নিঝুম বনে থাকত এক সাদা হাতি। সে তার বৃদ্ধা মাকে খুব ভালোবাসতো। বন থেকে খাবার এনে আগে সে মাকে খাওয়াতো,তারপর নিজে খেত।তাকে কোনো কাজ করতে দিত না সে।কীসে মা ভালো থাকত-এই ছিল তার সব সময়ের চিন্তা। একবার সেই নিঝুম বনে এসে এক লোক পথ হারিয়ে ফেলল। সাদা হাতি লোকটির কাছে গিয়ে বলল,’তুমি আমার পিঠে চড়ে বস।’ আমি তোমাকে বনের বাইরে পৌছে দিয়ে আসি। বনের শেষ শিমানায় এসে লোকটিকে পিঠ থেকে নামিয়ে হাতটি বলল,এবার তুমি ফিরে যাও।শহরে এসে লোকটি শুনল রাজার লোকেরা ঢেঁড়া পিটিয়ে বলছে, মহারাজের হাতটা মারা গেছে। তার একটি সুন্দর হাতি চাই ।যে হাতি এনে দিতে পারবে রাজা তাকে বকশিশ দেবেন। এ কথা শুনে লোকটি হাতির উপকারের কথা ভুলে গেল। লোকটি কয়েকজন সেপাই আর মাহুত নিয়ে হাতিটিকে জোর করে ধরে আনলো। হাতটি তার মায়ের দিকে ফিরে ফিরে কাদতে লাগল। কান্নারত হাতিকে রাজার সামনে হাজির করলে রাজা তার কান্নার কারণ জানতে চাইল।সব শুনে রাজা তার লোকেদের বলল,হাতটিকে ওর মায়ের কাছে দিয়ে এসো। আর যে লোকটি উপকার করা সত্তেও হাতটিকে আমার কাছে ধরে এনেছে, তাকে আটকে রাখ। এভাবেই লোকটি তার কৃতকর্মের সাজা পেল।
গল্পের বিষয়:
ছোট গল্প