কালোরাও মানুষ

কালোরাও মানুষ

=এই মেয়ে তোমার নাম কি? তুমি কি অনুষ্ঠানে পার্টিসিবেট করবা?
=জ্বী ম্যাম, আমার নাম তুলি।
=না ম্যাম, ঐ কালো মেয়েটাকে নিলে আমরা অনুষ্ঠানে পার্টিসিপেট করবো না।
=তোমাদের কথায় হবে না কি? তুলি অনুষ্ঠানে থাকবে। ব্যস।
= অনুষ্ঠানে এই কালি মেয়ে কে নিলে আমাদের সম্মান খুন্ন হবে। আর আবির তুমি মেয়েদের ব্যাপারররে নাগ গলাচ্ছো কেন?
= ও আচ্ছা, তোমরা তো মহামান্য সুন্দরি। আর হ্যা আমিএ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছি।তাছাড়া আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি যা বলবো তাই হবে।
=না আবির থাক, আমার জন্য তোমার ঝগরা করা লাগবে না। আমি অনুষ্ঠানে পার্টিসিপেট করবো না। বলেই দৌর চলে গেল তুলি। এবার পরিচয় দেয়া যাক। তুলি এবার অনার্স ২য় বর্ষে পরে। আবিরও ওর সাথে পড়ে। এবং যারা ওকে নিন্দা করছিল তারা ছিল ওর ক্লাসমেট।তুলি একজন মেধাবী ছাএী। প্রতি বারেই সে দ্বিতীয় স্থান দখল করে সে। প্রতিবারেই সে আবিরের পরে থাকে, তার মানে আবির ১ম এবং ২য় হয়। প্রতি সেমিস্টারে ভালো রেজাল্ট করে তুলি। মেয়েটার গায়ের রং কালো, কিন্তু যতেস্ট ভালো ও শান্ত। তবুও তাকে ক্লাসে দেখতে পারে না কারন সে কালো বলে। তবে ওর কয়েকটা বান্ধবী যারা ওকে ভালোবাসে এবং ওকে অনেক সাপোর্ট করে। ভার্সিটির কলা ভবনের সামন্যে একটা গাছের নিচে বসে কাঁদছে তুলি।হঠাৎ তার বান্ধবীরা সেখানে আসলো।
মৌ= তুলি কাদছিস কেন?
রুমা= কিরে তুলি কি হয়েছে। প্লিজ কাদিস না। বল কি হয়েছে?
তুলি= আচ্ছা, আমি কালো হয়ে কি অপরাধ করেছি। বল?
রুমা= তোকে কি কেউ কোন বলেছে? তুলি।
তুলি= না। আমি কালো বলে সব জায়গায় আমাকে অপমানিত হতে হয়।আল্লাহ্ কেন আমাকে কালো করে পাঠালো?
মৌ=প্লীজ বোন তুই কাঁদিস না। আমরা তোর সাথে আছি।
তুলি= সাথে থেকে কি হবে? তোমরা ছাড়া আর কেউ তো আমাকে দেখতে পায় না। কেউ আমাকে ভালোবাসে না। সবাই আমাকে ঘৃণা করে। কালো বলে আমি সমান অধিকার পাই না।কালো কি এতোই খারাপ?
আবির= একদম না।কে বলেছ
কেউ তোমাকে ভালোবাসে না? আমি তোমাকে ভালোবাসি।(হঠাৎ করে এসে কথাটা বলল আবির)
মৌ= আবির তুমি এখানে?
তুলি= কি বললা আবির?
আবির= আমি ঠিকেই বলেছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবা না?
তুলি= আবির তুমি ক্লাসের ফাস্ট বয়, তুমি অনেক সুন্দর, আমার থেকে অনেক সুন্দরি মেয়ে পাবে। আমি তো অনেক কালো।
আবির = পাবো কিন্তু তোমার মতো পাবো না।আর তুমি কালো তো কি হয়েছে। মানুষের মনটাই আসল। ওরে সুন্দর হলে কি হবে ওদের মনটা হিংসা ও নোংরায় ভরা।
তুলি= কিন্তু তুমি যদি আমায় মাঝপথে ছেড়ে চলে যাবা না তো?
আবির= কথা দিলাম ছেড়ে যাব না। তোমার বান্ধবীরাও সামনে আছে। তাছাড়া অনার্স শেষ করে তোমাকে বিয়ে করবো।
মৌ= তুলি রাজি হয়ে যা।
রুমা = রাজি হবে কি? হয়ে আছে অলরেডি।( সবাই একসাথে হেসে উঠলো)
আবির = তুলি, তুমি কিন্তু প্রতিযোগিতায় পার্টিসিপেট করছো?
তুলি= কিন্তু ওরা সবাই……
আবির= ওরা যা বলে বলুক। আমি আছি তোমার সাথে আছি। তুমি ওদের দেখিয়ে দাও, তুমিও কারো থেকে কম নও।
কয়েক দিন পর ভার্সিটিতে বার্ষিক রচনা ও আবৃতি প্রতিযোগিতায় ২য় হলো তুলি। ফাস্ট হলো আবির। যারা তুলিকে নিতে মানা করেছিল তারা কোন প্রাইজএ পায়নি।
অনুষ্ঠান ষেশে আবির সবার উদ্দেশ্য কিছু কথা বল. আমাদের দেশে এখনো অনেক জায়গায় বর্ণের বৈষম্য আছে। কিন্তু এটা কেন? মানুষের বৈশিষ্ট্য সাদা কালো হাওয়ার মধ্যে প্রকাশ পায় না।
মানুষের বৈশিষ্ট্য, প্রকাশ পায় তার মেধায়, তার স্বাভাবে, তার কর্মকান্ডে। আমাদের পৃথিবীতে বিশিষ্ট ব্যাক্তিরা অনেকেই কালো ছিল।যেমন, নেলসন ম্যান্ডেল। যিনি কালো হয়েও যিনি শান্তির দূত হয়ে নোবেল পুরষ্কার পেয়েছেন। এরকম আরো অনেক বিশিষ্ট জনেরা আছেন।
তুলি ও আবিরের কয়েক বছর পর অনার্স শেষ করে। আজ দুজনে চাকুরী করছে। কয়েক দিন পর তারা পরিবারে সম্মতি নিয়ে বিয়ে করছে। এখান থেকে তাদের নতুন পথচলা শুরু হয়।

…………………………………………সমাপ্ত…………………………………..

গল্পের বিষয়:
দু:খদায়ক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত