ট্রিটনের একটি ছোট এলাকা । নাম ভিরন । মুল ভূখণ্ড থেকে ভিরনকে খানিকটা বিচ্ছিন্ন বললে ভুল হবে। কারন দূরত্ব আর নির্জনতা ছাড়া শহরে আর সবই আছে । ভিরনের সবাই যথেষ্ট উচ্চবিত্ত এবং সবারই এই সময়কার সব চেয়ে লেটেস্ট কজমিক প্লেন আছে । তবুও ট্রিটনের সাথে যোগাযোগ রক্ষাকারী একটি মাত্র সড়ক যেটা কিনা সিজিয়াম আকরিক দিয়ে বানানো সেটা ঠিক ভিরনের মাঝ বরাবর গোটা ভিরনকে দুই ভাগে করে দিয়ে কেন চলে গেছে সেটা রিনানের বোধগম্য নয় ।
আধুনিক কজমিক প্লেন থাকতেও এই সড়ক রিনান তার জন্ম থেকেই এভাবে দেখে আসছে । অবশ্য জন্মের সময়কার কিছুই তার মনে নেই। কারোরই থাকেনা । তাই এটা নিয়ে রিনান খুব একটা চিন্তিত নয় ।
রিনান আর দশটা ছেলের মতই । স্বাভাবিক গতিতে চলে ওর জীবন। কিন্তু চারপাশ নিয়ে মাঝে মাঝে রিনান অনেক চিন্তা করে। সাধারণ আর কলনির এনাউন্স ছাড়া যে কাজ না করলে হয় সেগুল রিনান করে না। বা করতে চায় ও না । অবসর সময় তাই রিনান নানা চিন্তা করে কাটায় ।
রিনানের সাথে থাকে ওরই সমান লিনসি। বয়স ওদের সমান । লিনসি একটা মেয়ে । একই সাথে ঘুম থেকে উঠে খেতে যায় , পড়তে যায় , বা বাকি সব কাজ করে । ওদের স্তরের সবাই এমনি । কারণ এটাই স্বাভাবিক এই স্তরে । ওদের বয়স এখন ১৭ । যখন ২৩ হবে তখন ওরা প্রথম স্তরে যাবে। ৩০ হলে ২ স্তরে । কিন্তু এরপর কথায় যাবে?
উফ !!!
বেশ অস্থির লেগে উঠছে রিনানের। ও খেয়াল করেছে । এটা নিয়ে চিন্তা করতে গেইলেই ও অস্বাভাবিক রকমের অস্থির হয়ে পড়ে । কোথাও যেন কিছু খুব গুরুত্বর কিছু ঘটে যাচ্ছে এমন মনে হতে থাকে। তাই এই নিয়ে ও বেশি ভাবতে পারে না । আজ ও পারল না।
ওদের এই শহরে কলনি গুলো ২ ভাগে ভাগ করা এবং সামাজিক স্তর ৩ ভাগ । আরেক ভাগের কোন স্তর নাই । ভাগহীন স্তরে থাকে রিনান এবং লিনসি। ওদের বয়সি সবাইই এমন থাকে । এটাই ভিরনের রীতি বা এটাই স্বাভাবিক ।
ওরা কে কোথা থেকে এসেছে কেউ জানে না । কেউ জানতেও চায় না । কেউ অতিত নিয়ে ভাবে না । সবাই সামনের দিন গুলোতে পরের স্তর নিয়ে ভাবে । কিন্তু রিনানের যত দূর মনে পড়ে ও আজ পর্যন্ত কাউকেই দেখে নি পরের স্তরে যাচ্ছে । প্রতিটা দিন যেন একই ভাবে শুরু হচ্ছে , একই ভাবে শেষ হচ্ছে ।
আহ !! মাথায় বেশ চাপ দিচ্ছে যেন কিছু , দু হাতে মাথা চেপে ধরল ও । তক্ষুনি লিনসি ডাকল ওকে । ধপ করে ব্যাথাও যেন ছেড়ে দিল !