এ কেমন বর্বরতা…?

এ কেমন বর্বরতা…?

ছোট্ট মেয়ে সিমিতা আবদার স্বরে বলছে; ” আম্মু আমি
বাহিরে খেলতে যাব! ” বাচ্চা মেয়ে, এই বয়সে খেলাধুলা
করবেই । এইতো সবে ক্লাস থ্রি’তে পড়ে । কি বা হবে বাসার
পাশে খেলতে গেলে ? সিমিতার মা বলে ; ” সন্ধ্যা হওয়ার
পূর্বেই বাসায় ফিরে আসিস মা, বেশি দূরে যাসনে ”
.
স্বতঃস্ফূর্ত হয়ে সিমিতা খেলতে যায় মহল্লার বন্ধুদের সাথে ।
বাড়ির একটু দূরেই কাশবন। আর তার আগেই খোলা ছোট মাঠ।
আজ সবাই মনস্থির করল ” কানামাছি ” খেলবে । সাথি, নিলয়, এনি
পর্যায়ক্রমে সিমিতা চোর হলো।
ভালোভাবে চোখ বেধে দিল নিলয় । এনি পরীক্ষা করার জন্য
সিমিতার চোখের সামনে তিন আঙুল তুলে জিজ্ঞাস করল; ”
এখানে কয়টি আঙুল রে সিমি? “। সিমিতার চোখ বাধা অবস্থায় বলল; ”
একটি “। নাহ, সব কিছু ঠিকঠাক ! সিমিতাকে ঘুরিয়ে দিয়ে সবাই নিরাপদ
স্থান নিল । দু’হাত প্রসারিত করে সিমিতা কোন একজন কে ধরার
চেষ্টা করছে । কিন্তু সবাই তার নাগালের বাহিরে !
.
সন্ধ্যা ঘনিয়ে এসেছে । যে যার বাসায় চলে যাচ্ছে । সিমিতাকে
তার বাসার পথে একাই যেতে হবে । প্রতিদিনের মতো সিমিতা
দ্রুতপদে বাসার দিকে যাচ্ছে । প্রতিমধ্যেই ৩/৪ জন যুবক এসে
তাকে ঘিরে ফেলল । কোন কথা না বলে একজন পিছন দিক
থেকে এগিয়ে গিয়ে সিমিতার মুখ চেপে ধরল । ক্ষুধার্ত পশুর
মতো বাকীদের সহযোগীতায় টেনে হিচড়ে সিমিতাকে
নিয়ে গেল কাশবনের ভিতরে । পালাক্রমে ধর্ষণ করে চলছে
ছোট্ট মেয়েটিকে । চিৎকার করছে মেয়েটি কিন্তু চিৎকারের
আওয়াজ হাত দিয়ে চেপে রাখায় চাপা পরে যাচ্ছে । পা’ দুটো
চেপে ধরে আছে একজন । সিমিতা এখানের সব গুলো যুবক
কে চিনে পূর্ব থেকেই । টিমের একজন বলল; ” ও আমাদের
চিনে, ওকে ছেড়ে দিলে সব ফাঁশ হয়ে যাবে! “। দ্রুত একজন
প্রতিউত্তর দিল ; ” ওকে ছেড়ে দেয়া যাবে না, এখানেই শেষ
করে দেই! “। সবার মতে পেয়ে একজন সিমিতার নাক মুখ গামছা
দিয়ে চেপে ধরল। দমবন্ধ হয়ে ছটফট করছে সিমিতা । মিনিট
খানেক পর নিস্তেজ হয়ে গেল সিমতার দেহ । ” কাজ শেষ
সবাই তাড়াতাড়ি চল! ” বলেই একজন হাটা শুরু করল । তাকে সবাই
অনুসরণ করে প্রস্থান করল কাশবাগান মাঠ ।
.
সন্ধ্যা ঘনিয়ে রাত, ” সিমিতা কে খুজে পাওয়া যাচ্ছে না ” মহল্লায়
সোরগোল শুরু হয়ে গেছে । এলাকার মতিন চাচা আসার সময়
কাশবাগানের একটু সামনেই একজোড়া জুতো দেখে
এসেছে । কথাটা শুনেই মহল্লার সবাই খুজতে গেল কাশবাগান ।
হন্য হয়ে খুজে সিমিতাকে পাওয়া গেছে, তবে জীবিত নয়
মৃত ! শরীর বিবস্ত্র, দাগগুলো দৃশ্যমান………!!!

গল্পের বিষয়:
দু:খদায়ক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত