বৃষ্টিতে ভেজার অপেক্ষাই আছি

বৃষ্টিতে ভেজার অপেক্ষাই আছি

আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি।বৃষ্টিতে ভেজার নেশা আমার ছোটবেলা থেকে,

বৃষ্টির দিনে বৃষ্টি নামছে আর আমি ভিজিনি এটা কখনো হয়নি,,,

বৃষ্টিতে ভেজা নিয়ে আম্মুর কাছে কত না বকুনি সুনেছি,জ্বর হবে,ঠান্ঢা লাগবে,আরো কত কি,,,,

কে শুনে কার কথা তবুও বৃষ্টিতে ভিজতে চলে যেতাম।চার দিকে বৃষ্টির পানি থৈ থৈ করছে,,

বৃষ্টিতে ভেজা, লাফালাফি করা, কাঁদা মাখামাখি ছিটা ছিটি,তার পর সবাই মিলে নদীতে গিয়ে গছল করা,

পানির নিচে ডুব দিয়ে বৃষ্টির টাপটুপ শো শো শব্দ শোনা আরো কত কি,,,,,,, সেই সেনালি দিন গুলো যানি কথাই হারিয়ে গেছে,,

যদি ফিরে পেতাম আবার সেই দিন গুলো,,,,
আমার একটা ইচ্ছা ছিল,, যে বিয়ের পর আমার স্বামীর সাথে একসাথে দুজন বৃষ্টিতে ভিজবো।আমি বিয়ের আগে প্রেম এ বিশ্বাসী না,,,

আমি ভাবতাম যার সাথে আমার বিবাহ হবে সেই আমার সবকিছু হবে,,, সেই অনুযায়ী আমার স্বামী আমার প্রথম প্রেম আমার সব কিছু,,,,,,

তার সাথে বৃষ্টিতে ভেজার ইচ্ছাটা আমার স্বপ্ন ই থেকে গেলো।
বিয়ের পর তাকে আমি বল্লাম আমার বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছা তোমার সাথে আমরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজব চলো না প্লীজ,,,,,

সে আমাকে বল্লো দেখো তোমার সাথে ছাদ এ গিয়ে যদি আমি বৃষ্টিতে ভিজি তবে বাসার সবাই কি ভাববে, মানুষ এ দেখলে কি বলবে,,,,,

আরো বল্লো দেখো কিছু মনে কর না আমার কোল্ড এলার্জী আছে,,,,

তার পর ও আমি বাইনা করলাম দেখ প্লীজ এক বার ভিজ আমার সাথে আর কোন দিন ও ভিজতে হবে না,,,

আমার ইচ্ছার কোন মুল্যই নাই ওর কাছে,,,

তার পর আনেক বৃষ্টি নামছে অনেক বলছি শোনে নাই আমার কথা, আমার ইচ্ছাটাও পুরন করল না আজ পযর্ন্ত ।

আমি ও আমার ইচ্ছাটা মাটি চাপা দিয়ে দিলাম। তার পর থেকে আমি ও আর কনো দিন বৃষ্টিতে ভিজিনি,,,,,

যখন বৃষ্টি হয় তখন বুকের ভিতরটা কেমন যানি করে ওঠে,, ভিতরে ভিতরে একটা কষ্ট অনুভব করি,,,,

আর মনে হয় সে যদি একবার এসে বলতো জান চলো আমরা বৃষ্টিতে ভিজে আসি,,, কিন্তুু না এটা আমার কল্পনা মাএ।

যখন বৃষ্টি হয় তখন আমি জানালা ধরে দাড়িয়ে থাকি আর ভাবি….

সে এসে বলবে জান একা একা কি কর চল দুজনে বৃষ্টিতে হাত ভিজাই একসাথে বৃষ্টি দেখি,,

কিন্তুু না সে এটাও করে না,, সে তখন তার মোবাইল এ fb তে ব্যস্ত থাকে আমার দিকে তার কোন খেয়াল ই নাই,,,

আর আমি না পাওয়ার কষ্ট নিয়ে জানালার ধারে দাড়াই থাকি,, আর আমার দু চোখ দিয়ে তখন অস্রু ধারা বইতে থাকে,,,

হয়তো আমার চোখের জ্বলে শুধু বালিশ টাই ভিজে,,, তার মনকে ভিজাতে পারে না।
অনেক বার বলে বলে আমি ক্লান্ত এখন আর বলি না তাকে,,, নিজেও আর বৃষ্টিতে ভিজি না।দেখতে দেখতে ৩ টা বছর পার হয়ে গেছে,,,,

এই ৩টা বছর আমি বৃষ্টিতে ভিজি না।কিন্তুু আমি তোমার অপেক্ষাই আছি কবে এসে তুমি বলবে চলো না দুজন মিলে বৃষ্টিতে ভিজে আসি।

আমি সে দিনের অপেক্ষাই থাকলাম,,,আর সারা জীবন থেকেই যাবো,,,,

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত