সন্ধ্যায় তার আসার কথা ছিলো।

সন্ধ্যায় তার আসার কথা ছিলো।

আমার মাঝে মধ্যে হারিয়ে যাওয়া ইচ্ছে যাগে। তাই মাঝে মাঝে হারিয়ে যাই আবার নিজেকে নিজেই খুঁজে বের করি। লাস্ট ভ্রমণ কক্সবাজার যে কক্সবাজারে জার্নিতে আমি আমার অতিত কে হারিয়ে ফেলেছি।

আজ থেকে এক বছর আগে র কাহিনী।

আমি রাতে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে পরি প্লাটফর্মে দাঁড়িয়ে গন্তব্য কক্সবাজার ট্রেনে করে চট্টগ্রাম তার বাস‌এ । গন্তব্যে পৌঁছাতে প্রায় ৬। ঘন্টার উপরে লেগেছে। বাস থেকে নেমেই রেস্টুরেন্টে এ গেলাম খুব খিদে তাই আগে খাওয়া-দাওয়া তার পর বাকি সব। খাওয়া-দাওয়া শেষ করে মধ্যবিক্ত দের থাকার মতো একটা হোটেলে উঠি। কিছুক্ষণ রেস্ট নিয়ে রাওনা দিলাম সমুদ্রের দিকে যেদিকে তাকাই শুধু মানুষের ভিড় । আমার একাকিত্ব জীবন তাই মানুষের মহড়া সেখানে কম সেদিকে যেয়ে একটা ভাঙা গাছের ডালে বোসে সমুদ্রের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ ধরে মোবাইল এর আওয়াজ শুনতে ছি এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। বন্ধ হয়ে গেল আওয়াজ টা কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে খুঁজতে লাগলাম মোবাইল টা সমুদ্রের বালুর কোনায় লুকিয়ে আছে মোবাইল টা হাতে নিয়ে দেখি। দামি মোবাইল হবে হয়তো কল টা রিছিভ করলাম ওপার থেকে একজন ভদ্র লোক সে সার মোবাইল টা আপনার কাছে কি করে। আমি সমুদ্র থেকে ভেসে আসছে মনে হয় আর আমি খুঁজে পাছি।

এখন আপনি কে সেটা বলেন। স্যার আমি কে সেটা বড় কথা নয় বড় কথা হলো মোবাইল এর মালিক যে সে কল দিতে বলেছে তাই আমি কল দিলাম। আমি আচ্ছা মোবাইল এর মালিক কে দেন ।তাকে দেয়া লাগবে না আপনি কোথায় আছেন সেটা বলেন। ঠিকানা দিলাম তারপর সে বললো পাঁচ মিনিট অপেক্ষা করুন। আমি ওকে আসেন

‌আমি সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ দেখি পাসে দাঁড়িয়ে একটা জল পরি আমি তো রিতিমত ক্রশকি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা ভয় ও বলা যায়।জল পরি র দিকে তাকিয়ে সে কি যেনো বলছে আমার শুধু চোখ চলছে বাকি সব সামরিক বন্দ। জ্ঞান ফিরলো কিছুক্ষণ পর । সে বলছে আমাকে আপনি কি পাগল নাকি মাথায় সমস্যা আমি পাগল আর মাথায় সমস্যা দুই টার একটাও না কি বলছে চান বলেন । না মানে এখানে কেউ একজন একটা মোবাইল খুঁজে পেয়েছে আমি তাকে খুঁজছি। এখানে আমি ছাড়া আর কেউ নেই সে আর কিছু বলছে না দাঁড়িয়ে আছে । প্রায় অনেক টা সময় পর সে আবার প্রশ্ন করলো এখানে আমার মোবাইল হারিয়ে গেছিলো কেউ একজন খুঁজে পাইছে । আমি সে কেউ একজন আমি । আপনার মোবাইল দেয়ার জন্য আমি এখানে ঘন্টা খানেক বোসে আছি।ওওও এতোক্ষণ ধরে বললেন না কেনো । আমি বললে তো মোবাইল নিয়ে চলে যাইতেন।

‌সে মানে? আমি মানে সামুদ্রিক পরি দেখার কিছু সময় এস্টা পাইলাম।

‌সে ওওও প্লাট করছেন দেন আমার মোবাইল । আমি দিয়ে দিলাম সে কিছু না বলে ই চলে গেলো। আমি ডাক দিয়ে জানতে চাইলাম কি সমস্যা আপনার কিছু না বলে ই চলে যাচ্ছেন অন্তত ধন্যবাদ টা তো দেয়া যায় ।সে আপনাকে দেখে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না।চলে গেলো আমি আবার আগের জায়গায় বোসে রইলাম। আমার মন টা তাকে দে যতটা সজীব হয়ে ছিলো তার লাস্ট কথায় সব মিস্রি ফরমালিন হয়ে গেল। চলে গেলা রুমে দুই দিন আর ঐ জায়গায় যাইনি জেতে চাইলে ই অপমানি টা মনে পড়ে যায়। তার একদিন সন্ধ্যার সময় আবার ঐ নিঝুম জায়গায় গেলাম যেয়ে বোসলাম ভাঙা গাছের ডালে। কিছুক্ষণ পর সুন্দরী জলপরী টা আমার দিকে ই আসছে এসে মনে হয় পাঁচ দশ বারের উপর সরি বললো তার তার প্রশ্ন গত তিন দিন কোথায় ছিলেন । আমি ঘুরাঘুকরছি এদিক ওদিক কিন্তু আপনি কি করে জানলে আমি এখানে আসি না। সে আসলে আপনাকে সরি আর ধন্যবাদ বলার জন্য আমি প্রতিদিন ই আসতাম এখানে। আমি ওও তার মানে বুঝতে পারছেন আমি ভালো মানুষ ।সে ভালো মানুষ না হলে মোবাইল হাতে পেয়ে বন্ধ করে পোকেট এ চছে যাইতো । আমি ধন্যবাদ বুঝতে পারার জন্য । তার পর সে আমার পাশে ভাঙা ডালে বোসলো ।আম আচ্ছা মান কি?? সে অনুপ্রমা সবাই অনু বলেই ডাকে । আমি বাহ আপনার সাথে আপনার নাম ও মিলে যা দুই টা ই অসাধারণ।সে আচ্ছা আপনি কি একাই আসছে আমি হুম সে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি। আমি আপনি কি সত্য না স্বপ্ন এমন সুন্দরী রমণী আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে এ বন্ধুত্ব বেশি দিন টিকবে না । সে কেনো আমি কারণ সুন্দরী বান্ধবীকে যে কোনো সময় প্রপোজ করে দেয়া র সম্ভাবনা রয়েছে। সে সমস্যা নাই সময় হইলে আমি নিজে ই বেঁধে পেলবো । আমি ওকে আচ্ছা ম্যাডাম আপনার সাথে বন্ধুত্ব হলে আমি কি ম্যাডাম ডাকবো না অনু ডাকবো। সে না অনু ডাকো আচ্ছা তোমার নাম তো নিলয় তাইনা আমি তোমাকে আমি নাম তো কখনো বলিনি কিকরে জানলে।সে মোবাইল এর সন্ধান এ কথা বলছিলে যে ঐ সময় শুনছি আমি ওও আচ্ছা ।অনুপ্রমা সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর সে তার দিকে আমি আবার দিকে চললাম। একটু যেতে অনুপ্রমা ডাকদিলো সে এযে তুমি কি আমি বললাম আমি আবার কি করলাম সে তুমি তোমার নাম্বার ও দিলে না আমার টা ও নিলে না আর যোগাযোগ করার ইচ্ছে নাই নাকি তোমার ইচ্ছে না থাকলে ও সমস্যা নাই আমি ছাড়ছি না তোমায় নাম্বার বলো । নাম্বার দিয়ে চলে গেলাম রুমে এসে বোসলা আর ভাবছি কি করে সম্ভব হঠাৎ করে একটা মেয়ে এসে আমার ভিতর এ ডুখে গেলো। জীবন এ তো অনেক মেয়ের সাথে মিশলাম কারো সরো সাথে তো এমন অবস্থা হয় নি ভাবতে ভাবতে খাওয়া-দাওয়া র কথা ই ভুলে গেছি।

‌ঘুমাতে গেলা সেখানে ওও তার সাথে কাটানো সময় ভেসে আসছে।

‌কল আসলো অননোন নাম্বার বুঝতে পারছি অনুপ্রমা । কল ধরে তোমার কল এর ই অপেক্ষায় ছিলাম সে ওওও তাই না কি আমার নাম্বার কি আগে থেকেই ছিল আমি নাতো সে তাহলে বুঝলে কি করে এটা আমি। আননোন নাম্বার দেখে বুঝতে পারছি এটা তুমি সে ওওওহ কি করছ আমি ঘুমে সে খেয়েছো আমি না খিদে নেই।তুমি কি কর ? সে আমি বোসে আছি আচ্ছা আগামী কাল সেন্টমার্টিন যাবে আমি ওকে যাওয়া যায় ওকে তাহলে ঘুমাও আল্লাহ হাফিজ ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ। সকাল এ নাস্তা করে অনুপ্রমাকে কল দিলাম সে কল রিসিভ করে বলছে তারাতাড়ি বাহির হ আমি ওকে রাস্তায় এসে দে সে দাঁড়িয়ে আমি তুমি কখন আসছো সে তোমাকে সকাল আটটার কথা বলছিলাম না আমি আটা বাজে আসছি এখানে । ওওওওওওহ সরি গো রাত্রে দেরিতে ঘুমানোর জন্য উঠতে দেরি হয়ে গেছে । আচ্ছা ঠিক আছে চলো সেন্টমার্টিন সফরে রাওনা দিলাম সমুদ্র দ্বীপে মনে হচ্ছে এখানে ই থেকে যাই তার সাথে । ঘুরা ঘুরি তা সাথে হাত ধরে একসাথে সেন্টমার্টিন দ্বীপ আমার জন্য স্মৃতি হয়ে থাকবে সারাজীবন। অনুপ্রমা বললো চলো নাস্তা করে নি আমি বললাম আমি তো নাস্তা করে আসছি সে আবার আমার সাথে নাস্তা করবে গেলা সেন্টমার্টিন দ্বীপ এ একটা ভাঙা ছুড়া রেস্টুরেন্টে খাবারের আইটেম সব মাছ নাস্তা করে সে বললো তুমি বসো আমি আসছি একথা বলে চলে গেল প্রায় তিরিশ মিনিট কেটে যাবার পর আমি বাহিরে আসলাম এদিকে ওদিকে সব দিকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না তাকে আমি পাগল প্রায় অনেক খুঁজা খুঁজির পর এসে হাজির সেজে সুজে আসছো বিউটি পার্লারের গেছে দ্বীপের মধ্যে ওও পার্লার । তাকে দেখে মনে হচ্ছে আমার জীবন ফিরে পেয়েছি কিছু বুঝতে দি নি শুধু বললাম কোথায় যাচ্ছো বলে গেলে কি হতো।সে বলে গেলে সেজে গুজে আসার সারপ্রাইজ দিতে পারতাম না। আমি হে খুব সারপ্রাইজ হইছি আর এমন টা আর যে কখনো না হয় ।সে ওকে হবে না চলো সমুদ্রে নামবো।আমি তুমি মাত্র সাজুগুজু করে আসছো আর এখন সমুদ্রে নামবে । সে আমি তো সাজুগুজু করছি সমুদ্রে নামবো বলে। বাচ্চা মেয়ে একটা (আর মনে মনে আমি ভাবছি আমার জন্য সেজেছে) ।সে তুমি পেলে পুষে বড় করে দিও বলেই সমুদ্রে নেমে গেলো। আমি উপরে দাঁড়িয়ে সে পানিতে আমাকে ডাকছে আর ডাকছে আমি বার বার বলছি নামবো না । হঠাৎ দেখা যাচ্ছে না দোর দিয়ে পানি তে ডুবদিলাম সাথে সাথে সে উঠে বললো তুমি না বললে পানিতে নামবে না। আমি আসবো না বলছি বন্ধুর সাথে ভেজা সময় আমার কাছে অস্বাভাবিক । সে তাহলে প্রেমিকা ভাবতে পরো আমি মজা নিচ্ছো । ওকে আসো নৌকায় উঠি অনেক অল্প সময়ের আমরা অনেক টাই কাছাকাছি চলে আসলাম ব্যাপারটা কাল্পনিক গল্পের মতো। অনেক ঘুরেছি সকাল এ এসে সন্ধ্যা হয়ে গেছে চলে আসলাম আগর জায়গায় কক্সবাজার এ এসেই দুই জন দুই জন কে বিদায় দিয়ে চলে গেলাম যাওয়া সময় সে বলেগেছে আগামী কাল সন্ধ্যায় আমি আসবো ঐ নিঝুম জায়গায়।

‌আমি ওকে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পরলাম অপেক্ষা আগামী কাল সন্ধ্যার ।

‌একটা কল দিলাম তাকে কল দরেই সে এতো তাড়াতাড়ি মনে পড়ে গেলো। আমি মেজিক এর মতো আমার জীবনে আসছো মনে তো পর্বেই। কি করো ডিনার কর ছো ঐ দিক চুপ হয়ে গেল কোন কথা নেই। আমি মনে হয় সারাদিন ঘুরা ঘুরি করে মোবাইল এর চার্জ শেষ আমার টার ও ১০ % চার্জ আর চার পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়লাম সকাল এ উঠেই মোবাইল চেক তার কোন কল নেই আমি দিলাম বন্ধ। অপেক্ষা সন্ধ্যা আজ দিন টা খুব বড় মনে হচ্ছে সন্ধ্যা আসছে না অনেক অপেক্ষার পর সন্ধ্যার আগেই বোসে আমি সে নিঝুম জায়গায় সন্ধ্যা পার হয়ে রাত তার পর সকাল তার পর দুপুর বোসে আছি তার দেখা নাই মোবাইল বন্ধ। আমার কাছে সবই একটি খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে। কি করবো নিজেও যানি না সে কোথায় থাকে সেটা ও যানতে চাই নি বাড়ি কোথায় তাও জানি না তার নাম্বার একটা আছে তাও এখন অকেজু । তাকে অনেক খুঁজেছি পাইনি কি হয়েছে তার তাও জানি না। আমি এখন মাঝে মাঝে সন্ধ্যায় তার অপেক্ষা করি ঐ নিঝুম জায়গায়। আজ আবার যাচ্ছি এবার একটা নিখোঁজ সংবাদ বোট টাঙিয়ে দিবো

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত