মিথ্যে অভিযোগ

মিথ্যে অভিযোগ

সবাই কেবল অামার দিকেই অাঙ্গুল তাক করছে।ভাবছে অারশিকে গুম করার পিছনে অামারই হাত অাছে।অামিই করিয়েছি অারশিকে গুম।বিকালের দিকে একবার অারশির বাবা-মা অামার কাছে এসেছিল তাদের মেয়ে কোথায় অাছে সেটা জানতে।

সোজাসাপ্টা বলেছিলাম- জানিনা।
রাত অাটটার দিকে অাবার এসেছিলেন তারা। আমার পায়ে পড়তে চাইছিল, কান্না করছিল অার বলছিল-
– তুমি যেটা চাইবে অামি সেটাই তোমাকে দিব প্লিজ অামার মেয়েটাকে অামাদের কাছে ফিরিয়ে দাও।
অামি হো হো করে হাসলাম। হাসি থামিয়ে তারপর বললাম-
– যদি অাপনাদের মেয়েকে অামার সাথে বিয়ে দিতে বলি দিবেন?
ওনারা তাতেও রাজি ছিলেন।
অামি বললাম-
– ভেবে চিন্তে বলছেন তো? দেখেন পরে কিন্তু না করলে বড় ধরনের সমস্যা হতে পারে।
– হ্যাঁ আমরা ভেবে চিন্তেই বলছি।
– অার অাপনাদের মেয়ে যদি রাজি না হয়।
– তাহলে অামরা জোর করে রাজি করাব তাকে।
– অাচ্ছা অাপনারা এখন যান।কালকের মধ্যেই অাপনাদের মেয়েকে পেয়ে যাবেন।তবে হ্যাঁ ব্যাপারটা যেন প্রতিবেশীরা জানতে না পারে।

আরশির বাবা-মা চলে গেলেন।বেচারি ভীষণভাবে ভয় পেয়ে গেছেন।একমাত্র মেয়ে বলে কথা।সত্যি বলতে অারশিকে গুম অামি করাইনি।তবে হ্যাঁ এটা ঠিক যে অামি একটা মাফিয়া গ্যাং এ কাজ করতাম।অামি এর অাগে বেশ কয়েকটা গুম করিয়েছি।মুক্তিপণ দাবি করেছি।অাবার তাদেরকে ছেড়েও দিয়েছি।

অারশির বাবা-মা আমার উপর সন্দেহ করার যথেষ্ট কারন অাছে।আজ থেকে ঠিক পাঁচদিন অাগে কলেজের সামনে অারশির সামনে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাড়িয়েছিলাম। কিন্তু গোলাপগুচ্ছ সে নেয়নি।উল্টো অামাকে যা মুখে অাসল তাই বকে গিয়েছিল।অামি মাথা নত করে সব শুনছিলাম।কান্নাও পাচ্ছিল বেশ।কলেজের অনেকগুলা ছেলেমেয়ে জড়ো হয়েছিল সেখানে।পাষাণ হৃদয়ে প্রথম কাউকে ভালো লেগেছিল।প্রথম কাউকে ভালোবাসতে চেয়েছিলাম।কিন্তু সেটা হয়নি।নিজের প্রতি খুব ঘৃনা হচ্ছিল অামার।পরে সেখান থেকে রাগে গদগদ করে চলে অাসি।কথাটা হয়ত কারো দ্বারা ওনাদের কানে গিয়েছিল।অার সেখান থেকেই অামি সন্দেহের তালিকায়।
অামি হাজার বললেও আমার কথা বিশ্বাস করতনা তারা কারন সন্দেহের অাঙ্গুলটা প্রথমবার অামার দিকেই উঠেছিল।অামি তো অাজ চার-পাঁচ দিন ধরে বাসা থেকেই বের হচ্ছিনা।অারশি কিডন্যাপ হওয়ার খবরটা অাজ সকালেই জানতে পারলাম তাও ওনাদের মুখ থেকেই।অামার কেবল অারশির কথাগুলাই বারবার মাথায় এসে ঘুরপাক খাচ্ছিল।সব মিথ্যের মাঝে একটা সত্য হল অামি অারশিকে ভালোবাসি।নিজের চাইতেও বেশি ভালোবাসি।অামার কাছে এ একটাই সুযোগ অারশিকে সারাজীবনের মত কাছে পাবার।যে করেই হোক অারশিকে খুঁজে বের করতে হবে এবং সেটা কালকের মধ্যেই।হতে পারে এটা সাব্বির ভাইয়ের লোকেরা করেছে।একটা ফোন দিয়ে দেখা যাক।

সাব্বির ভাইয়ের সাথে অামি একমাসের মত কাজ করেছিলাম।বেশ মহৎ মানুষ তিনি।বাইরে থেকে যতটা কঠিন মনে হয় ভিতর থেকে মনটা অনেক নরম।শহরে বেশ নামডাক অাছে তার।প্রায় বিশবছর ধরে তিনি মাফিয়া চক্রের সাথে জড়িত।হয় ওনার ছেলেরা অারশিকে কিডন্যাপ করেছে নাহয় অন্য কোন গ্যাং করেছে।অন্য গ্যাং হলেও সাব্বির ভাই সেটা জানতে পারবে।যদি সাব্বির ভাইয়ের লোকজন অারশিকে নিয়ে গিয়ে থাকে তবে সাইমনকে নিয়ে একটু ভয় হচ্ছে।শালা এক নাম্বারের লুইচ্ছা অারশিকে হয়রানি করার চেষ্টা করবেই করবে।বাকিদের কাউকে নিয়ে তেমন শল্কা নেই।অামার হাতে এখন সময় কম।

সাব্বির ভাই প্রথমবার ফোন তুলেনি।দ্বিতীয়বার তুলল।
– হ্যালো সাব্বির ভাই!!
– কে, সেতু নাকি??
– জী ভাই। কি অবস্হা ভাই?
– ভাইয়ের খবর কে নেয়।দল ছেড়ে তো ভাইকেই ছেড়ে দিলে।
– না ভাই সেটা না।
– তাহলে অাজ হঠাৎ কি মনে করে?
– অাচ্ছা ভাই আপনার গ্যাংয়ের লোকেরা গতকাল কোন মেয়েকে কিডন্যাপ করেছে?
– হ্যাঁ, একটা হয়েছে।কেন তোমার কেউ হয় নাকি?
– অাসলে ভাই মেয়েটাকে অামি ভালোবাসি।।
– এইটুকু একটা মেয়েকে তুমি ভালোবাসো।ভালোবাসতে বয়স লাগেনা অাবার প্রমাণ করে দিলে।
সাব্বির ভাইরের কথা শুনে মনে হচ্ছে আরশি সেখানে নেই।বললাম-
– ভাই, বয়স কত হবে মেয়েটার?
– এইতো ৭-৮ বছরের বেশি হবেনা।
– তাহলে স্যরি ভাই সেটা অারশি না।অামার অারশি ১৭-১৮ বছরের।
– তুমি হলে বাঘ বুঝেছ।এমন বাঘের কাছ থেকে বাঘিনীকে কিভাবে নিয়ে গেল সেটাই তো বুঝতে পারছিনা।
– সেসময় পাশে থাকলে তো ভাই সবকটার ঘাড় থেকে মাথা নামিয়ে নিতাম।
– অাচ্ছা তুমি শিউর অাছো তো তোমার গার্লফ্রেন্ডকে কেউ গুম করেছে, নাকি কোথায় বেড়াতে টেরাতে গেছে?
– ওর বাবা নিজেই অামাকে এসে বলেছে যখন কিডন্যাপ তো কেউ করেছে।
– ইলিয়াস ভাইকে একবার ফোন দিয়ে দেখি যদি কিছু জানা যায়।
– ওকে ভাই।

অামার একটু যেন চিন্তা বাড়ছে।সাব্বির ভাই বলছে তার লোকেরা নেয়নি।তাহলে অারশিকে কে নিয়ে যেতে পারে।একটু অাগে সাব্বির ভাই ফোন দিয়ে বলেছিল ইলিয়াস ভাইও নাকি জানেনা।হয়ত অারশির বাবা মা অামাকে নিয়ে কোন নাটক সাজাতে চাইছে।কিংবা কোন চালাকি করার চেষ্টা করছে।কিন্তু কোন স্বার্থে করবে এমন।অার তাছাড়া ওনাদের চোখ মুখ দেখে মনেই হচ্ছিলনা তারা কোন বিরাট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।তাহলে কি অারশি নিজেই অামাকে ফাঁসানোর জন্য কোন ফাঁদ করছে।সকাল সকাল কলেজ যাওয়ার জন্য বের হবে তারপর সেখান থেকে কোন বান্ধবীর বাসায় উঠবে, মোবাইল ফেসবুক সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ রাখবে।অার সবাই ভাববে কাজটা অামিই করেছি।এমনটা তো হতেই পারে।

অামার এমন বিপদের সময় ওই দুজনের কোন খবর নেই।কেমন বন্ধু বুঝিনা।হৃদয়ের সাথে সেই সকালে কথা হয়েছিল।কিন্তু সৌরভের সাথে দুইদিন ধরেই কথা হচ্ছেনা।বলতে না বলতেই সৌরভের ফোন এসে হাজির।রিসিভ করে বললাম-
– বেটা তুই একশ বছর বাঁচবি।তুর কথায় বলছিলাম।
– ফ্রী থাকলে একবার অাসবি নাকি ভাঙ্গাবাড়ি ৩ এ।
– কাল সকালে যাব।
– তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি এসে দেখে যা।
– কি সারপ্রাইজ?
– বলে দিলে সেটা অার কিসের সারপ্রাইজ।।
– অামি এক্ষুনি অাসছি।
ঘড়িতে তখন রাত সাড়ে ১১টার কাছাকাছি।অামি তড়িগড়ি করে বেরিয়ে পড়লাম।কারন অামার তখন মনে হয়েছে এরা দুজনেই কিছু গোলমাল করেছে।

ভাঙ্গাবাড়ি ৩ একসময় খুব পরিচিত ঘাঁটি ছিল অামাদের।দল ছাড়ার পর থেকে অার যাওয়া হয়নি।দেখলাম সৌরভ আর হৃদয় বাইরে বসে অাছে।হয়ত এতক্ষন অামি অাসার অপেক্ষা করছিল।আমি বললাম-

– অামার সারপ্রাইজ কোথায়?
– ভিতরে অাছে।(সৌরভ)
অামি অার দেরি না করে সোজা ভিতরে ঢুকে গেলাম।দেখলাম অারশি দাঁড়িয়ে অাছে হাত-মুখ বাঁধা অবস্হায়।
– কেমন দিলাম সারপ্রাইজ? (সৌরভ)
অামি তৎক্ষনাৎ রেগে গিয়ে সৌরভের শার্টের কলার চেপে ধরলাম।
– অারে অারে এটা কি করছিস তুই? (হৃদয়)
– তুই অামার বন্ধু হয়ে এমন কেন করলি বল।(অামি)
– হ্যাঁ বন্ধু বলেই এমন করেছি।এতে রাগ করার কি অাছে।(সৌরভ)
– রাগ করার কি অাছে মানে কি..?তুই জানিস না অামি ওকে ভালোবাসি।।(অামি)
– তাই বলে মাথা কিনে নিয়েছে নাকি।অামাদের বন্ধুকে সবার সামনে অপমান করবে অার অামরা সেটা সহ্য করব। কখনও না।(সৌরভ)
– তুরাও না কি করতে কি করিস বুঝি না। কিছু খেয়েছিস?
– রাতের খাবার হয়নি।(হৃদয়)
– এই নে হৃদয় ধর, চার প্যাকেট বিরানি অার মনে করি পানি নিয়ে অাসবি।(অামি)
হৃদয় চলে গেল।অামি অারশির মুখের বাঁধন খুলে দিলাম।

– বাহ! অাপনি অভিনয় ভালো করতে পারেন।কোন টিভি সিনেমায় ট্রাই করেননি কেন?
– কি বলছ তুমি এসব অামি অভিনয় করতে যাব কেন..!
– প্রথমে বন্ধুদের দিয়ে অামাকে কিডন্যাপ করালেন এখন হিরো হয়ে অামাকে বাঁচালেন।পুরা সিনেমাটিক।
হৃদয় চলে এল খাবার নিয়ে।
– তুরা দুইজন একটা একটা করে নে।বাকি দুইটা অামাকে দে।(অামি)
অারশির দিকে একটা বাড়িয়ে ধরে বললাম-
– এই নাও এটা তোমার। খেয়ে নাও।বিকেল থেকে কিছু খাওনি মনে হচ্ছে।
– না অামি খাব না।কি না কি মিশিয়েছেন সেখানে।(অারশি?)
– কিচ্ছু মিশাই নি।সংকোচ ছাড়া খেতে পার।
– খাব না।অামাকে বাসায় রেখে অাসেন।অামি বাসায় গিয়ে খাব।- কয়টা বাজে দেখেছ, ১২টা।কাল ভোরে ছেড়ে অাসব তোমাই কথা দিলাম।এখন খেয়ে নাও প্লিজ।
– পানি দেন, হাত ধুইতে হবে।(অারশি)
– এই নাও পানি।( অামি)

অামরা প্রত্যেকে প্যাকেট খালি করে ফেললাম।যদিও অারশি অামার একটু অাগে প্যাকেট খালি করল।প্রচন্ড ক্ষুদায় যা হয় অার কি।

 

– নাও, এবার ঘুমিয়ে পড়।(অামি)
– এখানে বেশি মশা।অামার একদমি ঘুম অাসেনা।
– হৃদয় মশারি কোথায়?
– এই নে ধর মশারি। (হৃদয়)
– তুমি শুয়ে পড়, অামি মশারি টাঙ্গিয়ে দিচ্ছি।
– থাক।অামারটা অামি ঠিক টাঙ্গিয়ে নিব।অাপনাকে কষ্ট করতে হবেনা।
– কষ্ট কিসের।তুমি কষ্ট করবে সেটাই অামার কষ্ট।
– এত ভালোবাসা দেখিয়ে লাভ নেই।অাপনার জন্য অামার হৃদয়ে সবসময় ঘৃণা ছিল অার ভবিষ্যৎতেও থাকবে।
– বিশ্বাস কর অারশি, ওরা এসব কখন করেছে অামি কিচ্ছু জানতাম না।
– প্লিজ যান।

আমি অারশির কাছ চুপচাপ চলে অাসি।কেমন জানি বুকটা ফেটে যেতে চাইছিল।ঘৃণায় বাঁচা যায়।যখন কেউ মিথ্যে অভিযোগ তুলে তখন বাঁচতে কষ্ট হয়।

পরদিন সকালে গাড়িতে অামাদের মাঝে জড়তা এসে ভর করল।আমি চাই ও আগে মুখ খুলুক ও চাই অামি আগে মুখ খুলি।এমন অবস্হায় আমরা অর্ধেক রাস্তা এসে পড়ি।অারশি অামার পাশেই বসেছিল।কিন্তু এখনো একটা কথাও হয়নি অামাদের।খানিকক্ষণ বাদে অারশি মুখ খুলে বলল-
– ভালোবাসার অাসল সংঙ্গা জানেন?

অামি অারশির দিকে একটু তাকিয়ে অাবার সামনের দিকে চেয়ে রইলাম।অার মনে মনে বললাম -তুমি অামার কাছে জিজ্ঞেস করছ ভালোবাসার সংঙ্গা জানি কিনা না।চাইলে হাজারটা গুছালো সংঙ্গা দিতে পারি।কিন্তু কি লাভ তুমিতো সারমর্ম বুঝবেনা।

অামার নীরবতায় হয়ত সে ভুলে গেছে অামার দিকে ছুড়ে দেয়া প্রশ্ন।তাই বাকি পথ নিভৃতে চলে গেল।গাড়ি থেকে নামার সময় শুধু একটা কথা বলল-

– ভালো থাকবেন।
এরপর প্রায় বিশ-বাইশ দিন কেটে যায়।বাবার চাউলের ব্যবসাটা অাজকাল অামিই দেখছি।এ কয়দিনে অনেককিছুই পরিবর্তন হয়েছে।অারশির বাবা মার সাথে বেশ ভাব জমেছে।তারা প্রায় সময় অামাকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়।জামাই অাদর করে।কিন্তু অারশি এখনো অপরিবর্তিত রয়ে গেছে।পথে ঘাটে অামাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়।সে এখনো মনে করে সেদিন কিডন্যাপিংয়ের সাথে আমি জড়িত ছিলাম।জেনে শুনে সব করেছি।তার বাবা-মার সাথে চিট করেছি।কথাগুলা শুনতে শুনতে বোরিং হয়ে গেছি।সৌরভকে দিয়েও কয়েকবার বুঝানোর চেষ্টা করেছি কিন্ত কাজ হয়নি।এখনও তাকে বুঝাতে পারলামনা সত্যিটা।অাজকাল চেষ্টাও করিনা বুঝানোর।থাকনা, কি দরকার।
এতকিছুর পরেও অামি অারশির পিছু ছাড়তে পারিনি।ওকে সারাদিনে একবার না দেখলে অামার ঠিকমত ঘুম হয়না।কাজে মন বসেনা।ব্যবসা ভালো চলেনা।দূর থেকে হলেও তাকে একবার আমার দেখা চাই।প্রতিদিনের মত সেদিনও কলেজের সামনে তার জন্য অপেক্ষা করছিলাম।হঠাৎ করে সে পিছন দিকে এসে গেল।অামি একদম অপ্রস্তুত ছিলাম তখন।সে বলল-

– এই যে অামি এখানে।অামাকেই তো খুঁজছেন তাই না?
– হুম।
– কেন জানতে পারি?
অামি চুপচাপ।কিছু বলতে পারিনি।
– চুপ কেন? বলেন কেন এসেছেন…
– তেমন কিছু না।(অামি)
– কয়েকদিন পিছন পিছন ঘুরলেই অামার মন গলে যাবে।প্রেমে পড়ে যাব অাপনার।এমনটা ভেবেছেন তাই না? যদি ভেবে থাকেন তাহলে বলব ভুল করছেন।
আরশি এইটুকু বলে একটু থামল। তারপর অাবার বলতে শুরু করল-

– অাপনি হয়ত জানেন না মেয়েরা যেমন কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসে।তেমনি কাউকে ঘৃণা করলে সেটাও মন থেকেই করে।অাগে একবার বলেছিলাম আপনার জন্য অামার মনে ঘৃণা ছিল ভবিষ্যৎতেও থাকবে এরমাঝে যাই ঘটে যাকনা কেন।অামার পায়ের নিচ থেকে মনে হচ্ছে সব মাটি সড়ে যাচ্ছে।আরশির প্রতিটা শব্দ সুক্ষ ধারালো তীরের মত অামার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিচ্ছিল।চোখের জল অাটকে রাখা ভীষণ কষ্টের হয় দাড়াল।
অারশি অাবার বলল-

– এরপরেও যদি আপনি ভাবেন যে, না অামার পিছু ছাড়া যাবেনা।তাহলে সত্যি বলছি আমি নিজেকে শেষ করে দিব।মানে অাত্মহত্যা করব।

– না।প্লিজ এমন কিছু করো না।কথা দিচ্ছি কখনও তোমার সামনে অাসবনা।
অারশি কলেজে ঢুকে গেল।অামি খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপর সোজা অারশির বাসায় চলে এলাম।এসময় অারশির বাবা মা দুজনেই বাসায় থাকে।সোফার একপাশে অামি বসেছি অন্যপাশে ওনারা।একটু পর বললাম-

– অারশি খুব ভালো মেয়ে।ওর মত মেয়েকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার।কিন্তু মনে হয়না অামার সেই ভাগ্য অাছে।
অান্টি বলল-
– কি বল বাবা ভাগ্য নেই।অামাদের মেয়েকে তো তোমার সাথেই বিয়ে দিব।
– না অান্টি অামি অাপনার মেয়েকে বিয়ে করতে পারবনা।
– কেন কি হয়েছে বাবা?(অান্টি)
পাশ থেকে অাংকেল বলে উঠল-
– কি অার হবে তোমার মেয়ে নিশ্চয় ছেলেটাকে কিছু বলেছে।(অাংকেল)
– না অাংকেল তেমন কিছু না।
– তাহলে বিয়ে করতে পারবেনা বলতেছ যে?( অান্টি)
– তুমি কবে বিয়ে করতে চাও সেটা বল।অামরা অারশিকে একটু জোড় করলে ও ঠিক রাজি হয়ে যাবে।(অাংকেল)
– অাংকেল ওকে জোর করার কোন প্রয়োজন নেই।অাপনার মেয়ে যাকে বিয়ে করতে চায় তার সাথেই বিয়ে দিবেন।দেখবেন খুব সুখে থাকবে।(অামি)
– তোমার কাছে থাকলে তারচেয়ে বেশি সু্খে থাকবে অামার মেয়ে।কারন তুমি ওকে অনেক ভালোবাসো।( অাংকেল)
– তাছাড়া তুমি ছেলে ভালো।ব্যবসা বানিজ্য কর।কোন দিক দিয়ে অসুখি হবেনা অামাদের মেয়ে।(আন্টি)
– অামার পক্ষে অাপনাদের মেয়েকে বিয়ে করা সম্ভব না।(অামি)
– এতকিছু বললাম তারপরেও তুমি একথা বলছ।(অান্টি)
– অাসি তাইলে।ভালো থাকবেন।নিজেদের যত্ন নিবেন।(অামি)

এরপর অামি সেখান থেকে তড়িগড়ি হয়ে বেরিয়ে পড়লাম।তার কারন যে কোন সময় হুটহাট অারশি চলে অাসতে পারে।কোনভাবে ওর সামনে পড়া যাবেনা।প্রয়োজনে শহর ছেড়ে দিব তবুও না।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত