দ্বিতীয় প্রেমের গল্প

প্রথম প্রেমটা নাকি ভুল মানুষের সাথে হয়,,আমার সাথেও তাই হয়েছিলো আমি মুন আমার একটা ছোট বোন আছে,নাম মুনিয়া বাবা স্কুল টিচার।মা গৃহিনী বুঝতেই পারছেন মধ্যেবিও পরিবার জীবনে প্রথম প্রেমে পরার অনুভূতি অন্যরকম ছিলো। শুধু আমার না যারা প্রেমে পড়েছেন তারা বুঝতে পারবেন আমার কথা গুলো শেষ আঘাতটাও ছিলো অনেক।কিন্তু এতকিছুর পর দ্বিতীয় প্রেম আসবে আমার জীবনে বুঝতেই পারিনি যখন প্রথম প্রেমে ব্যার্থ তখন তার আগমন ঘটে
মুনিয়াঃ আপু আপু কই তুই??
মুনঃ এইয়ে আমি বল কি বলবি
মুনিয়াঃ আজ আমার স্কুলে অনুস্টান আছে চল আমার সাথে
মুনঃ না আমি যাব না,তুই যা ওহ বলতে ভুলেই গেছি আমার বোন ক্লাস six পড়ে। আমি অনার্স প্রথম বরসের ছাত্রীী
মুনিয়াঃ প্লিজ আমার সোনা আপু,চল
মুনঃ ওকে আমি রেডি হয়ে আসছি
আজ ওদেএ স্কুলে সংস্কৃতিক অনুস্টান আমি গিয়ে কালো বোরখা পড়ে নিলাম।আর সাথে কালো হিজাব।শুধু চোখ ২টা বাহিরে ছিলো মুনিয়া আমার হয়ে গেছে,কই তুই??
মুনিয়াঃ আমিও রেডি এই বলে যেতে নিলাম স্কুলটা আমাদের বারি থেকে একটু দুরে,৫ টাকা ভারা লাগে
রাস্তায় দারিয়ে আছি একটাও গাড়ি নাই অনেক্ষন অপেক্ষা করার পর একটা গাড়ি পেলাম তবে একটা ছেলে বসে ছিলো আমি আর মুনিয়া উঠে পরলাম মনে হচ্ছিল ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে
আমরা স্কুল গেটে নামলাম।ওই ছেলেটাও নামলো অনুস্টান শুরু হলো, তবে ছেলেটা বার বার আমাকে ফলো করছিলো।আমি বেশ বুঝতে পারছি ছেলেটা আমাকে তার নাজরে রেখেছে এক পর্যায়ে অনুস্টান শেষে, আমি আর মুনিয়া আসতে নিলাম।ওমনি ছেলেটা আমাদের পিছন থেকে ডাকলো বুঝতে পারছি আমাকেই থামতে বলছে তবে আমি না থেমে চলে যাচ্ছিলাম। ওমনি ছেলেটা ছুটে এসে আমাদের সামনে দাঁড়িয়ে

দ্বিতীয় প্রেম গল্প

ছেলেটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল
মুনঃ মুনিয়া চল তারাতারি বলেই আরো দুত চলতে শুরু করলাম ছেলেটা আবার সামনে এসে দাঁড়িয়ে গেল আর মুনিয়া কে বল্লো
ছেলেটাঃ এই যে পিচ্চি ওইটা তোমার কে হয়??
আমাকে দেখিয়ে বললেন
মুনিয়াঃ আমি পিচ্চি না আমার নাম মুনিয়া আর এইটা আমার আপু
মুনঃ তুই কি পাগল নাকি,রাস্তায় এই ভাবে অপরিচিত লোকের সাথে কথা বলতে হয় না এইটা জানিস না
(মুনিয়াকে বললাম)
ছেলেটা;বাহ খুব সুন্দর নাম তোমা, মুনিয়া অনেক সুইট, আচ্ছা, মুনিয়া তোমার আপুর নাম কি??
মুনিয়াঃ আপুর নাম তো মু বলতেই মুন মুনিয়ার মুখ হাত দিয়ে চেপে ধরলো
মুনঃঃচল তারাতারি বলেই চলতে শুরু করলো ছেলেটা পিছন থেকে জোরে চেচিয়ে বল্লো, আমি আকাশ মুনিয়া তোমার আপুকে বলে দিও,তার চোখ দুইটির প্রেমে পরে গেছি আজ আর তোমাদের বিরক্ত করবো না তবে কাল দেখা হবে
মুনিয়াঃ চেচিয়ে বলছে আপনি কি তাহলে আমার দুলাভাই হবেন মুন মুনিয়া কে টেনে নিয়ে যাচ্ছে।
মুনঃ আজ বারি চল তারপর দেখিস কি করি তোকে
আকাশঃ হুম দুলাভাই হবো, কালকে আবার দেখবে আমায়

দ্বিতীয় প্রেম

মুন আর মুনিয়া বারি চলে আসে
মুনঃ তুই কি কিছুই বুঝিস না
মুনিয়াঃ কেন আপু কি বুঝতে হবে
মুনঃ মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, থাপ্পড় দিব
মুনিয়াঃ কেন দুলাভাইয়ের জন্য দুলাভাই অনেক সুন্দর তোর সাথে সুন্দর মানাবে মুন রেগে গিয়ে মুনিয়ার গালে থাপ্পড় লাগিয়ে দেয় মুনিয়া কান্না করতে করতে চলে য়ায মুনের
মাঃ কি হলো, ওকে মারলি কেন??এখনো কি ছোট আছিস নাকি এই ভাবে মারামারি করিস??এত অশান্তি ভালো লাগে না বলেই চলে গেলেন মুনিয়া আর মুনের রুমে আসলো না মুনের খারাপ লাগলো, এই ভাবে মারা উচিত হয় নাই রাতে খাবার না খেয়ে মুন ঘুমিয়ে গেলো মুনিয়া সকালে উঠে খাবার খেয়ে রেডি হয়ে স্কুল যাবে বারি থেকে বের হয়ে কিছু দূর যেতেই দেখতে পায় আকাশ দাঁড়িয়ে আছে
আকাশঃ মুনিয়া থাম
মুনিয়াঃ না,আমি থামবো না,
আকাশঃ আমার শালিকা মনে হয়ে রেগে আছে কিন্তু কেন??আমাকে কি বলা যাবে
মুনিয়াঃ তোমার জন্য আপু আমাকে থাপ্পড় মেরেছে
আকাশঃ এত্ত সুইট মেয়েকে মেরেছে তোমার আপু পচা তাই এমন করেছে।আমার জন্য এমন হয়েছে,তাই আমি সরি বলছি
মুনিয়াঃ শুধু সরি
আকাশঃ তাহলে বলো আমাকে কি করতে হবে
মুনিয়াঃ আমাকে চকলেট কিনে দিতে হবে আকাশ ওকে দোকানে নিয়ে গিয়ে চকলেট কিনে দেয়
আকাশঃ আচ্ছা মুনিয়া তোমার আপুর নাম কি??
মুনিয়াঃ আপুর নাম মুন আমি স্কুল যাবো, দেরি হয়ে যাবে আমার আকাশ;ওকে,,যেতে যেতে কথ বলি মুনিয়া খেতে খেতে বল্লো হুম
আকাশঃ তোমাদের বারিতে কিকি আছে আমাকে বলো
মুনিয়াঃ আমি,আপু,মা,বাবা বাবা শিক্ষক প্রাইমারি স্কুলে,আগে আমি যে টাতে পরতাম ওইটা।মা বারিতে কাজ করে।আপু তো অনার্স পরে আকাশ;ওকে,আর বারিটা. কোথাই
মুনিয়াঃ ওই যে বাগানের সামনে দারিয়ে ছিলাম,ওই জায়গা থেকে সোজা গিয়ে দেখবেন একটা নিল রজ্ঞের বারি,আর বারির সামনে অনেক ফুল গাছ।এখন যাই স্কুল এসে গেছি
আকাশঃ ওকে। বিকালে দেখা হবে
বিকালে মুনের মা,মুনকে ডেকে বলে রেডি হয়ে নিতে।আজ তাকে দেখতে আসবে।
মুন কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নেয় বিকালে তাকে দেখতে ছেলে মা,বাবা আর ছেলে আসে
যখন ছেলের সামনে মুন কে নিয়ে যাওয়া হয়,ছেলেকে দেখে মুন আবাক হয়ে যায় সেই ছেলেটা
মুনিয়াঃআকাশের কাছে গিয়ে বলে দুলাভাই এসেছে আকাশে মা,বাবা মুনকে পছন্দ করে, মুনের হাতে বালা পরিয়ে দেয় আকাশে বাবার নিজের ব্যাবসা প্রতিষ্ঠান আছে।আকাশ নিজে ফ্যাশন ডিজাইনার কাজ করে,সাথে তার বাবার ব্যাবসা দেখাশুনা করে মুনের মা,ববার ভালো লাগে তাই তারাও বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু মুনের মনে এখনো আছে তার প্রথম ভালোবাসা

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত