এক দেশে ছিল এক রাজা। সে ছিল একটু একগুয়ে ধরনের। তারা ছিল দুই ভাই।তার ভাইয়ের বধূ তার ভাইএর সাথে
প্রতারনা করেছিল। ভাইয়ের বধূর এই অবিশ্বস্ততা তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। পরবর্তীতে তাঁর নিজের স্ত্রীও তাকে
ধোঁকা দেয়। স্ত্রীর প্রতারণায় তিনি পুরোই হতভম্ব হয়ে পড়েন এবং এই অভিজ্ঞতা তাঁকে নারীবিদ্বেষী করে তোলে।
তিনি তাঁর স্ত্রীকে খুজে এনে মৃত্যুদণ্ড দেন এবং একের পর এক কুমারী বিয়ে করে তাঁদের পরের দিন সকালেই
মৃত্যুদণ্ড দেয়া শুরু করেন যাতে তাঁরা প্রতারণার সুযোগই না পায়। রাজার উজির ছিলেন কুমারী সন্ধানের দায়িত্বে।
রাজ্যে আর কোন কুমারী খুঁজে না পেয়ে অবশেষে উজির নিজের কন্যার সাথে রাজার বিয়ে দেন। বিয়ের রাতে রানী
রাজাকে একটা গল্প বলা শুরু করে কিন্তু শেষ করে না। রাজা গল্পের শেষ জানতে এতই আগ্রহী থাকে যে মৃত্যুদণ্ড
বিলম্বিত করার সি্দ্ধান্ত নেয়। রানী একটা গল্প শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা গল্প শুরু করে। পরের গল্পটাও
রাতের মাঝে শেষ হয় না। এভাবেই তাঁর মৃত্যুদণ্ড বিলম্বিত হতে থাকে ২০০০ রাত থাকে পর্যন্ত। পরে রাজা তার ভুল
বুঝতে পারে। আর রানীকে প্রতারকও ভাবে না। রানীর মৃত্যুদন্ডও আর দেওয়া হয় না। রাজা রানী পরে বিশ্বাসের
সাথে সুখী দিনযাপন করতে থাকে।