ক্লোন

ক্লোন

তুমি না মারা গেছো?

– না তো। না, তুমি মারা গেছো। গত কাল, এখানেই।

– কি বলছ তুমি, আমি মারা গেলে এখানে আসবো কিভাবে। আমি জানি না। কিন্তু গত কাল দেখেছি তুমি এখন যেখানে বসেছিলে, গত কাল ও সেখানেই বসে ছিলে। এরপর কাশি দিতে দিতে উঠে গেলে। তোমার নাক আর মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে তুমি মারা গিয়েছিলে।

জানো তো, আমাদের সবাইকে কঠিন ভাবে নিষেধ করে দিয়েছিল যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, তখন যেন কাছে না যাই। তাকে হেল্প করার চেষ্টা না করি। যদি করি, তাহলে নিজেও ইনফেক্টেড হয়ে মারা যাবো। কে মারা যেতে চায় বল? তাই আমি তোমাকে হেল্প করতে চেয়েও হেল্প করতে পারি নি। এরপর দুইজন নভোচারীদের মত ড্রেস পরে এসে তোমাকে তুলে নিয়ে গেলো।

– কি সব বলছ তুমি, তুমি কি মানসিক ভাবে অসুস্থ? না, আমি সম্পুর্ণ সুস্থ। শুধু তুমি না, এরকম আরো মানুষ মারা যাচ্ছে। মানুষ মারা যাওয়া দেখা কষ্ট কর। এদিকে মানুষ খুব কম আসে তো। তাই এদিকে এসে বসে আছি। তোমার বিশ্বাস না হলে তুমি একটু চারপাশ ঘুরে দেখে আসতে পারো।

– তাই যাচ্ছি। বিকেলের দিকেও আমি এখানে থাকব। তুমি ইচ্ছে করলে আসতে পারো।

– আচ্ছা। এরপর ছেলেটি চলে গেলো। এদিক সেদিক ঘুরে দেখলো মেয়েটি ঠিকই বলছে। পুরো সুস্থ মানুষ, হাঁটা চলা করে। এরপর কাশি দিতে দিতে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাচ্ছে। যে দিকে যাচ্ছে সে দিকেই এমন দেখছে। কিছুক্ষণ পর ছেলেটি নিজেও ইনফেক্টেড হয়ে মারা গেলো। গত কালের মতই।

মেয়েটি বিকেলেও বসে ছিল। ছেলেটির জন্য অপেক্ষা। কিন্তু ছেলেটির ফিরল না। মেয়েটি বুঝতে পারলো, হয়তো ছেলেটি আজ ও মারা গিয়েছে। একটি ছেলে কিভাবে দুই বার মারা যেতে পারে, তাই তো?

কারণ ছেলেটি ছিল ক্লোন। আরো অনেক গুলো ক্লোন রয়েছে। একটি ক্লোন মারা গেলে তার মত আরেকটি ক্লোনকে প্রস্তুত করা হয়। এবং এন্টিভাইরাস দিয়ে দ্বীপে ছেড়ে দেওয়া হয়। কারণ?

কারণ পৃথিবীর মানুষ গুলো একটা ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। খুব দ্রুত মানুষ সব ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছে। কোন প্রতিষেধকই কাজ করছে না।

মানব ক্লোন তৈরি করা নিষিদ্ধ, তারপর ও এখন বিজ্ঞানীরা নিরুপায় হয়ে একটি দ্বীপে মানব ক্লোন নিয়ে ভয়াবহ এই পরীক্ষা চালাচ্ছে। নিয়মিত নতুন প্রতিষেধক তৈরি করছে, এক ক্লোনে এক ধরনের প্রতিষেধক দিয়ে ছেড়ে দিচ্ছে। এরপর সবাইকে দূর থেকে মনিটরিং করছে।

কোন প্রতিষেধকই কাজ করছে না। মেয়েটি এখনো বেঁচে আছে। কারণ মনে হচ্ছে মেয়েটির শরীরে দেওয়া প্রতিষেধক ভাইরাসের বিরুধে লড়াই করে জিততে পেরেছে। যা বিজ্ঞানেরই জয়। পুরো মানব সভ্যতার জয়। তা না হলে অতিশিগ্রই মানুষ নামের প্রাণী গুলো পৃথিবী থেকে হারিয়ে যেতো। না না, পৃথিবী থেকে নয়, পুরো মহাবিশ্ব থেকে।

গল্পের বিষয়:
সাইন্স-ফিকশন
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত