আমি– তোকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে
নীলিমা– কি বল?
—এখন না পরে
— না এখনই বলতে হবে
— বললাম না পরে
— তুই বলবি কিনা বল
— হেই বুচি যাহ
— না তুই বুচা
— তুই টেপি
— তুই ট্যাপা
— তুই আটার বস্তা
— তুই তাহলে মুচি
— তুই পুটি
— বাল আমি এখন কি বলবো/??
— হে হে হে আমি জিতে গেছি
— হুহহহহহ no way মি. বুলডগ
— what!!” তুই খান্নাস
— তুই ঢ্যামড়া
— তুই ছাগী
–আর তুই ছাগল
— তাহলে আমাদের বাচ্চা কই?
— হারামি
–হারামির বৌ কুটনি
— কুত্তা
— কুত্তার গার্লফ্রেন্ড
— ইতর
— ইতরের জানু
— ইডিয়ট
— ইডিয়টের পথ চলার সাথী
–বেকার কিং
— বেকার কিং এর ATM কার্ড
— শয়তান
— শয়কানের আত্না
–ও তারমানে আমি ভূত
— না পেত্নী
— কিহহহ””! এখন কিন্তুু কান্না করবোনে
— করনা বারণ করেছে কে?
— আমার কান্না দেখলে তোর আনন্দ লাগে?
— হুম তবে ঢং করে যখন কাদিস তখন
— ছোটলোক
— কে?
— তুই
— মারা আসে তো। তোর চেয়ে হাইট ২ ইঞ্চি বেশিই আছে।
— তারপরও তুই ছোটলোক
— কেন??
— আজ আমাকে ক্যাম্পাসে খাওয়ালি না কেন?/
— টাকা কি গাছে ধরে নাকি? আর তুই যে রকম খাস, আমার ভয়ই লাগে
— হাআআআআ এতোবড় কথা!!! আমি অনেক খাই?
— নয়তো কি? তোর খাওয়া দেখে আমার তো মনে হয় একসময় তুই পুরো দোকানটাই খেয়ে ফেলবি
— ওরে লুচ্চা, বাদর কাল ভার্সিটিতে আসবি না? দেখে নেবোনে তোকে
— কি করবি /?? কিস দিবি? এখনই দেনা?
— কিস দেবো? তোকে ১৫ টা মরিচ দিয়ে ঝালমুড়ি খাওয়াবো।
— সে রাজি আছি। তবে তারপর তোকে ৫ মিনিট ধরে কিস করবো। রাজি??
— দূরে গিয়ে মর
— আলাভু ( I love u)
— তোর লাভের গুষ্টি কিলাই
-* আমার সোনা পাখি। আমার হবু সন্তানের হবু আম্মু
— কাল আমার সামনে বলে দেখিস এটা
— বললে কি করবি?
— সাহস থাকলে বলেই দেখিস
— ওকে বলে দেখাবোনে
,
পরের দিন সত্যি গিয়ে নীলিমাকে এটা বলেছিলাম। তারপর সে কি করেছিলো সেটা জানতে চাইবেন না। শুধু এটা জেনে রাখুন আজ সেই রাগী,অভিমানী,বদমেজাজী,জেদি আর অসম্ভব লক্ষ্মী মেয়েটা সত্যিই আমার কলিজার টুকরা মেয়েটার আম্মু।