সুহাসী রাগ করে বুঝেছিল ঘর ছেড়ে আর কোথাও যাওয়ার রাস্তা নেই । বার বার সে অন্য অনেক চেষ্টাও করেছে সফল হতে পারেনি । তাহলে রাগ করবে না ভাবে কিন্তু তার এই ভাবনা কোনভাবেই কারো কাছে গ্রহণযোগ্য হয় নি ।
স্বামী ঠেস দিয়ে এমন সব বলে যা অন্যকে বুঝিয়ে বলা যায় না আবার মেয়ে জন্মের ব্যর্থতা বা মানুষ হিসেবেও খুঁচিয়ে ওঠে রাগ । ছেলে শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর এমন কি বাবা মা দাদা দিদিও আঙ্গুল তুলতে ছাড়ে নি ।
সুহাসী তাই নিজেকে গুটিয়ে নিল । মারধর যে যাই করুক সুহাসী চুপচাপ । মেনে নেওয়া সংসারে মানিয়ে নিতে মনের কাছে বার বার পরাজয় ।
রাগ ঘুমরে ওঠে । তাতেই নিজেকে গুলিয়ে মাঝে মাঝে ফুঁসে ওঠে কিংবা মিইয়ে যায় আর বেঁচে আছে ।
কে জানে সুহাসী কিছু বোঝে না অথবা তাকে কেউ বোঝে নি ।
গল্পের বিষয়:
ছোট গল্প