শিবু খুব সাহসী ছেলে। সে একদিন তাদের দাদার মৃত্যুে সেখানে গেল। সেখানে একটি ছেলের সাথে তার দেখা হলো। তার নাম কাবু। সে খুব শান্ত। আমার সাথে দেখার পর হাই হ্যালো কিছু না বলেই চুপ করে থাকলো। আমাকে সে একটা জঙ্গলে নিয়ে বলল সে ঐ স্থানে সব সময়ই চুপ করে বসে থাকি। তাই তার সাথে বেশি দেখা হবে না। তাই তার সাথে সকাল থেকে রাত আটটা পর্যন্ত সেখানে থাকে। তাই একদিন দেখতে গেলাম। কিন্তু সে বুঝতে পেরেও সেই কিছু বলল না সে সেই অদ্ভুদ ভাবে সে বসেছিল তার মাথাটি সে অদ্ভুদ ভাবে দু’পায়ের সাথে ঘুজে রেখেছিল। আমি তাকে আর কিছু বললাম না। কদিন পরে একদিন সাহস করে সেখানে গিয়ে লুকিয়ে দেখলাম তখন ঠিক আটটা বাজে দেখি! কি অদ্ভুদ! সে উঠে দাড়ালো এবং তার মাথাটি নিচে খুলে পড়ে রয়েছে। শিবু সাহসী তাই সে অজ্ঞান হইনি। সে সেটা দেখে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সে তিনজন সাহসী ছেলে কে নিয়ে সঠিক সময়ে গিয়ে আবারো অদ্ভুদ কান্ড একজন ভয়ে পালাতে গিয়ে পড়ে হাফাতে হাফাতে যাচ্ছে। কাবু কে জিজ্ঞেস করলে সে বলল আমি মৃত।
গল্পের বিষয়:
ছোট গল্প