এক গ্রামে ছিল একটা মেয়ে আরেকটা ছেলে।
মেয়ের নাম সোমা আর ছেলের নাম সবুজ।
তারা দুজন দুজন কে খুব ভালো বাসত।
কিন্তু হঠাৎ একদিন সোমা অসুস্থ হয়ে পড়ে।
ডাক্টারের কাছে নিয়ে গেলে সোমাকে পরীক্ষা করে দেখা জায় যে সোমার কান্সার হয়েছে।
সোমা আর মাত্র ছয় মাস বাঁচবে।
এ কথা তার প্রেমিক সবুজ জানত না।
কিন্তু সে সবুজকে এতই ভালোবাসে যে তার জীবনে যেন কোনো দিন দুঃখ না হয় সে জন্য তার প্রেমিক কে সে বলল যে আমার বিয়ে হয়ে জাবে। আমার পরিবারের ইচ্ছায়।
একথা বলে সেদিন চলে গেল সোমা পরের দিন খবর এল যে সোমার বিয়ে হয়ে গেছে।তখন সবুজ বুকে ব্যাথা নিয়ে জীবন কাটাতে শুরু করল।
সবুজ ডাক্টারি চাকরি পেল।
আর মাত্র সোমার এক মাস সময় আছে তার বেঁচে থাকার।
এমন সময় সোমার সাথে সবুজের দেখা হল।তখন সবুজ বলল আমি কয়েক দিন পর বিয়ে করতে চলছি।
তখন সোমা একথা শুনে চোখে জশ চলে এল।তখন সবুজ যানত না জে সোমা অসুস্থ।
পরে সোমা ওখান থেকে চলে জায়।
পরেসবুজ ডাক্টারের কাছথেকে জানতে পারে যে সোমার কান্সার হয়েছে।
পরে সবুজ ঠিক করল সে সোমাকে বিয়ে করবে।
সে সোমাকে না জানিয়ে বিয়ে কার্ড বানায় এবং তার বন্ধুদের দাওত দেয়।কিন্তু পরেরদিন যখন সোমাকে বলতে যাবে তার বাড়িতে গিয়ে দেখে যে সোমা মরে গেছে তখন থেকে সবুজ পাগল।