নীলা মনি গোস্বামি

নীলা মনি গোস্বামি

হিমার জন্ম হয়েছিলো অদ্ভূত একটি দিনে। সেদিন আকাশে অদ্ভূত একটি ধূমকেতু দেখা গিয়েছিলো। সবাই মিলে জটলা বেঁধে ছাদের ওপর ধূমকেতু দেখছিলো,ছবি তুলছিলো,গালগল্প করছিলো।আর হিমার মা তখন ঘরের ভেতর নিসঙ্গ অবস্থায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলো ।

সেদিন নিসঙ্গ ঘরের ভেতর হিমাকে জন্ম দিয়েই মারা যায় হিমার মা । অবহেলায় অনাদরে চাচীর সংসারে কাজের মেয়ের মতোই বড় হচ্ছিলো হিমা। অকথ্য গালি আর তুচ্ছ তাচ্ছিল্য ছিলো হিমার নিত্য দিনের সঙ্গী। সারাদিনের কঠোর পরিশ্রমের পর দিনশেষে কপালে জুটটো এঁটো বাসী খাবার।

হিমা দেখতেও ভীষন কুৎসিত ছিলো।কালো,মোটা, বেঁটে,নাকবোঁচা,বিচ্ছিরি দাঁত – জঘন্য লাগতো তাকে দেখতে।গায়ের রঙ নিয়ে নানান গন্ঞ্জনা সইতে হতো প্রতিদিন হিমাকে। একটু ফরসা দেখানোর জন্য প্রতিদিন মুখে একগাদা পাউডার মাখতো হিমা।

সেদিন শখ করে লুকিয়ে লুকিয়ে চাচীর দামী ক্রিমটা একটু মুখে মেখেছিলো হিমা।ধরা পড়ে যায় চাচীর কাছে। সুন্দরী চাচী সেদিন মারতে মারতে আধমরা করে ফেলেছিলো হিমাকে।বের করে দিয়েছিল ঘর থেকে। একরাশ অভিমান নিয়ে গুটিগুটি পায়ে হিমা পার্কে গিয়ে ঢুকে। সে আর বাসায় ফিরে যাবে না কখনও। কোন আপনজন নেই তার পুরো দুনিয়াতে। মরে যাবে হিমা।আত্নহত্যা করবে সে

কথাটা মাথায় আসতেই তড়িৎ গতিতে লাফ দিয়ে উঠে দাঁড়ায় হিমা।পরনের ওড়নাটা খুলে টাঙিয়ে দেয় কৃষ্ঞচূড়া গাছটির ডালে।ব্যাস এবার ঝুলে পড়লেই হবে। খুশি খুশি মনে গলায় ফাঁস দিতে যাচ্ছিলো হিমা।

ঠিক তখনি ওকে টান দিয়ে কারা যেনো দূরে সরিয়ে নেয়। অবাক হিমা দেখে কমবয়সী দুটো যুবক দাঁড়িয়ে আছে হিমার সামনে। লম্বা, ফর্সা, ছিপছিপে দেহের অধীকারী সুদর্শন দুই যুবক।

– মরতে চাও তুমি?

– হু।।

” মরার আগে তাহলে আমাদের একটু সুখ দিয়ে যাও যুবতী আপু ” খিকখিক করে হেসে বলে উঠলো দুই যুবক।

ভয়ে পিছিয়ে গেলো হিমা।আর যুবক দুটো দ্রুত এগিয়ে যেতে লাগলো ওর দিকে।প্রবল আক্রোশে ওরা হিমাকে টেনে নিয়ে গেলো ঝোপের আড়ালে।নির্জন দুপুরে কেউ শুনতে পেলো না হিমার আর্তনাদ।নিজেকে যখন নিয়তির হাতে সপে দিয়েছিলো হিমা, ঠিক তখনি বিচিত্র একটা ব্যাপার ঘটলো।অর্ধনগ্ন হিমা দেখলো যুবক দুটো হঠাৎ করেই থমকে গেছে। হাত পা নাড়াতে পারছে না ওরা।নাক দিয়ে দুজনেরই গলগল করে রক্ত ঝড়ছে। কিছু বুঝে উঠার আগেই মাটিতে লুটিয়ে পড়লো দুই পিশাচ।

অবাক বিস্ময়ে হিমা দেখলো দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। ওদের কাঁধে বিশাল দুটো পাখা।আদর করে হাত বুলিয়ে দিলো ওরা হিমার মাথায়।

” কে তোমরা? ” তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো হিমা।

” আমি নীল পরি, আর সে লালপরি। পরীদের দেশে থাকি আমরা। আর ঘুরে ঘুরে অসহায় মেয়েদের সাহায্য করি। ”

হেসে জবাব দিলো সুন্দরী মেয়েটা। ” চলো আমাদের সাথে ” হাতটা বাড়িয়ে দিয়ে সুরেলা গলায় বলে উঠলো লাল পরী।

– কোথায় যাবো?

– পরীদের দেশে। আমাদের সাথে থাকবে তুমি। যাবে?

আনন্দে লাফ দিয়ে উঠে দাঁড়ালো হিমা।হঠাত দেখলো লালপরির মুখে চিন্তার রেখা।ঘন ঘন হাতের আংটিটার দিকে তাকাচ্ছে সে।

” কি হয়েছে লালপরি? ” চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করলো নীল পরি।

– একটা মেয়ের অনেক বিপদ। যেতে হবে আমাকে। তুমি হিমাকে নিয়ে যাও। হন্তদন্তভাবে চলে যাচ্ছিলো লালপরি। হিমার ডাকে থমকে দাঁড়ালো।হিমাও যেতে চায় ওর সাথে।। বাঁচাতে চায় বিপদে পড়া মেয়েগুলোকে।

– পারবে তুমি??

” হ্যা, পারবো ” দৃঢ় কন্ঠে জবাব দিলো হিমা।

..সমাপ্ত।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত