নিয়ম রীতির বাইরে ভবনাচিন্তাহীন একটি জীবনের পরিসমাপ্তি ঘটতে চলছে…!!
বাঁধাহীন মুক্ত জীবনের মালিক আজ চিরতরে চলে যাবে সকল ভাবনাকে দুরে রেখেই…।
মৃত্যুশয্যায় শেষ মুহূর্তগুলা তার কাছে কষ্টকরই হতো যদিনা সে বাস্তবের বিপরীতে না চলত. ।
কিন্তু সে তো বাস্তব থেকে অনেকক দুরে থেকেই বেঁচে ছিল..!!তাই মৃত্যুও তাকে একটুও ভাবাতে পারছে না..।।
কিন্তু এই শেষ কয়েক ঘন্টা খুবই বিরক্ত লাগছে আতিয়ার কাছে..।
হাসপাতালের এই বিছানায় যে শুধুই অনেক প্রাণ চলে যাওয়ার হাহাকার মিশঢ় আছে. !!
এই বিছানায় কোনো সুখ নেই..!!মনে মনে অনেক কল্পনার জাল হয়তো এখনও বুনে যাচ্ছে..।
মেয়েটির কষ্ট হচ্ছে না…।!!কারণ..সে একটু পর চিরবিদায় নিলে কেউ কাঁদবে না..এটা সে জানে..।।
কিন্তু মেয়েটির পাশে এতক্ষণ বসে থেকে মন চাইছে আর এক ঘন্টা পরও যেন তাকে বাঁচিয়ে রাখতে পারি…।।
সে জানত সে আর বেশিদিন এই পৃথিবার অধিবাসী থাকবে না..।!তাই দুই মাস আগেই তার পরিবার ..
বন্ধুবান্ধব দের ছেড়ে এসেছে…সবার কাছে সে সেজেছে এক নিকৃষ্ট জীব..!!সে এমন করেছে যেন সে চিরতরে চলে যাওয়ার পর কারও কষ্ট না হয়. ।।।
কিন্তু তাকে কে বোঝাবে যে বন্ধুরা ভুল বুঝলেও সেটা মানতে পারে না.!!! গুড়ি গুড়ি বৃষ্টির শব্দে নীরবতা ভাঙ্গল আমাদের দুজনেরই..!!
হঠাৎ সে বলল.. .
***আরব..আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে…তখনও কি কেউ আসবে না..??
**** আমি চমকে উঠলাম..কি বলে এসব..!!! এই মেয়েই তো নিজ হাতে সবাইকে দুরে সরিয়ে দিলো…!!!!
আমি বলার মতো কিছু পাচ্ছিলাম না……তাও বললাম…
*******তুই তো চাস কেউ না আসুক.. আর তোর পরিবার তো আসবেই না….!.!বন্ধুদের কথা জানিনা….!!!
******** ((((আমার কেন জানি মনে হলো..ও চায় কেউ আসুক. .তাই ওর কাছের বন্ধুটিকে ফোন দিলাম..দেখি কি হয়))))
আমি:::,,হ্যালো..’
রানা… রানা:হ্যাঁ..বল….
আমি:একবার হাসপাতালে আসবি…????
রানা:কেন…???
আমি::আতিয়া…..((আর কিছু বলতে দিল না))))
রানা:ওইই..তোরে কইছি না ওর কথা আর কইবি না..ওইডার মতো মাইয়া কোনখানেও নাই..!!!
আগে কত ভালো কথা কইত…বাট..পরে তো বুঝা গেল ওই আসলে কি…!!!ফোন রাখ..
আমি:ঠিক কইরা কথা ক..। ও কি তুই জানিস…!!
রানা: তো কি..!!
সবার ফ্রেন্ডশীপরে ধোকা দিল…
আমি: কয়েকটা কথা শোন..তারপর মন্তব্য করিস…
রানা: ক… ((((আমি ওকে আতিয়ার কথা বলতে লাগলাম..ও যে আর মাত্র ঘড়ির কাটার পনের মিনিট আছে তাও বললাম..)))) এসব শুনে আর সত্যি জেনে রানা বলল আসছি… হয়তো দৌড়াইতে দৌড়াইতে আসছিল…
তখন আতিয়া বলল…রানা কি বলল..?? আসবে না..তাই না..আমি জানতাম….!!!
আমি:: আরে না… আর দুই মিনিট…..ওর শ্বাস পড়ছে দ্রুত….. তখনই রানা এসে ওর হাত ধরে বলল..প্লিজ..মাপ করে দে…আমরা তোরে ভুল বুঝছি…
কোনো কথা আর হয় নাই… এরপর… কাফনের কাপড় পড়িয়ে কবরে রেখে আসল সবাই… এখন সবাই কাঁদছে…কেন.??
সবাই তো ভুল বুঝছিল…!! আর কেঁদে লাভ কি…!!!