:-চয়ন বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে তুমি কিছু একটা করো..(ইভা)
:-ওকে আমি তোমার বাবার সাথে কথা বলবো..
:-বাবা কখনই মেনে নিবেনা..কারন আমাদের ধর্ম আলাদা..
:-কথা বলে দেখি তোমার বাবার সাথে..
:-দেখলে হবেনা..আমি তোমাকে ছাড়া থাকতে পারবোনা..
:-আমিতো জানি..দেখবে তোমার বাবা রাজি হবেন..
:-আমার মনে হয়না..চলো পালিয়ে যাই।
:-উহু..
:-কেনো?তুমি আমাকে বিয়ে করবানা?
:-অবশ্যই করবো..তবে পালিয়ে না।সবার মতামত নিয়ে..
:-যদি কেউ রাজি না হয়?
:-আমার উপর বিশ্বাস রাখো।
:-হুম..তোমার পরিবার কি আমাকে মেনে নিবে..
:-জানিনা..
:-দেখ তোমাকে পাওয়ার জন্য আমি ধর্ম পাল্টাতেও রাজি..
:-তার কোন দরকার নেই..তোমাকে ধর্ম পাল্টাতে হবেনা।
:-আচ্ছা..তুমি তাড়াতাড়ি বাবার সাথে কথা বলো..
:-ঠিক আছে..বলবো
এতক্ষন কথা বলছিলাম ইভার সাথে..ইভা যাকে আমি ভালোবাসি..ইভা অনার্স ৪র্থ বর্ষে পড়ে..আর আমি চয়ন..একটা জব করি।তবে আমাদের ধর্ম আলাদা..আমি হিন্দু আর ও মুসলিম।
ওর আর আমার পরিচয় হয় আমার এক ফ্রেন্ডের মাধ্যামে..ইভা আমার ফ্রেন্ডের ছাত্রী..বন্ধু তার প্রাইভেট থেকে পিকনিকে গেছিলে..আমাকেও নিয়ে গেছিলো..সেখান থেকেই আমাদের পরিচয় হয়..
তারপর একে অপরকে ভালোবেসে ফেলি..তারপর আমিই ইভাকে প্রপোজ করে ফেলি..ইভাও রাজি হয়ে যাই..তখন এত কিছু ভেবে দেখিনি..আমাদের ভবিষৎটা কি।কিন্তু এখন তা বুঝতে পারছি..
বাড়ি এসে মায়ের সাথে কথা বললাম।বাড়িতে মায়ের কথাই শেষ কথা।তবে আমি বাদে সবাই মাকে ভয় পায়।
:-মা তোমার সাথে একটু সিরিয়াস কথা বলতে চাচ্ছি..
:-হুম বল
:-আমি বিয়ে করতে চাই..
:-আমিও ভাবছিলাম তোকে বিয়ের কথা বলবো..তাহলে মেয়ে দেখা শুরু করি?
:-না..মা আমি একটা মেয়েকে ভালোবাসি..
:-তার বাড়ি গিয়ে কথা বলি?
:-মা একটা সমস্যা আছে..
:-কি?
:-মা মেয়েটা মুসলিম..
:-কিইইই?এটা সম্ভব না..
:-কেনো সম্ভব না?
:-সমাজে তোদের কখনই মেনে নিবেনা..আর আমি সমাজের বাইরে যেতে পারবোনা।
:-মা তাতে কিছু যায় আসেনা..তোমরা মানলেই হবে..
:-কখনই না..আমি এমনটা করতে পারবোনা..
:-ঠিক আছে..আমিও কোনদিন বিয়ে করবনা..থাকো তোমার সমাজ নিয়ে..তোমার কাছে সমাজই বড়..আমিতো কিছুনা
:-চয়ন দাড়া শোন…
বেরিয়ে এলাম বাড়ি থেকে..ইভাকে ছাড়া আমি থাকতেই পারবোনা..
দুইদিন একটা ফ্রেন্ডের সাথে থেকেছি..ইভার সাথেও কোন কথা হয়নি..বাড়ি থেকে ফোন দিয়ে পিক করিনি..
বন্ধুকেও আমার আমি এখানে আছি বলতে বারন করেছি..
আজকে সকালে ঘুম থেকে উঠলাম..সামনে মা দাড়িয়ে..
:-তুমি এখানে এসেছো কেনো?
:-তুই আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে এখানে আসি কেনো?
:-যেখানে আমার কথার কোন মূল্য নেই সেখানে থেকে কি করবো?
:-বাহ!!তোকে জন্ম দিলাম..এত বড় করলাম..এই তার প্রতিদান?
:-দেখ ইমোশনে আঘাত করে লাভ নেই..তোমাদের কাছে প্রথম একটা কিছু চাইছি।তোমরা সেটাই পুরন করতে ব্যর্থ..
:-আমি কখনো বলেছি..তোর চাওয়াটা পূর্ন করবোনা..মেয়েটার নাম কি?
:-ইভা..
:-আচ্ছা ঠিকানা দে..ওর পরিবারের সাথে কথা বলবো..
:-সত্যি?
:-হুম..
মাকে ঠিকানা দিয়ে আমি বাইরে চলে এলাম..কিছুক্ষন আড্ডা দিলাম..অফিসে যায়নি..কারন নিজেদের অফিস না গেলেও কিছু হবেনা..
সন্ধায় বাড়ি গেলাম..যেতেই মায়ের সাথে দেখা..
:-মা ইভাদের বাড়িয়ে গেছিলে?
:-হুম..
:-কি কথা বলেছো?ওরা রাজি হয়েছে?
:-মা চুপ করে আছে..
:-কি হলো বলো..
:-হুম..ওরা রাজি..
:-Love U Maa মাকে জড়িয়ে ধরলাম
:-এই ছাড় হয়েছে..
:-উম্মাআআ
ঘরে চলে আসলাম..কালকে ইভাকে দেখা করতে বললাম..কারন ও কিছু জানেনা।ওকে সারপ্রাইজ দিবো..
মায়ের কাছে জানতে পেলাম।ইভার বাবা আমাদের অফিসের ম্যানেজার..আর ইভা তার একমাত্র মেয়ে..ইভারা তেমন সচ্চল না..তাই ইভার বাবা মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়েছে..
সকালে ইভা আর আমি পাশাপাশি বসে আছি..
:-ইভা সরি..
:-কেনো?
:-আমার মা তোমাদের বাড়িতে গেছিলো..আমাদের বিয়ের কথা বলতে..
:-বাবা রাজি হয়েছে?
আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম..ইভাও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো..
কিছুক্ষন জড়িয়ে থাকার পর কান্না শুরু করে দিয়েছে..
:-এই পাগলি কাদছো কেনো?
:-আমি তোমাকে ছাড়া থাকতে পারবোনা..
:-তো কে আমাকে ছাড়া থাকতে বলেছে?
:-কিভাবে থাকবো তোমার সাথে?
:-স্ত্রী হয়ে থাকবে..
:-মানে?
:-আমাদের বিয়ে..তোমার আমার পরিবার রাছি..
:-সত্যি??
:-না মিথ্যা পাগলি..
:-ধ্যাত..
এবার আমার বুকে মুখ লুকালো..আমিও ওকে আমার বুকের মাঝে চেপে ধরলাম..কতক্ষন এভাবে ছিলাম তা জানিনা..যখন বাস্তবে ফিললাম..তারপর ঘোরাঘুরি করে ফিরলাম..
আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে..কিছুদিন পরেই বিয়ে..
.
অতঃপর আমাদের বিয়ে হলো..আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়ে..ধর্মীয়ভাবে বিয়ে হয়নি..কারনটা আগেই বলেছি..
এখন আমরা দুজনে ভালোই আছি..দুজন দুজনের ধর্ম পালন করছি..
ইভা আমার সামনে এসে পড়েছে..
:-এই ছাদে চলোনা..
:-উহু..পারবোনা..
:-এ্যা চলোনা..
:-চলো..
ইভাবে কোলে নিয়ে ছাদে গেলাম..দুজনে চুপচাপ বসে আছি..হঠ্যৎ করেই ইভা বলে উঠলো..
:-এই আমাদের কয়টা বেবি হবে?
:-দুইটা..একটা ছেলে একটা মেয়ে..
:-আচ্ছা ওরা কোন ধর্ম পালন করবে?
:-মেয়েটা হিন্দু..আর ছেলেটা মুসলিম।
:-কেনো..
:-কারন দুইদলে একজন ছেলে আর একজন মেয়ে হবে..
:-আমার পাগলটার দেখি অনেক বুদ্ধি..
:-হুম..পাগলি।
:-এজন্যইতো পাগলটাকে ভালোবাসি..
:-আমি পাগলিটাকে খুব ভালোবাসি.. এভাবেই চলবে অবাস্তব ভালোবাসার গল্প..
গল্পের বিষয়:
রোমান্টিক