:-এই উঠো (হিয়া)
:-কেনো (আমি)(ঘুমে কন্ঠে)
:-ছাদে যাবো
আমি লাফ দিয়া উঠলাম বললাম
:-এই রাত ৩টা বাজে
:-তো কি হইছে আমার জামাই সাথে ছাদে কেনো সারা পৃথিবী ঘুরবো।
:-না এখন না এখন ঘুমের সময় ঘুমাবো
:-কি বললি তুই বান্দর আম্মুকে ডাকতাছি আম্মু আম্মু
আমি মুখটা চেপে ধরে আছি কারণ আমার আম্মুকে আমি অনেক ভয় পাই। এই মাইয়া থুক্কু আমার বউটা ঢাহা মিথ্যা কথা বলে।
:
কিছুদিন আগের কথা আমাকে বলছে রাত ২:৩০ মিনিটে এই আসো আজ না আমার মন চাইতাছে সারারাত ব্যস্ত শহরে শুনশান রাস্তায় হাটবো আমি বলছি না। ওরে আল্লাহ আমার বউ কান্না শুরু করে দিছে। আম্মুর ঘুম ভেঙ্গে গেলো।
:-কি হলো মা কান্না করো কেনো
:-আম্মু আম্মু তোমার ছেলে অন্য মেয়ে সাথে প্রেম করে। (কান্নার কন্ঠে)
:-কি নিয়ামত বিয়ে আগে লুচ্চু এখন তেমন রয়ে গেলি (আম্মু)
:-যা বাসায় থেকে বের হয় তাড়াতাড়ি।
”
ওহ ভুলে গেছি আমার পরিচয় আমি তো বাবা-মায়ের একজন ছেলে এবং কেউ নাই। হিয়া এর সাথে ছোটো কাল থেকে প্রেম এখন আমি একটা ব্যবসা করি। এই মেয়েকে কেনো প্রেম করলাম পাঠকরা আপনাদেরকে আমি বলি প্রেম করে বিয়ে করবেন পরে সময় বাশ খাবেন। ধন্যবাদ। এই হিয়া ৯ বছর প্রেম করছি এখন সব বুঝতাছি কিন্তু তার কাছে আমি একটা জিনিস পেয়েছি তার পাগলামীর মাঝে ভালোবাসা।আমাদের মাঝে রাগ বলতেই আমি করতাম সেই আমার রাগ ভাঙ্গাতো। কিন্তু সেই আমার উপর অভিমান করতো আমি তার প্রিয় চকলেট দিয়ে অভিমান ভাঙ্গাতাম একটা কথা বলতে সত্যিকার ভালোবাসা চাওয়া পাওয়া একটাই থাকে দুইজনকে ভালোবাসা দিতে হবে। এই পর্যন্ত হিয়া আমার কাছে কোনো কিছু চায় নি।
”
তো মূল কথায় আসি,তারপর আমরা দুইজন ছাদের উপর দেখতাছি তখন হিয়া আমার বুকেই উপর শুয়ে আছে । তখন সেই আবদার করবো যে তাকে ১টাকার দামে একটা চকলেট এনে দিতে হবে।
কি হাসি পাচ্ছে হ্যা আজকার একটা মেয়ের অনেক কিছু চাওয়া থাকে। এবং তার ভালোবাসা সারা কিছু চাওয়ার নাই তখন রাত ৪:০০ বাজে নিঝুম রাতে ঠান্ডা কুয়াশা মাঝে আমরা দুজন হারিয়ে যায় ভালোবাসার পাগলীর রাজ্যে সেই রাজ্য আমরা দুজন। তো সকাল বাসায় এসে ঘুমিয়ে পড়লাম পড়ে বিকাল ৩:৩০ সময় ঘুম থেকে উঠে তাকে ডাক দিলাম এই হিয়া কিছু খন পরে নীলশাড়ী পড়ে আমার সামনে দাড়িয়ে আছে। যেই নীলশাড়ি দেখে আমি তার প্রেমে পড়ছিলাম আজ আবারো।
এখন তাকে আমার কাছে নিয়ে কিস করলাম।
:- যাহ ফাজিল(হিয়া)
:-কি করলাম হা(আমি)
:-এই সব করো কেনো সবার সামনে
ওহ নো আমি লুচ্চু ছিলাম না হিয়া বানাই বলতো তাই আম্মু বিশ্বাস করতো।
ওহ নো এখন কিছু বলা যাবে না বাকিটা পাতিহাস।
বৃষ্টি দিনে এরচেয়ে বেশী মজা নিয়া লাভ নাই
***************সমাপ্ত*****************
গল্পের বিষয়:
রোমান্টিক