অনেক কথা জমা

অনেক কথা জমা

>> ভাই আমাকে একটা কফি দেন তো। গরম গরম দিবেন। যেন ঠোঁট টা পুড়ে যায়।
>> এই যে এক্সকিউজ মি। আমাকে একটা কফি দেন। ঠাণ্ডা দিবেন। (শিশির)
>> এই ঠাণ্ডার মাঝে কেউ ঠাণ্ডা কফি খাঁয়। পাগল নাকি।
>> এই আপনি কে? আপনি আমাকে পাগল বললেন কেন?
>> আমি কে মানে? আমি তামিম।
>> আপনি আমাকে পাগল বললেন কেন?
>> কখন বললাম?
>> ফাজলামি করেন? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিমু।
>> কার দাঁত ফেলে দিবেন?
>> ইশ! আপনার?
>> এই আপনার বাড়ি কোথায়? রাস্তাঘাটে ছেলেদের হুমকি দেন। আপনার কি ভাই নাই? আপনার মা-বাবার কি মাথায় সমস্যা? আপনার মতো একটা শয়তান মেয়ে কে রাস্তাঘাটে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে।
>> আপনারে আমি যে কিতা করতাম মন চাইতেছে। ওই আপনি রেস্টুরেন্ট থেকে যান তো।
>> আমি কেন যাব? দরকার হলে আপনি যান।
>> কি বললেন আপনি? এইটা আমার বাবার রেস্টুরেন্ট।
>> আপনার বাবার রেস্টুরেন্ট কিংবা আপনার শ্বশুরের রেস্টুরেন্ট হউক তাতে আমার কি? আমি এখানে কফি খাইতে আইছি। কফি খাব।
আমার বাবার রেস্টুরেন্ট ফাজিল কোথাকার।
>> আপনি এখানে খেতে পারবেন না।
>> ওই আপনি কি হিরোগিরি দেখাচ্ছেন?
>> হ্যাঁ দেখাচ্ছি।
>> তাইলে এখানে রেস্টুরেন্ট না দিয়ে আপনার বাড়িতে রেস্টুরেন্ট দেন। সেখানে কেউ যাবে না।
>> আপনার মাথায় রেস্টুরেন্ট দিব।
>> আমার মাথা আপনার মতো এতো মোটা না।
>> আমি মোটা?
>> মোটা না শুধু। অনেক অনেক মোটা।
এই বেটা আমার কফি কোথায়?
>> ভাই কফি তো অনেক আগে দিয়ে আসলাম। আপনি তো আপুর সাথে ঝগড়া করতে করতে শেষ। কফিও শেষ।
>> কফি শেষ মানে?
>> কফি ঠাণ্ডা হয়ে গেছে।
>> কি বললেন?
আচ্ছা ঠাণ্ডা কফি ওই খেয়ে যাব।
>> খাঁন ভাই।
>> কি আর করব একটা রাক্ষসী সাথে দেখা হয়ে গেল। কপাল আমার।
>> আপনি আমাকে রাক্ষসী বললেন কেন? আপনি কিন্তু অনেক বেড়ে গেছেন। খবর কিন্তু ভালো হবে না।
>> মাথায় তেল দেন। তাইলে মাথা ঠাণ্ডা হবে।
>> আপনি দেন যত্তসব।

>> ও মা চাচার বাসার নাম্বার কত?
>> ৪০৬।
>> ও আচ্ছা । মা আমি ফোন রাখি। বাসা টা আমার চোখের সামনে।
>> সেখানে কোনো পাগলামি করিস না।
>> না মা। কোনো পাগলামি করব না।
.
>> এই টা কি আসিফ চাচার বাসা?
>> হ্যাঁ। আপনি কে?
>> আমি উনার ভাতিজা। গ্রাম থেকে আইছি।
>> ও। তাইলে ভিতরে আসেন।
>> আপনি কে?
>> উনার ছোট মেয়ে।
>> তাইলে আমি তোমার বড় ভাই। আমাকে তুমি করে বলো।
>> আচ্ছা ভাইয়া।
>> এই তামিম তুমি কখন আসলে?
>> চাচা এখন আসলাম।
>> বড় ভাই ও ভাবি ভালো আছে তো?
>>জ্বী ভালো।
>> চাচা অনেক খিদা লাগছে। খাঁব।
>> হ্যাঁ। তুমি ফ্রেশ হয়ে আসো।

>> এই আপনি? (শিশির)
>> আমি মানে কি? কি মতলব?
>> মতলব মানে? এই টা আমার বাসা।
>> যেই এখানে আমি। এইটাও আপনার বাসা হয়ে গেল। আপনি কি জিনিস।
>> মুখে লাগাম দিয়ে কথা বলেন। এইটা আমার বাসা।
>> শুনেন এইটা আমার চাচার বাসা।
>> কি?
>> হ্যাঁ।
>> বাবা ও বাবা উনি কে?
>> তোর ভাই। বড় চাচার ছেলে।
>> কি শয়তান? এইটা আমার ভাই।
আমি উনাকে ভাই বলতে পারব না।
>> আপনার মুখ থেকে ভাই শুনতে আমার বয়ে গেছে।
>> এই আমার সাথে আপনি কথা বলবেন না বলে দিলাম।
>> আপনি কি সোনা যে কথা বলবো। হিংসুটে কোথাকার।
>> এই হিংসুটে কাকে বলছ?
আমাকে?
>> চাচা এই টা আপনার বড় মেয়ে আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কত ভালো মানুষ। বাবা আপনার কথা সব সময় বলেন কিন্তু আপনার মেয়ে।
>> বাবা আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে।
>> আপনার রাগ উঠলে চাচা কি করবেন? কেরোসিন ঢালবেন।
>> আপনাকে ঘাড়ে ধরে বাসা থেকে বের করে দিব।
>> এই এইটা আপনার বাসা না। এইটা আমার চাচার বাসা।
>> তাতে কি হয়েছে? আমি উনার কন্যা।
>> আমি কি পর নাকি? আমিও উনার ভাতিজা। আমারও অধিকার আছে এই বাসায় থাকতে।
>> থাকেন। কিন্তু আমার চোখের সামনে আসবেন না।
>> আমি আসবো না। কিন্তু আপনি যদি চলে আসেন আমি কি করবো?
>> আপনার চোখ বন্ধ করে রাখবেন।
>> আপনাকে মারলেও আমার দুঃখ যাবে না।
>> ধ্যাত।
>> ও ছোট বোন?
>> কি ভাইয়া ডাকছ কেন?
>> মশারি নাই? অনেক মশা।
>> ভাইয়া মশারি লাগবে না।
>> কেন?
>> স্প্রে করে দিচ্ছি। মশা আসবে না।
>> এই এইটা কি আবার?
>> স্প্রে।
>> এই টা কোথায় মারবে?
>> দেখো। আমি কোথায় মারি।
>> উড়ে কি?
>> ভাইয়া তুমি দেখি কিছু চিন না।
>> চিনি রে চিনি অনেক কিছু চিনি। তোমার বোন এইটা কি ঘাড় ত্যাড়া?
>> ভাইয়া আর বলো না। যদি আপু শুনে তাইলে আপনার সাথে ঝগড়া করে তোমার ঘুম নষ্ট করে দিবে।
>> কি মারাত্মক মেয়ে রে।
আমি ঘুমিয়ে পড়ি। তুমিও তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো।
>> আচ্ছা ভাইয়া।

>> এই আপনি কিসের জন্য বাসার ভিতর চিল্লাচিল্লি করতাছেন? আপনার কি মাথা বলতে কিছু নাই।
>> দেখেন এখন কিন্তু আমি খুব রাগের মধ্যে আছি। এখন যান।
>> আপনার রাগ তো আমি দেখতাছি আপনার মাথায় সব সময় থাকে। আপনি আমার কাছে আসেন তো কয়েকটা বাদাম দেই।
>> বাদাম দিবেন মানে?
>> বাদাম দিবেন মানে হলো আপনাকে এখন ধরে মারব। খুব বেশি ফাজিল হয়েছেন আপনি।
>> আমার বাসায় খাচ্ছেন। আমার বাসায় ঘুমাচ্ছেন। আবার বলছেন আমাকে মারবেন। দাঁড়ান আপনার কি হাল আমি করি দেখেন।
>> চাচা ও চাচা। আপনার মেয়ে পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি আসেন।
>> আপনি পাগলের কি দেখলেন? এখন তো শুধু শুরু হলো।
>> ঠাস ঠাস।
>> আপনি আমাকে মারলেন। বাবা ও বাবা তোমার ভাতিজা আমাকে মারল।
>> চাচা রাগের মাথায় ঠাস করে একটা মেরে দিছি। আমার কোনো দোষ নাই।
>> মারছ ভালো করছ । আরো কয়েক টা মারো।
>> চাচা সত্যি বলছ আরো কয়েক টা মারব।
>> হ্যাঁ।
>> এই আপনি একটু কাছে আসেন তো।
>> আপনাকে আমি দেখে নিব।

>> মাউ মাউ।
>> চাচা ও চাচা ভূত।
>> কিসের ভূত?
>> চাচা জানালা দিয়ে কি একটা শব্দ আসলো। হ্যাঁ মনে পড়ছে। মাউ মাউ।
>> ও মা গো।
>> চাচা আপনিও ভয় পেয়ে গেলেন?
>> ভয় পাব না। ভূত বলে কথা।
>> সত্যি তাইতো।
>> চাচা আমি এই রুমে থাকবো না। অন্য রুমে থাকবো।
>> না বাবা। উনি এই রুমে ওই থাকবেন।
আপনি এতো বড় ছেলে হয়ে ভূত কে ভয় পান। ছিঃ ছিঃ লজ্জার বিষয়।
>> না। চাচা এই রুমে ওই থাকবো।
>> হিহিহি। থাকেন।
>> আপনিও থাকেন না। একা থাকতে ভয় করে।
>> কি বলেন?
>> না কিছু বলি নি।
>> ঠিক আছে কিছু না বললে ভালো।

>> ছোট এ দিকে আসতো।
>> জ্বী ভাইয়া।
>> তোমাদের বাসায় আগে কি ভূত থাকতো?
>> না ভাইয়া।
>> তাইলে কাল আমাকে ভূতে ভয় দেখিয়েছে। ওই টা কি ছিল?
>> আপু মনে হয় তোমাকে ভয় দেখিয়েছে।
>> কি এই মেয়ে এতো বড় সাহস। আমি বুঝাব মজা।
>> ভাইয়া আমার কতা বলো না।
>> ঠিক আছে বলবো না।

>> আমাকে বেধে রেখেছে কে?
>> আমি। আপনার শরীরে ভূত এসে প্রবেশ করেছে। আমি দেখছি আপনি ঘুমের মধ্যে আমাকে মারতে এসেছেন।
>> আপনি কি মানুষ? একটা অমানুষ কোথাকার। ছাড়েন আমাকে।
>> এই ভূত্নী। কি আজেবাজে বখতাছ।
>> আপনি শুধু আমার হাত টা ছাড়িয়ে দেন। তারপর দেখেন আমি আপনাকে কি করি।
>> কি করবেন শুনি?
>> লাঠি দিয়ে মাথা পাঠিয়ে দিব। তারপর নিজে সেলাই করবো। এতো জোরে সেলাই করব যে আপনার চিৎকারে পাশের বাসার বিড়ালও আপনাকে দেখতে আসবে।
>> চাচা ও চাচা লাল মরিচ নিয়ে আসেন। নাকে দিব।
>> বাবা তুমিও এই পাগল টার কথায় আমাকে বেধে রেখেছ।
>> না রে মা ছেলেটা এতো করে বলছে তাই বেধে রেখেছি।
>> ঠিক আছে বাবা। এবার আমার হাত পা চুটিয়ে দাও।
>> আমি দিচ্ছি।
>> আপনি এক জিনিস।
>> কি বুঝলেন?
>> আপনার সাথে পারা যাবে না।
>> হিহিহিহি।
আমি আজ চলে যাব।
>> না এখন চলে যান।
>> খেয়ে যাই।
>> খেয়েও যাবেন ঝগড়াটে।
>> হিহিহি।
>> আর তো আসবো না তাই একেবারে খেয়ে যাচ্ছি।
>> ঠিক আছে খেয়ে যান।

>> ভাইয়া আরেক দিন আসবেন।
>> ঠিক আছে আসবো।
>> ভাতিজা আসিস কিন্তু।
>> এই যে যাই। আপনি ভালো থাকবেন।
>> সত্যি ওই চলে যাবেন। আরেক দিন আসবেন। অপেক্ষায় থাকবো।
>> কিসের জন্য?
>> তা না হয়। আরেকবার আসলে ওই বলবো।
>> ঠিক আছে।

গল্পের বিষয়:
ছোট গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত