পিক ডিলেট করছ?
-হুম,
-আমাদের ম্যাসেজ গুলা?
-হুম,
-আমি যা যা দিছি সব ফেলে দিবা,ঠিকাছে?
-হুম
-ফোনে কথা বলা শেষ হলে নাম্বার টাও ডিলেট করে
দিবা, ওকে?
-হুম,
– হুম হুম কি,ক্লিয়ার কথা বলো,,
একটু রাগ হয়ে কথাটা বলল জুহি। অর্দ্র কিছু বলেনা চুপ করে থাকে।এখন কিছু বলে লাভ নেই,জুহি এখন কিছুই শুনবে না। জুহি রেগে আছে কিনা বুঝতে পারছেনা অর্দ্র। অনেক দিন পর কথা হচ্ছে তবুও রেগে থাকবে কেন?
জুহি আবার বলে,
-ফেসবুকেও ব্লক দেবা,
অর্দ্র এবার মুখ খুলে বলে,
-তুমি ব্লক দিলেও তো পারো,
-না আমি দিলে আবার খুলে ফেলব তাই তুমি দিবা,
-খুলবা কেন?
-জানিনা,
-আমিও তো খুলব তাহলে,
-না তুমি খুলবা না।
-কেন?
-জানিনা,তবে খুলবা না,
-আচ্ছা,ব্লক না দিলে হয় না,
অর্দ্রের প্রশ্ন শুনে জুহি চুপ হয়ে যায়।ব্লক না দিলে কি হবে?
-না, ব্লক দিবা,
-কেন?
-তাহলে মায়া বাড়বেনা,
-এখন কি মায়া আছে আমার প্রতি,
-জানিনা,
-তোমার একটা পিক রেখে দিব প্লিজ?
-কেন?
-মোবাইলের ওয়ালপেপার এর জন্য,
-আচ্ছা,রাখ একটা।অন্য সব ডিলেট করে দেবা কিন্তু,
-আচ্ছা,
-পিক দেখে যদি কেউ বলে এটা কার পিক তখন কি বলবা?
-প্রেমিকা বলব,
-আমি কি তোমার প্রেমিকা,
-ছিলে তো আগে,
-এটা কি শুনতে ভাল লাগবে,
-ভালবাসার মানুষ বলব,
-উম,আচ্ছা। নাম্বার ডিলেট করবা অবশ্যই
-কিন্তু মোবাইল নাম্বার যে মুখস্ত, কি করব?
-কখনো কল করবানা তাহলেই হবে,
-থাকতে পারব কথা না বলে?
-কেন পারবানা,
-ভালবাসি তাই
অর্দ্র এর কথা শুনে আবার চুপ হয়ে যায় জুহি।কথাটা বুকে গিয়ে লাগে।ভালবাসা কথাটাই এমন,হুট হাট করে বলা ঠিক না।
-ভালবাসা দিয়ে সব হয়না,
-এজন্য কি এখন আর ভালবাসোনা?
-তা নয়,
-তবে কি ভালবাস?
জুহি ভাবে, উত্তরে কি বলবে ও জানেনা?
জুহি শুধু জানে ও ভালবাসে অর্দ্র কে। নয়ত বারবার ফিরে আসা হত না।ইচ্ছে করলেই তো বলে দেয়া যায় ভালবাসি কথাটা। কিসের এত সংকোচ?
জুহির উত্তর দেয়ার আগেই ফোন কেঁটে যায়,ব্যালেন্স শেষ। অর্দ্র ভাবে জুহি কেঁটে দিয়েছে।মন খারাপ হয় অর্দ্রের, তবে মায়া কমেনা জুহির প্রতি তা বাড়ে, বাড়তেই
থাকে। অর্দ্র জানে জুহি ওকে ভালবাসে।ভালবাসে বলেই তো মায়ার কথা বলে।
মানুষ গুলো কেমন জানি,কেউ মনের কথা প্রকাশ করেনা,ভয় করে,প্রচন্ড ভয়, কারো মায়ায় জড়িয়ে যাওয়ার ভয়। মায়ায় জড়ানো খারাপ, খুব খারাপ।
তবুও মানুষ গুলো ভালবাসা হারাতে চায়না, আকঁড়ে ধরতে চায় ভালবাসার মানুষ গুলো কে,বাঁচতে চায় তাদের সাথে। কেউ পারে কেউ পারেনা।তবুও তারা ভালবাসে,সে ভালবাসাও নিজের কাছে রাখে।