একটুখানি পাগলামী

একটুখানি পাগলামী

আদি : এই তোমার জ্বর কমেছে।
নিধি : না,আগের মতই আছে।

আদি : কি বলো,একটুও কমে নাই?
নিধি : না তো বাবু।

আদি : ঔষধ ঠিকমত খাচ্ছো তো?
নিধি : হুমম খাচ্ছি তো।

আদি : তাহলে তো একটু হলেও উন্নতি হওয়ার কথা।
নিধি : হুম, কিন্তু হয় না।

আদি : আচ্ছা ডাক্তার কে বলেছো যে একটুও উন্নতি হয় নাই?
নিধি: না।

আদি : গুড ভেরি গুড,আমি এই কোন স্টুপিডের সাথে প্রেম করি,আমারে এত প্যারা দেও কেন?,দয়া করে আপনি ডাক্তারের পরামর্শ নেন।
নিধি : নিবো না যাও।

আদি : আচ্ছা তুমি পাগলী না স্টুপিড? আর এত বেখেয়ালি হলে চলে বল তো,না বললে সুস্থ হবা কি করে বল আমাকে।
নিধি : সুস্থ হলে তো কলেজে যেতে হবে,তাছাড়া তুমি তো প্রতিদিন আমাকে দেখতে আসো,সুস্থ হলে তো আর আসবা না।

আদি : এমন মনে হচ্ছে তোমার গালে একটা চড় মারি।
তুমি না লেখাপড়া কর? তারপর ও কেন অশিক্ষিত এর
মত কাজ কর? আমার অবাক লাগছে তোমার মতো একটা
স্টুপিডের সাথে আমি প্রেম করি।
এই মেয়ে নিজেকে কি মনে কর? তোমার ইচ্ছে মত সব হবে?
তোমার লাইফ তোমার একার না?
তাহলে
আমার সাথে কেন প্রেম করো? উত্তর দাও আমাকে?

নিধি: হাহাহাহাহা…. তুমি না।
সত্যি বলছি আমি অনেকটাই সুস্হ হয়ে গেছি,দুই একদিনের মধ্যেই পুরো ফিট হয়ে যাবো।তোমার কাছ থেকে বকা খাওয়ার
জন্য মিথ্যা বলেছি,
সরি জান।
তুমি যখন আমাকে এইভাবে বকা দাও তখন তোমার চোখে এই
রাগের মাঝে আমি ভালোবাসা দেখতে
পারি।
তখন নিজেকে এই পৃথিবীর সব থেকে সুখি মেয়ে মনে হয়।

আদি : :তুমি একটা ইডিয়েট, একটা
স্টুপিড, একটা পাগলি।
আর আমার জান আমার
ভালোবাসা।

নিধি : তাহলে আমি এবার একটু বৃষ্টিতে ভিজি, তাহলে আবার,,,,,,?
আদি : কি এই জ্বরের মধ্যে,তুমি আসলেই একটা পাগলী??
নিধি : হুম, আমি এই পাগলের পাগলী হয়েই সারাজীবন থাকতে চায়।

আদি : আই লাভ ইউ পাগলী।
নিধি : আই লাভ ইউ টু পাগল।
চলুক না ভালবাসার মাঝে এই পাগলামী গুলো,পাগলামী না থাকলে কী ভালবাসা পূর্নতা পায়।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত