আমি রাফি: আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করবো তা আমার এক ভড়ো ভাইয়ের সাথে ঘটে। তার নাম নাহদি তার বাবা ছিল কৃষক। তাই তাদের প্রচুর ধানি জমি ছিল বিদায় নিজে দেরই একটি ট্রাক্টর ছিল। এক দিন নাহিদ ভাইয়ের বাবার জর আসে। তাই নাহিদ ভাই ভাবলো আজ নিজেই হাল চাষ করতে যাবে। কিন্তুু দিনের বেলায় অনেক গরম লাগছিল আর সূর্যের তাপও বেশি ছিল। তখন ছিল র্পূনিমা রাত তাই সে ভাবলো রাতেই জাবে। যেই ভাবা সেই কাজ সে রাতেই ট্রাক্টর নিয়ে রওনা হলো। ট্রাক্টর এর সামনের লাইটের নিবু নিবু আলো আর চাঁদের আলোয় বেশ বালোই লাগছিল। এক সময় সে পৌছে গেলো তার হাল চাষ করার জায়গায়। আর একটা কথা সে যে জায়গায় হাল চাষ কর ছিলো সে জায়গায়টি ছিলো খুব র্নিজন তাই সে এক মনে কাজ করছিলো। হঠাৎ সে খেয়াল করলো তার পেছনে কে জানি তার পিঠে হাত বুলাচ্ছে সে পিছন ঘুরে তাকালো দেখলো কেউ নেই। আবার সে এক মনে কাজ করা শুরু করলো। কিছু খন পর সে আবার একটা পচা গন্ধ পেলো সে কিছু ভেবে উঠতে না উঠতে হঠাৎ কোথা থেকে জেনো এক গাদা পচা মাছ তার গায়ে এসে পরলো। এই কাহিনী দেখার পর সে কি করবে সে ভেবে পাচ্ছিলো না। এর পরেই হলো ভয়ানক কাহিনী সে দেখলো তার ট্রাক্টর এর সামনে বিশাল আকারের একটা কালো ভোন মানুষের মতো হাতে অনেক ভড়ো ভড়ো নক পা দুটো বাকানো। সে দেখলো জিনিশটা তার খুব কাছে চলে আসছে হঠাৎ জিনিশটা তার এক হাত ধরে টান দেয় সে জোরে চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে যায়। এক সময় তার হুঁশ ফেরে তাখন সে দেখলো তার নিজের ঘরে। তখন তার মা বাবাকে ডাকলো তার পর তার বাবাকে বল্লো তাকে এখানে কে এনেছে তার বাবা তখন বল্লো তুই বাড়ি আইতে অনেক দেরি করছো দেইখা আমি তোরে খুজতে খেছিলাম গিয়া দেহি তুই ট্রাক্টর এর পাশে তুই বেহুঁশ হইয়া আছো। তখন তার বাবা বল্লো তুই কি বাবে বেহুঁশ হইছে। তখন সে রাতের ঘটনাটা বল্লো।
গল্পের বিষয়:
ছোট গল্প