আজব মেয়ে

আজব মেয়ে

♦♥♦ দোস্ত তরে একটা কথা বলি??
-বলেন বজ্জাতের হাড্ডি???
-দোস্ত আমি তরে একটা কথা বলব তুই শুধু লাস্টে “টু” লাগাইবি।।
-আচ্ছা আগে বল…
-আমি তরে অনেক ভালবাসি…আমি লাই ইউ অদ্রি….
-আমি জানতাম তুই এইরকম ওই বলবি,,,এত ফাজিল হইছিস কেন??
-না দোস্ত সত্যি তরে ভালবাসি…
-থাপ্পড় মেরে দাঁত উড়াইয়া দিমু যা ভাগ,,আমার এখন বাড়ি যেতে হবে।।
-যা তবে রাতে ভাবিয়া দেখিস আমার মত ছেলে হাত ছাড়া করতাছিস।।
-বালু খাইয়া মইরা যাব কিন্তু তর ভালবাসা এক্সেপ্ট করব না।।।
-তাহলে বালু এনে দেই।।।
-উফ আস্ত একটা পেইন…..

অদ্রি পাশ থেকে উঠে চলে গেল আর সিহাব এখনো বসে রয়েছে।।।অদ্রি খুব শান্ত স্বভাবের সবাই জানে কিন্তু সিহাব সেইটা মানে না কারণ তার কাছে অদ্রির চেয়ে শত গুনে রিনা খান ভাল।।আর অদ্রির কাছে সিহাব বোকা টাইপের ছেলে কিন্তু সবার কাছে বজ্জাত আর ফাজিলের হাড্ডি হল সিহাব এমন কোন শয়তানি কাজ নাই যা সিহাব করেনি।।।তবে তাদের স্বভাব যাই হউক তারা কিন্তু বেষ্ট ফ্রেন্ড একটারে ছাড়া আরেকটা চলে না…প্রতিদিন দুজন একসাথে ফুচকা খাবে,একসাথে ঘুরতে যাবে,একসাথে জগড়া করবে এবং একসাথে জিতবে এটা ডেইলি রুটিন তবে মজার ব্যাপার হল ফুচকা খাওয়ার বিল একদিনও সিহাব দেয় না।।।সব সময় বলে আরে তুই তো আমার জিএফ না বেষ্ট ফ্রেন্ড সো তুই দে।।।।।কিন্তু আজ হঠাৎ করে সিহাব প্রপোজ করে বসল অদ্রিকে…..আসলে সিহাব অনেক আগে থেকেই অদ্রিকে ভালবাসে কিন্তু বলা হয়নি কখনও আজ ও বলা হত না যদি না গতকাল অদ্রির সাথে একটা ছেলেকে অনেক সময় ধরে কথা বলতে না দেখত।।।।

রাত ১২.৩৫
-এই অদ্রি জানু কি কর.?
-তর মাথা..
-আচ্ছা ভেবে দেখেছিলি…
-কি ভাবব…
-কেন ওই আমাকে তর বর বানাবি কিনা??
-লাত্তি চিনস।।।
-চিনব না কেন????তরে দিতে হবে নাকি???
-না তরে আমি দিব।।।ওই সব আউল ফাউল ভালবাসার প্রয়োজন নাই যেমনে আছস তেমনি থাক।।।
-আচ্ছা তেমনি থাকি।।।ওই তর কাছে রিতুর ফোন নাম্বার আছে..
-হুম আছে…
-তাহলে আমাকে দে প্লিজ।।
-তুই ওর নাম্বার দিয়া কি করবি?
-একটা চান্স নিব।।
-ওর বয়ফ্রেন্ড আছে।।
-অসুবিধা নেই আমি ওই টা দেখব।।
-আজব তো ওর বয়ফ্রেন্ড আছে।।।
-থাকুক তুই নাম্বার দেয়।।।
-আমি দিতে পারব না তুই খুঁজে নে।।।
-আজীব মেয়ে।।।তারমানে সামতিং সামতিং।।
-এইটা আবার কি??
-তুই ও আমাকে ভালবাসিস।।।
-ফাজিল কোথাকার যা ঘুমা।।রাখি বাই।।

কলেজে আবার দেখা হল সিহাব আর অদ্রির.
-ওই তুই ওই দিকে কি দেখস।
-আরে রিতুরে খুঁজতে ছিলাম।।
-আরে ক্যান বুঝতাছস না ওর বয়ফ্রেন্ড আছে।।।
-আচ্ছা তাহলে লিপার তো নাই ওর সাথেই আমি প্রেম করুম।
-এই তর হঠাৎ করে প্রেম করতে স্বাদ জাগল কেন?
-আর বলিস না উইলিয়াম শেক্সপেয়ার এর রোমিও+জুলিয়েট দেখে….
-এটা দেখলেই প্রেম করতে হবে।।
-হ্যাঁ করতে হবে…
-দূর…লিপা টা যে কই গেল আয় একটু খুঁজে দেখি…
-না আমি যাব না আর তুইও যাবি না।।
-আরে ইয়ার তুই প্রেম করবি না তাই বলে আমি করুম না নাকি..
-হ্যাঁ তুই ও করবি না।।।
-আজীব তো…
-হ্যাঁ আমি আজীব।।।চল ফুচকা খাই।।দেখ তুই যদি আমার লাভার হয়ে যাস তাহলে কিন্তু প্রতিদিনের ফুচকার বিল তকে দিতে হবে।।।
-আমি দিতে রাজী।।।
-না তকে দিতে হবে না।।।

ফুচকা খাওয়ার পর…
-এই বিল দে..
-প্রতিদিন তুই দেস তুইই দে।।।
-চান্স দিছিলাম কিন্তু তুই রাজী হইলি না।।।
-ওহ ভূলে গেছি আমি দিতাছি..
-না আমি দিব
-না তর দেয়া লাগবে না প্রতিদিন আমি দেই আমি দিব।।
-আরে আজ থেকে তো তুই আমার লাভার ফ্রেন্ড ।।।
-এটা তকে কে বলল।।।
-আমি বুঝে গেছি…
-মেরে হাড্ডি ভেঙ্গে দিমু।।।
-তর হাড্ডি ভেঙ্গে দিমু…

মারামারি চলতাছে কখন শেষ হবে ঠিক নাই।।।।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত