কঞ্জুস

কঞ্জুস

একটা উস্ক খুস্ক লোক অনেক্ষন ধরে তারেক’কে পেছন পেছন ফলো করছে।
….
– ভাই
– উ
– ভাইয়া একটা কথা ছিল
– ব্যাস্থ, সময় নাই।
– আপনার দয়া লাগে, ১ মিনিট সময় দিতেন
– সময় দিলে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন – ভাই এই খান থেকে নোয়াখালি কত দুর?

হেঁটে গেলে সময় কত লাগবে? আমি বলব – নোয়াখালি এইখান থেকে ৫০ কিলোমিটার আপনাকে বাসে যেতে হবে।

তখন আপনি বলবেন আমার সব টাকা পয়সা ছিন্তাই কারি নিয়ে গেছে,আমাকে একটু হেল্প করবেন?

আপনাদের এসব ধান্দা আমার জানা আছে|
– ভাই, আপনি আমার সম্পর্কে ভুল ধারনা নিচ্ছেন, আমি আসলে সেই কথা বলব না।
– ও সরি ভাই,তাহলে বলেন কি বলবেন?
– ভাই আপনার কাছে ৫০০ টাকা হবে?
– এই তো আমি প্রথমেই বুজতে পারছি?
আপনি কি আমার কাছে টাকা রাইখা গেছেন?
– ভাই চ্যাতেন কেন?
আপনার কাছ থেকে চাইয়া নিতেছি, ছিনতাই করে নিচ্ছি না।গত দুই দিন ধরে খাই নাই, উপোস।
(দুই দিন না খাওয়া শুনে তারেকের মন কিছুটা নরম হল)
– আচ্ছা আমার বাড়ি আর একটু সামনে, চলেন দুপুরে পেট ভরে মুরগীর সালুন দিয়ে খাবেন।

বয়লার চলে তো? দেশি মুরগির মাংস কম।খাইতে দিমু বাট তবু আপনাকে টাকা দিতে পারুম না।
– ভাই, আপনার ভুল হচ্ছে। আমি গত দুই দিন ভাত খাওয়ার কথা বলছিনা, নেশা খাওয়ার কথা বলছি।

ভাই, আপনার মুরগীর সালুন আমার পেট ভরাতে পারবে না।
– ফাজলামু পাইছ? তোমারে এখন থাপ্পর মারা দরকার।নেশা করার জন্য আমার কাছে টাকা চাইতেছ?
– ভাই কিছু মনে করবেন না, এই যে আমার হাতে একটা চাকু দেখতে পাচ্ছেন, এইটা আপনার পেটে ঢুকাবো।

আপনার বাসার মোবাইল নাম্বার দিন, চাকু ঢুকিয়ে বাসায় ফোন করবো আপনাকে হাসপাতালে নিয়ে যেতে।

ভাই আমি নেশাখোর হইতে পারি তবে বিবেকহীন না।
– আমার পেটে চাকু ঢুকাও, তবুও তোমাকে টাকা দেব না, বেয়াদব ছেলে।
:
:
এই যে শুনছো,,,, সাতটা বাজে, আজও কি অফিসে লেট করে যাবা? তারেকের স্ত্রী রেহানার ডাক শুনে তারেকের ঘুম ভাংলো।

ঘুম থেকে উঠে তারেক রেহানাকে বলল- ওগো আমাকে কি তুমি সরকারী হাসপাতালে ভর্তি করেছ নাকি প্রাইভেট হাসপাতালে?

– এই তুমি আবোল তাবোল কি বকছ? তোমাকে হাসপাতালে ভর্তি করবো কেন? উঠ, যাও ফ্রেস হও।
তারেক চারদিকে তাকিয়ে আর পেটে হাত দিয়ে বুঝলেন তিনি এতক্ষন স্বপ্ন দেখছিলেন। হাঁফ ছেড়ে বাঁচলেন।
তারেক রেডি হয়ে অফিসের দিকে হাঁটা শুরু করলেন। হেঁটে যেতে ১৫ মিনিট লাগে, ৩০ টাকা রিক্সা ভাড়া দেয়ার মানে হয় না।

কিছু দুর যাওয়া পর তারেক একটা পরিচিত আওয়াজ শুনতে পেলেন-ভাই, একটা কথা শুনবেন?
তারেক পেছনে ফিরে দেখতে পেলেন গত রাতে স্বপ্নে দেখা সেই উস্ক খুস্ক লোকটা।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত