এক গ্রামে তিন পিঁপড়া বাস করত। লাল পিপড়ে,কালা পিপড়ে,সাদা পিপড়ে।
তিন পিপড়ের দেখা হলো তাই লাল পিপড়ে কালা পিপড়েকে বল্ল,তুমি এত কালা কেন?
তখন কালা পিপড়ে বল্ল কি আর বলবো ভাই রোদে খাদ্য আহরন করতে গিয়া কালা অইয়া গেছি।
কালা পিপড়ে লাল পিপড়েকে বল্ল। তুমি এত লাল কেন?
বল্ল আমি মানুষের রক্ত খাইয়া লাল অইছি।
পরে কালা ও লাল পিপড়া সাদা পিপড়াকে বল্ল। তুমি এত সাদা কেন? সাদা পিপড়া বল্ল।
আমি ফেয়ার লাভলী ফেসওয়াস দিয়া ডলিতো। তাই সাদা।
গল্পের বিষয়:
ছোট গল্প