নিহা : ওই পাগল??
অর্দ্র : হুম পাগলি বল।
নিহা : আমি পাগলি না।
অর্দ্র : হুম আমি পাগল আর তুই হলি আমার পাগলি।
নিহা : I Love You
অর্দ্র : Love you too
নিহা : হইছে আর বলতে হবে না। জানি কতটা ভালোবাসিস আামাকে???
অর্দ্র : কোন সন্দেহ আমি তোকে ভালোবাসি তাতে?
নিহা : হুম আছে।
অর্দ্র : কিসের সন্দেহ?
নিহা : একদিন আমাকে ভূলে যাবি জানি।
অর্দ্র : হুম। আর কি জানিস বল?
নিহা : জানি আমার কাছ থিকে অনেক দূরে চলে যাবি।
অর্দ্র : আার কি জানিস??
নিহা : আর আামাকে একবাও মিস করবি না।
অর্দ্র : আর??
নিহা : এক বারও। I Love You. bolar সময় পাবি না।
অর্দ্র : আর??
নিহা : আর একটু দেখা ও কথা বলার মত সময় পাবি না।
অর্দ্র : আর কি বল???
নিহা : আর আমার মেসেজ সিন করার মতো সময় পাবি না
অর্দ্র : আর কি জানস রে???
নিহা : আমার রাগ বোঝার try ও করবি না
অর্দ্র : আর কি??
নিহা : হয়োত মেসেজ / কল দিলে রেগে যাবি।
অর্দ্র : আর কি???
নিহা : আমার মনের কথা ভাবার সময় ই পাবি না
অর্দ্র : আর কি জানস??
নিহা : না বলবো না। শুধু বলব যে এই দিন আসা আগে যতে আমার মৃত্যু হয়।
অর্দ্র : কানের নিচে ২ টা খাবি কত বার বলসি এ কথা বলতে না। ,,,,,,,,,,পাগিল কে ছাড়া পাগল বাঁচতে পারে বল??
নিহা : পারে।
অর্দ্র : একটা দিবো।
নিহা : রাগিছিস কেন??
অর্দ্র : রাগ করিনি কিন্তুু ব্যাথা পাইছি।
নিহা : দেখি দেখি কই?? তুই যে কি করিস উফফ। বল কোথায় ব্যাথা পাইছত?
অর্দ্র : এই খানে বুকে দেখ,,,,,,,,,,,
নিহা: কোথায় দেখি তো ?
অর্দ্র: বুকে কান লাগিয়ে দেখ ভেতর টা ব্যাথায় কাঁদছে ।
নিহা: কই দেখি ? হাত টা বাড়া জড়িয়ে ধর শক্ত করে বুকে মাথা রাখি ।
অর্দ্র: আয় বুকে আয় । এই ভাবে থাকতে পারবি সারা জীবন।
নিহা : যদি তুই জায়গা দেস তাহলে পারব। আমি তোকে ছাড়া থাকতে পারব না।
অর্দ্র : আামি ও পারব না রে ।
গল্পের বিষয়:
রোমান্টিক