খুব বেশি Excited ইমু আজ।
দীর্ঘ ৪বছর প্রেম করার পর আজ দেখা হবে আবিরের সাথে।
আবির অস্ট্রেলিয়া থাকে, ৪বছর পর একটা ফ্রেন্ড রিকুয়েস্ট যে তার জিবনের অর্থ চেঞ্জ করে দিবে, তা সে ভাবে নাই।
ইমু সকাল থেকে পুরা বাড়ি মাথায় করে রেখেছে তার হাসি দিয়ে। খুশি যেন আজ চুয়ে চুয়ে পড়ছে।
কি পরবে কি ভাবে সাজবে
কিচ্ছু খুজে পাচ্ছে না।
অত:পর
ফোন বেজে উঠলো…
– ইমু তুমি কই কতক্ষন লাগবে আসতে?
আমি কিন্তু তোমাকে না দেখে বাসায় যাব না..
ইমু- আসছি বাবা আর মাত্র ২০মিনিট একটু অপেক্ষা করো। চলে এসেছি। তোমার সব অপেক্ষার পহর আজ শেষ..
. ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বুঝলা গাধা
২০মিনিট শেষ ঘড়ির কাটা চলতেই আছে
৪০মিনিট
৬০মিনিট
না ইমু এখনো আসে নাই।
আবির ও জিদ্দি কম না, আজ সে ইমুর সাথে দেখা না করে যাবে না। বাধ্য হয়ে কল দিল ইমুর বাসায়।
আসসালামু আলাইকুম আন্টি, ইমু কি বাসায় আছে?
– না বাবা ও তো বের হয়ে গেছে তুমি কে?
আমি ইমুর ফ্রেন্ড, ও আসলে বলবেন আবির কল করেছিল।
না ৩ঘন্টা হয়ে গেছে ইমু বাসায় যায় নাই।
সে তো এখানে ও আসে নাই।
আবির এর কপালে ঘাম জমে উঠেছে
ইমুকে যে সে বড্ড বেশি ভালোবাসে।
৪ঘন্টা পর আবিরের ফোন বেজে উঠল, ইমু ফোন করেছে…
ইমু তুমি কই, বাসায় নাই এখানে আসো নাই,কই ছিলা…
– অপর প্রান্তের কন্ঠ একজন পুরুষ এর, — ভাই মোবাইল টা লাশের পাশে পেয়েছি। আপনার নাম্বার এ অনেক
বার কল দেওয়া হয়েছে তাই আপনাকে আগে কল করলাম।
লাশ??? এটা তো ইমুর নাম্বার কোন লাশের নাম্বার না। আর্তনাদ করে উঠলো আবির।
:::
কেউ ভালোবাসা পেয়ে হারায়
কেউ ভালোবাসা নিয়ে খেলে
আর কেউ…..আবিরের মত কাদে।