(সাকিব) আমি তকে ভালোবাসি।
কেন বুজিস না তুই
+
(দীপা)শুন সাকিব আমি তকে শুধু বন্ধু ভাবি।
++
আর তকে আমি কখনো ঔ নজরে দেখি নাই।
+++
তুই আমাকে আর এই সব বলবি না
++++
সাকিব হাহাহা আমাকে তর ভালবাসতেই হবে।
+++++
দীপা।ওকে দেখা যাবে
,,
এখন পরিচয়ের পর্বটা শেষ করে ফেলি আমি সাকিব ইন্টার 1 ইয়ার এ পড়ি। কিন্তূ কলেজে নিয়মিত যাইনা ভাল লাগে না তাই আর দীপা হল আমার ছোট বেলার বন্ধু। দীপা ssc পরীক্ষা দিয়েছে । আমি দিপাকে ভালবাসি এই পর্যন্ত 98 বার প্রোপোস করছি কিন্তূ অর একই কথা তুই শুধু আমার বন্ধু।
!!!!!!!
কাল অর রেজাল্ট দিবে আবার অরে প্রোপোস করলাম সেই এক কথাই। 99হয়ে গেল 100বারটা এমন ভাবে প্রোপোস করব যাতে সবসময় মনে রাখে। সেই দিনটা এসে গেল। যেই দিন অ প্রথম কলেজে আসে সেই দিন একটা অনুষ্ঠান ছিল। আমি ও ভাল একটা সময় পেয়ে গেলাম এবার সবার সামনে অরে প্রোপোস করে বসলাম।
সবাই আমাদের দিকে চেয়ে আছে। অমনি ঠাস ঠাস ঠাস । আমি বলছি না তুই শুধু আমার বন্ধু । আর যদি একথা বলস। আমাদের বন্ধুত্ব আর থাকবে না আর তর বাবার কাছে ও বিচার যাবে যা ভাগ এখান থেকে। সবাই আমার দিকে কেমন দৃষ্টি তে জেন তাকাই আছে । কোন মতে বাসাই আসলাম এসে ভাবি দীপা যখন আমাকে ভালবাসেনা আর অরে ডিস্টার্ব করব না। অমনি দীপার কল অ বলছে সরি থাপ্পর দেওয়ার কারনে আমি বললাম আরে না বন্ধু দের মাঝে sry শব্দ টা না আসাই ভাল
আমি তকে আর ভালবাসি বলব না।আমরা বন্ধু শুধু বন্ধু হয়েই থাকব।
দীপা সত্যি
সাকিব হুম
দীপা tnq দোস্ত ।
দীপা এখোনো বুজতে পারতেছে না তার থেকে অনেক বড় একটা জিনিস হারিয়ে যাচ্ছে । সাকিব ভাবে দীপা আমায় না দেখলে অনেক হাসি খুশি থাকবে তাই সাকিব সিদ্ধান্ত নেই সে তার মামা বাড়ি থেকে পড়াশুনা করবে। সে টান্সপার হয়ে এখান থেকে চলে যাবে কেননা এখানে থাকলে দিপাকে দেখবে আরো তার মায়ায় পরে যাবে। সাকিব হঠাৎ করে কাউরে না জানিয়ে চলে যাই তার মামার বাড়ি আর তার মা বাবাকে বলে যাই যে কেউ জিজ্ঞেস করলে বলতে সে বিদেশ চলে গেছে। আর নতুন একটা নাম্বার দিয়ে গেছে সে বলছে এই নাম্বার যাতে কাউকে না দেই সে তার মামা বাড়ি চলে যায় আর আগের সিমটা ভেঙে ফেলে।যাতে তার খবর কেউ না পাই ।
দেখতে 1 মাস হয়ে গেল এই দিকে দীপাতো শেষ । অতো সারাদিন সাকিব সাকিব করে কিছু খাই না বলে আমি সাকিবকে .চাই অর এমন অবস্থা হচ্ছে যে
।।।।
প্রাই পাগল এর মত হয়ে যাচ্ছে।
দীপার।বাবা মা ডাকতার এর কাছে নিয়ে যাই
তখন ডাকতার বলে সাকিব কে
দীপার বাবা বলে আমাদের প্রতিবেশীর ছেলে
😊
😊
😊
😊
তখন ডাকতার বলে আপনার মেয়েকে বাচাতে চাইলে সাকিবকে আনতে হবে নইতো
😊
😀
😁
😂
😃
একথা বলার সাথে সাথেই দিপার মা বাবা সাকিব এর মা বাবাকে সব বলে
সাকিব এর মা বাবা এই অবস্থা দেখে সব সত্যি কথা বলে দেই
যে সাকিব তার মামার
বাসায়।
নিলাকে বাসায় এনে বলে
নে 017598549**এটা.সাকিব এর নাম্বার
আর সাকিব তার মামা বাড়ি থেকে পড়াশুনা করতেছে কিছুদিন পর অ বাড়িতে আসবে
দীপাতো এই কথা শুনে বলে আমি যাব ঐ খানে তখন দীপার বাবা বলে সাকিব এর পরীক্ষা চলতেছে তুই কি চাস সাকিব এর পরীক্ষা খারাপ হোক আর ওতো কিছু দিন পর আসবেই.এই কথা শুনে দিপা চুপ হয়ে যাই।
আর এদিকে সাকিব দীপার কথা প্রাই সময়ই
মনে করে ।
রাতে সাকিব কে কল দেই দিপা
অন্য একটা নাম্বার দিয়ে
শুধু তার কন্ঠের আওয়াজ টা শুনার জন্য।
সাকিব কল দরে বলে হেলো কে বলছেন কিন্তু কোন কথা আসছে না তাই সাকিব বললো কথা বলবেন নাকি কলটা কেটে দিব
একথা বলার সাথে সাথেই দিপা কলটা কেটে দেই
সাকিব আজিব কে এটা
আর ঐ দিকে দীপাতো অনেক খুশি ।
এ ভাবে কিছু দিন গেল।
আজকে সাকিব বাড়িতে আসতেছে সাকিব কে দেখার জন্য দীপা মাথোহারা হয়ে আছে
অবশেষে সাকিব বাড়িতে আসল।
এসে মা বাবার সাথে দেখা করে সুযা তার রুমে চলে যাই।
ফ্রেশ হয়ে একটা গুম দেই
সে সময় দীপা সাকিব এর রুমে যাই গিয়ে সাকিব এর মুখের সামনে যাই।গিয়ে তার কপালে একটা চুমু একে দেই অমনি সাকিব বলে কে কে
দীপা বলে উঠে আমি
অ তুই।
তো এখানে কেন ।
কেন আমি আসতে পারি না
হুম আসতে পারবি না কেন
😢
😢
😢
😢
সাকিব তো দিপাকে চিনতেই পারছে না এত শুকিয়ে গেছে।
😢
তা কেমন আছিস সাকিব ।
ভাল তুই
দীপা বলল এতদিন ভালো ছিলাম না এখন ভালো।
++++
অ
———
আচ্ছা এখন যা আমি গুমাবো তখন দীপা চলে যাই আর ভাবে কালকেই সাকিবকে প্রোপোস করবে।
সকাল সকাল।সাকিব রেডি হচ্ছে কলেজে যাবে একটু কলেজটা দেখতে। তখন দীপা আসল এসে বলল কই যাস।
আমি বললাম তদের কলেজে যাব একটু।
অ
আমি ওতো যাব
দারা আমি রেডি হয়ে আসতেছি
অনেক সুন্দর ভাবে সেজে দীপা আসল। আর ভাবে
কলেজের সবার সামনে সাকিবকে প্রোপোস করবো
।
দুজনে একসাথে কলেজে যাচ্ছে ।
সাকিব আর চোখে দিপাকে দেখছে।কিন্তু দিপাকে বুজতে দিচ্ছে না।
তো কলেজে আসল ।
এসে তো তার অনেক বন্ধুদের সাথে দেখা বলছে এত দিন পর মনে পরল। কিন্তু একটা জিনিস বার বার দেখছে সাকিব যেখানেই যাই সাথে দিপা ও আসে।
তখন সাকিব এর মামা বাড়ির একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল সাকিব এর আর অমনি সাকিব বলে তুই আমার সাথে কি।
যা তো
দীপা বলে না আমি তর সাথেই থাকব।
আজিব আচছা তুই একটু
দারা আমি আসতেছি
তখন সাকিব হাই মাইসা তুই এখানে ।
হুম একজনকে ভর্তি করাতে আসলাম।
আর তুই এখানে কেন।
আমার বাসা এখানে
সামনে আমার বাসা চল।
নারে আজকে না আরেক দিন তো আমরা অনেক ধরনের গল্প করতেছি আর হাসতেছি।
তখনই দীপার আগমন সে এসে আমার হাত ধরল।
অমনি মাইসা।বলে কে সে
তখনই দীপা বলে উটে আমি উনার বউ।
মাইসা বলল তুই বিয়ে করে ফেলচস আর আমাকে বলিস নাই।
আমি কিছু বলার আগেই দীপা আমাকে টেনে নিয়ে আসল।
আমি কি হইছে তোর আর মাইসাকে এ কথা বললি কেন
আমি চাইনা তুই অন্য কোন মেয়ের সাথে কথা বল।
কেন আমি কথা বললে তর কি
আমার কি
কারন
আমি তকে ভালোবাসি তাই।
কি বলছিস।
হা তুই থাকা কালিন আমি তর ভালবাসা বুজতে পারি নাই
তুই যখন আমাই ছেড়ে চলে যাস
আমি একটু শান্তিতে থাকতে পারি নাই
আমি তকে ভালোবাসি আমি
তকে ছাড়া বাঁচবো নারে
আমি শুন দীপা আসলে আমি তকে ভালবাসতে পারব নারে।
কেন পারবি না।
কারন আমি একজনকে ভালোবাসি।
আর তুই আমাকে বলেছিল আমরা শুধুই বন্ধু ।
মনে নাই তোর
একথা বলার সাথে সাথেই দীপা বাসায় চলে যাই।
ঘন্টা খানেক পর শুনি যে
দিপা বিশ খাইছে হসপিটালে
আছে
আমি দোরে হসপিটালে যাই।
আমি গিয়ে দেখি সে এখন সুস্থ
আমি গিয়ে জিজ্ঞেস করলাম তুই এইটা কি করতি চাইছিলি।
তুই না থাকলে আমি কারে নিয়ে বাচব।
তুই না একজন কে
ভালোবাসিস
হুম বাসিতো।
কিছু বলছে না।
আরে পাগলি জানতে চাইবি না কে সে
আরে সেটা হলি তুই তকেই আমি ভালোবাসি।
তারপর আর কি বিয়ে হানিমুন আরো কত কি।











