চড়ুই পাখির ভালোবাসা

চড়ুই পাখির ভালোবাসা

– ওই কুত্তা ওঠ,,,,,,(নিধি)
– হুম্ম,,,,,(আমি)
– তুই উঠবি নাকি আমি পানি আনবো ?
– এই না না একেতো এতো শীত তার উপর পানি ।
– উঠে পরলাম,,।
উঠার সাথে সাথে নিধি আমার ফোন দেখিয়ে বললো
-এটাকি ?(নিধি)
– কেন এটা আমার পিক ।চিনতে পারছো না না কি ?
– তোরে আজ খাইছি আমি ।তোর পিক এ এই মেয়ে কমেন্ট করছে কেন ?
– আ…আ…আমি যানি নাকি ?
– আমার সাথে আর কথা বলবি না তুই যা,,।
-( চলে গেলো)
আসুন পরিচিত হয়ে নিই আমি অন্তর আর ওই যে আমার সাথে সকাল সকাল ঝর্গা করলো ও আমার ইয়ে…মানে বৌ..।
পড়াশনা শেষ করতে পারলাম না আার মা বাবা গলায় ঝুলিয়ে দিলো ।
অবশ্য এই শীতের রাতে ভালোই হইছে কি বলেন ?
অনেক পরিচিত হলাম এইবার যাই আমার চঁড়ুই পাখির রাগ ভাঙ্গাই গিয়ে,,।
দেখি অন্যরুমে গিয়ে এক কোনে বসে আছে,,।
আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে,,
– আমার চঁড়ুই পাখিটাকি রাগ করেছে,,?
– ছার আমায় ছার বলছি(কেদে দিছে)
– (আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে )
– ছারতে বলছিনা,,? আমার কাছে আসবিনা,,?(বেশি রেগে গেলে এইরকম তুই তুকারি করে)
– না ছারবো না,,।
-( রাগ করে নিজেকে ছারিয়ে নিয়ে চলে গেলো)
– (টেবিলে খাবার রেখে গেলো,,।)
আমি কিছু বললাম না শুধু বললাম
– নিধি খাবে চলো,,।(আমি)
– খাবো না তুইখা গিয়ে,,।(নিধি)
– আচ্ছা চলো আজ বেড়াতে যাই নিধি ,,?
– তুই যা,,।
– আমার কথা তো ‌শুনবে,,
– তুই যাবি এখান থেকে,,?
আমারো মেজাজ টা খারাপ হয়ে গেলো ,,কখন থেকে বলতে চাচ্ছি যে আমি ওদের সাথে কথা বলিনা fb তে
ওরা কেন কমেন্ট করলো আমি কি করে বলবো,,?আর আমি আমার পিক ডিলিট করে দিচ্ছি ।কিন্তু আমার কথা শুনছেই না,,।
চলে আসলাম বাসা থেকে,,
আমার একটা কথা শুনতে চায়না বুঝুক আমি ছারা কেমন চলতে পারে ,,।
ফোনটাও সাথে আনিনাই,,।
একটা টি-সার্ট পড়ে বেড়িয়েছি,,
সারাদিন একবন্ধুর বাসায় থাকলাম,,
বন্বুধুর নাম কিবরিয়া
বন্ধুর বৌ মানে আমার ভাবি
– অন্তর আসো খাবে,,।(ভাবি)
– খাবি আয় অন্তর,,।(কিবরিয়া)
– না রে খাবো না,,।(আমি)
– কেনো ?(কিবরিয়া)
– কেউ একজন আমার জন্য না খেয়ে আছে তো,,।
– ও আচ্ছা,,,,,তুই রুমে বস আমি খেয়ে আসছি,,।
অনেক রাত হয়েগেছে মনে হয় এতোক্ষন অনেক কাদছে,,।
খুজছে অনেক ।
বন্ধুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম,,।
বাড়িতে এসে,,,
– (বেল বাজালাম)
– ( মনে হয় দরজার পাশে বসে ছিল,,দরজা খুলেই আমায় জড়িয়ে ধরে কাদতে লাগলো )
– ( আমারো খুব কান্না পাচ্ছিলো,,অনেক কষ্ট দিয়ে ফেললাম)
– এতোক্ষন কোথায় ছিলে,,?ফোনটা নিয়ে যাওনি কেন,,?
– আমি তুমি তো আমার সাথে কথা বলতে চাওনা তাইলে ফোন কি করবো,,?আর যেখানে তুমি কথা বলোনা সেই বাসায় থাকবো কিভাবে,,?
– আমি আর কোন দিন তোমার সাথে এমন করবোনা,,।আমাকে ক্ষমা করে দাও,,।( কেদে কেদে ,,জড়িয়ে ধরেয় আছে)
– তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি আর পিক uplode করবোনা,,।
করলেও দুজনের পিক একসাথে,,।
আমি আর তোমাকে কষ্ট দিবো না,,।
– হুম্ম,,,( কাদছেই দেখছি )
– ( আস্তে করে কপালে একটা চুমু দিয়ে,,কোলে করে নিয়ে আসলাম রুমে,,)
– নিশ্চুপ,,,
– রুমে বসে থাকো আমি আসছি,,।
আমি চলে আসলাম রুমের দড়জার বাইরে,,।গেটের ঠিক কোনা থাকে প্যাকেট টা হাতে নিয়ে রুমে চলে আসলাম,,।
বিড়িয়ানি গুলো প্লেটে নিয়ে চলে আসলাম রুমে,,।
আসলে আপনাকে না জানিয়ে আসার সময় বিরিয়ানি কিনে আনলাম ,,।
জানতাম রান্না করেনায় ,,।
রুমে এসে,,,,
– নিধি এই নাও আ করো,,।
– এগুলোতো বাড়িতে ছিলোনা ,,।আর আমিও তো রান্না করিনাই,,।
– জানতাম তো রান্না করোনায়,,তায় তো আনলাম,,।
– কিভাবে জানো আমি রান্না করিনাই,,?
– কাদবেই না রান্না করবে,,?
– ও তুমি জেনতে যে আমি কাদবো জেনেও আমায় কাদালে,,?
– আর কাদাবো না,,এখন থেকে অনেক ভালোবাসবো,,।
– হুম্ম,,।
– বক বক না করে এখন আ করো তো সারাদিন কিছু ,,খাওনাই,,।
– তুমিও তো খাওনাই,,।
– আমি খাইছি তো,,।
– খাওনাই আমি জানি,,।আসো আমিও তোমাকে খাইয়ে দিই,,।
.
তারপর দুইজন দুইজন কে খাইয়ে দিলাম,,।
রাতে এখনো আমাকে জড়িয়ে শুয়ে রইছে,,।
-নিধি,,?(আমি)
– হুম্ম,,,,।(নিধি)
– চলো কালকে ভারসিটি না গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করি,,।
– হুম্ম,,,ঠিক বলেছো ।অনেকদিন লুকিয়ে বেড়াতে যাওয়া হয়না,,।
– লাভ ইউ চড়ুই পাখি,,,
– লাভ ইউ 3 ,,,হিহিহিহিহি,,,,

……………………..সমাপ্ত ……………………….

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত