আত্নহত্যা

আত্নহত্যা

আমি জানি না কি লিখতে বসেছি,তবে গল্পের নাম টা যখন দিয়েছি কিছু একটা লিখবই..!তবে কাউকে প্ররোচিত বা উৎসাহিত করার জন্য লিখছি না..!

আমি শুুধু মাত্র এই বিষয়টা উপস্থাপন করছি অন্তনত একজনও যদি এটা থেকে বিরত থাকে..!
.
আত্নহত্যা,এই ছোট্র শব্দটা শুনলেই আমরা এর অর্থটা বুঝতে পারি..!এর কোন সঙ্গা আছে কি না সেটা আমি যানিনা..!তবে এতোটুকু বলতে পারি,

নিজেকে নিজেই হত্যা করাটাই আত্নহত্যা …!
এবার প্রশ্ন আসতে পারে নিজেকে নিজে কিভাবে হত্যা করবে,আর কেনো..?
.
প্রথমেই একটা কথা বলি সেটা হলো, ইসলাম ধর্মে আত্নহত্যা পাপ,এটা একদম নিষেধ,অন্যান্য ধর্মেও এটা উল্লেখ আছে যে জীব হত্যা মহা পাপ,

এর থেকেও এটা ধারনা করা যায় তাহলে আত্ন হত্যা করারও ধর্ম বহির্ভূত কাজ..!
.
প্রশ্নটা হলো মানুষ তাহলে কেনো আত্নহত্য করা…?
প্রায় প্রতিটা মানুষেরই বিবেগ বুদ্ধি আছে,ধর্মীয় জ্ঞান আছে।তা থাকা সত্বেও তারা কেনো আত্নহত্যা করে ..?
কেনো তারা আত্নহত্যা করে তার সঠিক উত্তর শুুধু আমি কেনো সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না..!
কারণ,যারা আত্ন হত্যাকরে তারা তো আর বলে যায় না যে,কি জন্য তারা আত্ন হত্যা করেছে..!
তবে হ্যা কিছু কিছু ব্যক্তি আত্নহত্যা করার পূর্বে তাদের ডায়রিতে বা চিঠিতে আত্নহত্যার কারণ লিখে যায়..!সেখান থেকেই কারণটা জানা যায়..!
.
যেমন উদাহরণ স্বরূপ বলা যায়,পারিবারিক সমস্যা,স্বামি স্ত্রীর ভুল বুঝাবুঝি, বেকার হতাশাগ্রস্থ,বর্তমানে সব চেয়ে বেশি যে কারণে

আত্নহত্যা বেশি হয় সেটা হলো, প্রেম বা ভালবাসার সম্পর্ক ভাঙ্গার কারণে..!
.
এবার প্রশ্নটা হলো যারা আত্নহত্যা করার পূর্বে কোন কিছুই বলে বা লিখে যায় না,তাদের কারণটা কী…?
সত্য কথা বলতে কি কেউ কাউকে জানিয়ে আত্নহত্যা করে না,আর যদি জানে তাহলে বাধাগ্রস্ত হবে তাই..!
কিন্তুু তাদের পরিবারের লোকজন,বন্ধুবান্ধব, সহপাঠী বা অন্যান্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে একটা ধরাণা করা হয় তারা কেনো আত্ন হত্যা করেছে..!
.
আমি আমার কথা বলি, সেই ছোট থেকে জিবনে অনেক আত্নহত্যার গল্প শুনেছি এবং দেখেছি..!গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে,

অথবা বাসার ছাদ থেকে লাফ দিয়ে..!কতো মানুষকে দেখলাম তারা নিজের জিবন নিজেরাই হত্যা করলো, তাদের পোড়া কপাল খুব আফসোস হয়,

কেনো আত্নহত্য ছাড়া কি অন্য কোন উপায় ছিলো না…?
.
একটা সময় ছিলো তখন ভাবতাম,
পারিবারিক ঝগরা বিবাদ হয়েছে তো আত্নহত্যা কেনো করতে হবে,দু চোখ যেদিকে যায় চলে যাও,যে পরিবারের প্রতি তোমার ঘৃণা ধরে

গেছে ছেড়ে চলে যাও তবুও বেঁচে তো থাকো.!
স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছে তো কিছুদিন আলাদা থাকুন,তাতেও যদি না হয় তবে ডিভোর্স দিন,তবুও বেঁচে তো থাকুন..!
বেকার হতাশাগ্রস্থ হয়ে আত্নহত্যা করবেন,কেনো..?একবার ভেবে দেখুন আপনের মত লক্ষ্য লক্ষ্য বেকার পৃথিবিতে আছে,একটা কাজ

না হলে অন্যটা চেষ্টা করুন হবেই,দুদিন আগে আর পরে..!
যেটা বলতে ভুলে গিয়েছিলাম আমাদের দেশে অনেক মেয়েই ধর্ষিত হওয়ার পরে আত্নহত্যা করে,তারা হয়তো লোকলজ্জার ভয়ে,

সমাজে মুখ দেখাবে কিভাবে এই ভেবে আত্ন হত্যা করে,বিচার না পেয়ে আত্নহত্যা করে..!দেখুন আপনি ধর্ষিত হয়েছেন তাতে

হয়তো আপনের দোষ নাও থাকতে পারে।তবুও চেষ্টা করুন ধৈর্য ধরুন একদিন আপনের বিচার পাবেন সৃষ্টিকর্তার কাছে..!তবুও বেঁচে তো থাকুন ..!
.
এবার তাদের কথা বলছি যারা প্রেম ভালবাসার সম্পর্কের জন্য আত্নহত্যা করে।
ভাই তোদের মত বোকা কেউ নেই,ব্যর্থ হয়েছিস তো কি হয়েছে,একটা গেছে অন্য আর একজন আসবে,তার থেকে ভালো কেউ আসবে,

নিজের জিবনটা নষ্ট না করে ধৈর্য ধর সবঠিক হয়ে যাবে..!তবুও তো বেঁচে থাক..!
.
যতো কথাই বলি না কেনো আমার কথায় হয়তো কউ সে পথ থেকে সরে আসবে না, আবার আসলেও আসতে পারে..!

পূর্বে যেমন হয়েছে আগামিতেও হয়তো তাই হবে..!
আচ্ছা একটা মানুষ কি খুব সহজেই আত্নহত্যা করে..?বা জোর করে কি কাউকে আত্ন হত্যা করানো যায়,যদি সে স্বইচ্ছায় না করে..?
একবার চিন্তুা করুন একজন মানুষ কখন আত্নহত্যা করে..?
যখন পৃথিবিটাকে তার অসহ্য মনে হয়,নিজের জিবনের ওপর কোন মায়া থাকে না,পরিবার,আপনজন, ভালবাসার মানুষ কারও প্রতি কোন মায়া থাকে না,

যখন তার মাথায় শুধু ঐ একটা পথ খোলা আছে বলে মনে হয় তখনি সে আত্নহত্যা করে..!
যখন সে এই পৃথিবিতে এক মূহর্তের জন্যেও থাকতে চায় না,কেউ তাকে বোঝে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে,দু চোখে শুধু অন্ধকার দেখে,

বুকের মধ্যে দীর্ঘশ্বাস জমা হতে হতে পাহাড় সমতূল্য হয়ে যায়, ঠিক তখনি সে আত্নহত্যা করে..!
.
অন্যের কথা আর কি বলবো,নিজেরি তো জিবন আর জিবন মনে হয়না,মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে আসে,

যার জন্য এতো কিছু করলাম সেই যখন আমায় ভুলে ভালো আছে ..!
মাঝে মাঝে ইচ্ছে করে চলে যাই ..!আর কতো নির্ঘুম রাত কাটাবো,আর কতো চোখের জল ফেলবো,আমিও তো মানুষ,

আর কত সহ্য করবো..?ইচ্ছে করে সব কিছু থেকে মুক্তি নিয়ে উড়ে চলে যাই..!
কিন্তুু সে যদি আমায় ছাড়া ভালো থাকতে পারে, তবে আমিকেনো পারবোনা..?
আমিও না হয় ভিন্ন পথে পা বাড়াবো,হয়তো নষ্ট পথের পথিক হবো,
জানি কষ্ট হবে ,তবে অসম্ভ কিছু না..!
জানি আমি বেঁচে থাকবো নষ্ট পথের পথিক হয়ে,জীবন্ত লাশ হয়ে..!

গল্পের বিষয়:
দু:খদায়ক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত