিতে ভিজে মেয়েটার জন্য একটা রিক্সা নিয়ে আসলো।
………মেয়েটা কিন্তু পাত্তাই দিল না।
সে রিক্সায় তো উঠলোই না, বরং ভিজে ভিজে বাসার উদ্দেশ্যে হাটা শুরু করলো।
মেয়েটা যদি সেদিন জানতো, ওই ছেলেটাই তার সারাটা জিবন দখল করে নিবে, তাহলে সে ওইদিন নিজে সেই রিক্সায় উঠতো, আর ছেলেটাকে ডেকে বলতো, “হয়েছে আর ভিজতে হবে না, রিক্সায় ওঠো।”
শুধু শুধু ওই দিন দুজনই দুদিকে আলাদাভাবে কাক ভেজা হয়েছিল।
ছেলেটা অনেকদিন থেকেই মেয়েটার জন্য এমন ছোট ছোট অনেক কিউট পাগলামিগুলা করতো। মেয়েটা বিরক্ত হওয়ার ভাব ধরতো। মনে মনে মেয়েটার কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করতো। ফেলে আসা দিনগুলো আর কখনও ফিরে আসবে না। কিন্তু সেই দিননগুলোর কথা ভেবে এখনও মেয়েটার ঠোটের কোণায় মুচকি হাসি ফুটে ওঠে।
মাঝে মাঝেই পুরানো দিনগুলো ভেবে সে একা একাই হাসে……….।
এখন বৃষ্টি হলে ছেলেটাকে মেয়েটার জন্য রিক্সা ঠিক করতে হয় না।
বরং হঠাৎ হঠাৎ বৃষ্টিতে তারা দুজন এখন একসাথে ভিজে। ……………..আর ভালোবাসায় ভিজে যায় তাদের মন।









