কতদিন উৎসব করি না | আমি বড় ক্লান্ত তাই আজকাল উৎসব করা হয়ে উঠে না | আমাদের উৎসবগুলো কত রঙিন | বাঁচার জন্য উৎসব দরকার | যান্ত্রিক জীবনটা যাতে মানুষকে যন্ত্রে রূপান্তরিত না করে এই জন্য উৎসব দরকার | উপাদানের অস্তিত্ব যাতে টিকে থাকে এই জন্য উৎসব দরকার | অথচ আমার ছেলেখেলা আমাকে উৎসব করতেই দিচ্ছে না |
আমার অস্তিত্ব কে জানালাম আমার সমস্যার ব্যাপারে | অস্তিত্ব প্রথমে বুঝলো না কিছুই | তবু অস্তিত্ব আমাকে সাহায্য করতে পিছ পা হলো না | আমাকে সত্যের জটিল কিছু সমাধান শেখালো আমার অস্তিত্ব |আমি যখন প্রয়োগ করলাম সমাধানগুলি বড়ই পুলকিত হলাম |
এরপর আমি ঝাঁপ দিলাম আমার নিজের জগতে | আমি অবাক হলাম এই দেখে যে কত বাহারি উপাদানে ভরপুর আমার জগৎ | আমি আমার জগতের অনেক উপাদান কে অবহেলায় ফেলে রেখেছি | আমি বাস্তব জগতের সাথে আমার জগৎ তাকে মেলাতে চাইলাম কিন্তু পারলাম না | অনেক পার্থক্য এদের উভয়ের মাঝে| তবে আশ্চর্যের ব্যাপার এই যে তারা উভয়ে উভয়ের বন্ধু |
আমি কল্পনা আর রূপকথার মিশ্ৰণে রহস্যের খুঁটি বানালাম | এই রহস্যের খুঁটি হবে আমার উৎসবের ভিত্তি |আমি শক্ত মানুষিকতাকে আপন করলাম | শক্ত মানুষ যদিও যাযাবর তবু তারা উৎসবের সেরা বন্ধু | আমি গতি আর জৌলুসের উপাদান সংগ্রহ করলাম | আমি স্বাধীনতাকে আপন করলাম | আমি জাদুর অসীম বার্তাকে করলাম নিজের গোলাম |
আমি এখন উৎসব করার জন্য তৈরি | মরচে ধরা জীবনটাকে আবার করবো সতেজ | আমি নিজে অবাক হবো | সবাইকে অবাক করবো |