সেই ছেলেটি

সেই ছেলেটি

কলেজে যাবার পথে স্কুলটার সামনে আসলেই মন খারাপ হয়ে যায় মেয়েটার ।প্রচন্ড মন খারাপ হয়ে যায় ।মুখের কোনে লুকিয়ে থাকা হাসিটা ফিকে হয়ে যায় ।
,
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা কে একদম দেখতে ইচ্ছে করে না মেয়েটির ।কেমন বিশ্রি হাসি দেয় ছেলেটা । ছিঃ এভাবে হাসে কেউ ??
,
মাথার চুল গুলোও কেমন তৈল দিয়ে মাতিয়ে রাখা ।গায়ের শার্ট টা দেখুন কেমন দোড়া কাঁটা বাঘের মত ।এই শার্ট কেউ গায়ে দেয় ।নীল কালারের হলেও হয় !কিন্তু সেটাও না ।
,
রিক্সার হুড উঠিয়ে দেয় ,যাতে এই এনালগ মার্কা ছেলেটাকে দেখতে না হয় !কিন্তু তবুও কেমন করে যেন ছেলেটাকে দেখতে পায় মেয়েটা ।
,
শীতল আবহাওয়া টা যেন নিমিষেই উঞ্চ হয়ে ওঠে মেয়েটার কাছে ।অসহ্য বোধ করে ।সহ্য হয় না ।
,
অনেক বার ভেবেছে
মেয়েটাঃ
রিক্সা থেকে নেমে
ছেলটাকে কিছু একটা বলে দেই । বলে দেই আপনাকে আমার একদম সহ্য হয় না ।আপনি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন না ।
,
বলতে পারে না ,ভয় হয় ।যদি বিশ্রি কিছু কথা বলে ।মেয়েটা জানে ,বিশ্রি মানুষের বিশ্রি মুখের ভাষা ।
,
মেয়েটার আজ পরীক্ষা ।তাই আজ আর কিছু বলতে পারছে না । ভেবেছে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছেলেটাকে কথা গুলো বলবে ।
,
কথা গুলো ভাবতে ভাবতে রিক্সাটা যে কখন থেমে গেছে মেয়েটা বুঝতেই পারেনি । হাতের ভেতর থেকে ফাইলটা পড়ে গছে মেয়েটা নিজেও জানে না ।
,
গোল গোল চশমা চোখে দেয়া সেই ছেলেটার ডাকে মেয়েটা বাস্তবে ফিরে আসে ।
ছেলেটা বলেঃ
এইযে আপনার ফাইল টা পড়ে গিয়েছিল ।
,
মেয়েটা ফাইল হাতে নিতেই রিক্সা চলতে শুরু করে ।দুরন্ত গতিতে চলতে থাকে রিক্সা । ছেলেটা ফিকে একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে ।
,
কি ভাবছেন (??)
ছেলেটা কে একটা ধন্যবাদ দেয়া উচিত্ ছিল মেয়েটার ফাইল টা উঠিয়ে দেবার জন্য !!
,
না ,কখনো না ।সাধারন একটা কাজের জন্য অসাধারন ভাবে একটা ধন্যবাদ দেবার প্রশ্নই আসে না ।
,
মেয়েটার পরীক্ষা ভালো হয়নি ।মন খারাপ করে দাঁড়িয়ে আছে ছাদের উপর ।
,
আর মনে মনে ভাবছেঃ থার্ড ক্লাস মার্কা ছেলেটা কে না দেখলে হয়তো পরীক্ষা টা ভালোই হতো ।
,
হঠাত্ করেই বড় একটা ধাক্কা খায় মেয়েটা ।বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে ছেলেটার হাঁটতে দেখে ।
,
কিন্তু গায়ে সকালের সেই দোড়া কাঁটা শার্ট ।একটা শার্ট এতো সময় গায়ে রাখে কিভাবে ?নিশ্চয় পারফিউম ব্যবহার করে না !দুর্গন্ধ !!
,
ছেলেটা ছোট্র একটা টিউশনি পেয়েছে তাই এই রাস্তা দিয়ে আসে ।অন্য কোন কারনে না ।আর একটাই শার্ট ।দিনে গায়ে দিয়ে রাতে ধুয়ে শুকাতে দেয় ।
,
মেয়েটা আজ কলেজে যাবার পথে ছেলটা কে আর দেখতে পায়নি ।অনেক খুশি ।গলা থেকে কাঁটা নেমে যাবার মত মনে হচ্ছে মেয়েটা কে ।
,
কিন্তু মেয়েটা আজ অন্য কিছু আবিস্কার করেছে ।ছেলেটা স্কুলের যে স্থানে দাঁড়িয়ে থাকতো সেই স্থানে অন্য একটি ছোট মেয়ে রাস্তার দক্ষিন দিকে তাকিয়ে দাঁড়িয়ে
থাকে ।
,
রিক্সাটা থামিয়ে দেয় ।গুটি গুটি পায়ে ছোট ময়েটির কাছে যায় ।খুব ছোট করে জিজ্ঞাসা করেঃ
তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন !কাউকে খুঁজছো ??
,
ছোট মেয়েটি চোখ তুলে
তাকায় আর বলেঃ
আমার ভাইয়া এখনো আসেনি আমাকে নিতে ।তাই দাঁড়িয়ে আছি ।
,
কিছু সময় পর ছেলেটি তার ছোট বোনটি কে নিতে আসে ।অবাক হয় ছেলেটি মেয়েটি কে দেখ ।
,
মেয়েটি আজ নিজ থেকেই
জিজ্ঞাসা করেঃ

এই পিচ্চি টা কি আপনার বোন ?
,
ছেলেটা চোখের চশমা টা একটু ঠিক করে আর বলেঃ

হুম আমার বোন ।আমার আপন বোন ।
,
ছোট মেয়েটি এবার হুট করেই
বলে ওঠেঃ

না আপু ,আমি আপন বোন না ।আমি রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করার সময় এই ভাইয়ার সাথে দেখা হয় ।
,
আমি নাকি তার হারিয়ে যাওয়া ছোট বোনের মত ।তাই আমাকে তার বোন মনে করে । আমি ভাইয়ার কাছেই থাকি ।
,
ছেলেটা কখনো ভাবতে পারেনি তার লুকিয়ে রাখা গল্পটা এভাবে বলে দেবে । ছেলেটা আমতা আমতা করে
বলেঃ
ওর মাথায় সমস্যা আছে ।আপনি কিছু মনে করবেন না ।
,
কথা গুলো বলতেই বোনের হাত ধরে রিক্সায় উঠিয়ে দেয় ছেলেটা ।রিক্সা চলতে শুরু করে

,
পিছনে দাঁড়িয়ে থাকে শুধু সেই মেয়েটি ।অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এতো দিনের ঘৃনিত ছেলেটির দিকে ।যে ছেলেটিকে শুধু অবহেলাই করে এসেছে ।
,
দু ফোঁটা জল গড়ছে দু গাল বেয়ে
মেয়েটির কিন্তু মুছতে চায় না শুধু ভাবছেঃ কাল কে একটা স্যরি বলতে হবে । অন্তত একটা স্যরি …………

গল্পের বিষয়:
দু:খদায়ক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত