তোমায় অভিবাদন প্রিয়তমা

তোমায় অভিবাদন প্রিয়তমা

তোমায় সত্যিকার অর্থে ভালবাসি অবহেলা করলে তবে জেন রেখ
আমার মতো পাগল আর খুজে পাবে না এ ধরায়,
একদিন আফসোস করবে চোখের জলে নদী বয়ে যাবে
নতুন কোন প্রেম নদীর আবির্ভাব হবে!
এ্যাত্ত অবহেলা করো আমায় উর্বশী
কিসের দোষে করো মোরে হেলা! কি নেই আমার মাঝে?

টাকা- পয়সা নেই তবে কিছুটা হলেও মূল্য আছে আমার
এ্যাত্তটা অসহায় করলে আমায়,
মনটা আমার ফিরে দিও আমার মন নিয়ে ছিনিমিনি খেল না!
খোয়াবে এসে আলু- থালু নিত্য করো না,
সেই অধিকার কবেই কেড়ে নিয়েছ আমার কাছ থেকে
তবে কিসে আস্ আমার চোখের ভিতর উকি দাও,নি্নের ব্যাঘাত ঘটাও
বুকে প্রেমের বোম ফুটাও! তুমি আর এসো না আমার কাছে,বুকে আর প্রেমের মৃদঙ্গ বাজাও না প্রিয়তমা,মনটা ফিরিয়ে দিও,মনটাকে বুঝাবো যেমন করে হউক?

আমার যোগ্যতা নেই কি তোমার কাছে
তবে কিসে শত মেয়ের আমার বউ হওয়ার ইচ্ছে জাগে,
ওহে তিলোত্তমা অঙ্গনা বেকারের নিগড়ে বেষ্টিত আমার হাত- পা তাই আমি নিজেই এড়িয়ে যাই বিবাহ থেকে দূরে থাকি,
শত কষ্ট সহ্য করে রাখি বক্ষ পিঞ্জরে?

তোমায় দেখে উতলা হয়েছিলাম সব ওয়াদা ভুন্ডুল করেছিলাম
শুধু তোমাকে পাবার আশে,তোমার স্পর্শ পাবার আসে!
তোমায় ছুঁইতে পারলে হয়তো বেকারের নিগড় থেকে মুক্তি পেতাম
ভালবাসার ঝান্ডা উড়াতাম নীল আকাশে!
সব আশা ম্লান করলে, এ্যাত্তটা ঘৃণা করবে তা আমার অবিদিত ছিল?

ওহে প্রিয়তমা তবুও তোমায় অভিবাদন জানাই কিছুটা হলেও এই পাগলের কাছে তোমার মূল্যবান সময় ব্যয় করেছ!
আমায় নিয়ে ভেবেছ,
নিষ্ঠুর রাত্রির সঙ্গে লড়াই করেছ
তবে আমায় পাবার আশে আর কাঁদবে না, চোখের নোনা জ্বলে মিঠা পানি নোনা করো না বাঙলার সব প্রেমিক যে অসুস্থ হয়ে পড়বে
বঙ্গপোসাগর সাগরের সারথী হয়েও না,
নতুন কোন প্রেম নদীর আর জন্ম দিও না প্রিয়তমা
বঙ্গ প্রেমিকদের দূর্বিষহ যন্ত্রণায় ফেলিও না
তোমায় অভিবাদন প্রিয়তমা ভাল থেক সর্বদা?

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত