হারিয়ে যাওয়া ইচ্ছেগুলি

হারিয়ে যাওয়া ইচ্ছেগুলি

অবশেষে এ ইচ্ছেরাও রাগ করছে,,,হারিয়ে গেছে অনেক দূরে আছে শুধু আছে একাকীত্ব, বিষন্নতা।
ইচ্ছেরাও হয়ত অযত্ন অবহেলা সহ্য করতে পারছে না।
তারা ডানা মেলে মুক্ত আকাশে উড়তে চায়,,,
প্রান খুলে নিশ্বাস নিতে চায়,,,
নিজের মত করে চলতে চায়,,,
তাইতো আজ তারা হারিয়ে গেছে দূর বহু দূরে,,,,

সারাদিনের শত ক্লান্তি,ব্যস্ততা, নিমিষেই চলে যায় আপন কারও একটু ভালবাসার ছোয়ায়।মা ছাড়া আপন আর কেউ আছে???
মাকে ঘিরে কত ইচ্ছে সেগুলোও যেন আজ হারিয়ে যাচ্ছে,,,, তারপরও খুব ইচ্ছে জাগে তোমাকে সবসময় কাছে পাওয়ার,,,,
প্রান খুলে গল্পে মেতে উঠার আর তুমি বিরক্ত হয়ে বলবে আমি এত বকবক করি,,,
ইচ্ছে করে খুব ” আমার মাথাটা বেধে দিবে আর আমি বলব ছিঃ এত অসুন্দর করেও কেউ মাথা বাধে,,,
ইচ্ছে করে কানের পাশে তোমার আদর মাখা কথা গুলো শুনতে,,,,
ইচ্ছে করে বাচ্চাদের মত তোমাকে জ্বালাতে”আমি আজ তোমার সাথে থাকব আর না হয় নিচে শুয়ে যাচ্ছি “আর তুমি তোমার পাশে জায়গা করে দিতে”।

ইচ্ছে গুলো আজ হারিয়ে গেছে তোমার বদলে যাওয়ার সাথে সাথে।সারাদিনের ক্লান্তি পরিশ্রম শেষ এ তুমি যখন ঘরে পিরো তখন তোমার ক্লান্ত চাহনির দিকে তাকিয়ে আমার জমিয়ে রাখা কথা গুলো বলতে পারি না।আগের চেয়ে তুমি আজ বড্ড বেশি ক্লান্ত হয়ে যাও।ক্লান্ত দেহটা যখন বিছানায় এলিয়ে দাও তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর ইচ্ছেটা মরে যায়।

খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করি,না বলা কথা গুলো, জমিয়ে রাখা কষ্টগুলো এক নিমিষেই ঝেড়ে পেলি।
জানি আমার এই ইচ্ছেটাও পুরন হবে না।আমি যে চাই না আমাকে নিয়ে, আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাও,,,,
জানো দিন দিন অনেক বেশি তোমাকে মিস করছি।আমার এই দুনিয়া ঘিরেতো শুধুই তুমি।তোমার দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছেটা নিমিষে চলে যায়। আজকাল তোমার ব্যস্ততা মেনে নিতে পারি না।খুব ইচ্ছে করে ঝগড়া করতে।সব বুঝেও কেন চুপ থাক।জানি তোমার সব কষ্ট আমাদেরই জন্য।আমার এই ইচ্ছে গুলোই ভিত্তিহীন। কেন জানি দিন দিন বাচ্চাদের মত হয়ে যাচ্ছি।

মা,,,,,অনেক বেশি মিস করি তোমাকে। মাকে সালাম দিয়ে ঘর থেকে বের হওয়া আবার ঘরে পিরে মাকে সালাম দেওয়ার অনুভূতিটাকেও বড্ড বেশি মিস করি এখন।।এখন যে বড্ড একা লাগে আমার।আর এই সময়টাই তোমাকে খুব দরকার আমার।কিন্তু কিছুই করার নেই।জানো মা নিজেকে শান্তনা দেই” মা না থাকার চেয়ে ব্যাস্ত মা অনেক ভাল”।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত