হিমুঃ হ্যা কিরে কই তুই
আমিঃ বাসে চলে যাব একটু পর
হিমুঃ চলে যাবি কোথায় যাবি ওয়েট কর আমি আসছি
আমিঃ আজকে না তর বিয়েতুই কোথায় আসবি এখন
হিমুঃ দেখ কই আসি বলেই লাইন কেটে দিল
এতক্ষন কথা হল আমার কলেজ ফ্রেন্ড হিমুর সাথে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু আমিযে ওকে ভালবেসে ফেলেছিলাম তা আমি নিজেও জানতাম না যখন ও ওর বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিল৷ তখন আর সামলাতে পারিনি নিজেকে কিছুই বলি নি সেই দিন৷ বলা হয় নি ওকে যে ভালবাসি৷
একটু পরেই বাসটেন্ডে হিমু আসল
আমিঃ কিরে তুই এই বিয়ের শাড়ি পরে হাতে ব্যাগ নিয়ে কোথায় যাবি হুম
হিমুঃ শশুর বাড়ি যাবচল চল তারাতারি চল
আমিঃ শশুর বাড়ি যাবি ত এখানে কি একটু পরেইত যেতে পারতি বিয়ের পর
হিমুঃ ঐ শশুর বাড়ি আমার পছন্দ নয়
আমিঃ মানেতাইলে কোথায় যাবি এখন
হিমুঃ বুদ্দুআমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি আর তুই কি না এত প্রশ্ন করছিস কেউ যদি দেখে পেলে তখন কি হবে
বাড়িতে মনে হয় এতক্ষনে জানাজানি হয়ে গেছে
আমিঃ কিন্তু এখন তুই যাবি কই
হিমুঃ আব্বেহহ তর সাথেই যাবতুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাববললাম না আমার শশুর বাড়ি যাব
আমিঃ আচ্ছা চল
বলে গাড়িতে উঠে পরলাম
ভাবতেই ভাল লাগছে যে হিমু আমার সাথে……….
থাক আগে কনফার্ম করতে হবে
বাসে পাশাপাশি বসে আছি ২ জনে
হিমুঃ আচ্ছা আমার বিয়ের পর কি তুই আমাকে তুই করেই ডাকবি
আমিঃ কেন তখন কি তকে আপনি করে ডাকত হবে
হিমুঃ দেত আমি কিন্তু তখন তকে তুমি করেই বলব
আমিঃ ওকে ওকে সেটা তর বিয়ের পর দেখা যাবে
হিমুঃজানিস আমার না খুব ইচ্ছা করে আমার ভালবাসার মানুষটার সাথে এক সাথে হাতে হাত রেকে হাট এই যে এখন যে ভাবে যাচ্ছি সেই রকম ওর কাদে মাথা রেখে গল্প করতেঘুমিয়ে গেলে ওর হাত দিয়ে আমার খুলা চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিবে
আমায় আলত করে ওর বুকের কাছে নিয়ে শুবে
আমার সাথে কুনশুটি করে সময় কাটাবে
আমিঃ এত যখন ইচ্ছক৷ তখন তর সেই ভালবাসার মানুষের সাথেই পালালে পারতি আমার সাথে কেন
হিমঃ মন খারাপ করে) হুম ঠিক বলেছিস পরের বার ওর সাথেই পালাবো ওকে
আমিঃ তার মানে তুই অন্য একজন কে…..
হিমুঃহে হে হে ভালবাসি অন্য একজন কে
আমিঃ যা ভেবে ছিলাম তাই
সে আমায় নয় অন্য একজনকে ভালবাসে
অন্ধকার রাতে বাস চলে যাচ্ছে তার ঠিকানা
একসময় হিমু ঘুমিয়ে পরেওর মাথাটা আমার কাদের উপর এসে পরে
আমি থাকিয়ে শুধু দেখি কি করে একটা মেয়ে ঘুমন্ত অবস্থায় একটা ছোট্ট শিশুর মত হতে পারে
একদম বাচ্ছার মত
জানালার বাতাসে ওর খুলা চুল গুলা সুন্দর মখটা আড়াল করে দেয়
আমি ওর সেই এলমেলো চুল গুলা সরিয়ে দেইবার বার একি অবস্তা হতে লাগলতাই জানালাটা অফ করে দেই
ঠিক তখনি
হিমুঃ তুমার হাত কি ঠান্ডা(ঘুম জরানো কন্টে)
তার মানে ও এতক্ষন জেগেই ছিল
খুব ভোরেই সিলেট এসে বাসটা থামে
একটু শীত শীত লাগছিল
হিমু তার ব্যাগ থেকে একটা চাদর বের করে জরিয়ে নিল গায়ে
বাসায় যাবার জন্য একটা রিক্সায় উঠলাম
হিমুঃ তর কি খুব বেশি শীত করছে
আমিঃ হুম একটু
হিমুঃ আয় তা হলে আমার চাদরের বিতর আয়
আমি কিছু বলার আগেই ও ওর চাদরের বিতর আমায় নিয়ে নিল
আমি আর কিছু না বলেই বসে রইলাম
এর মধ্যে হঠাৎ হিমু আমার হাতটা ওর হাত দিয়ে খুব শক্ত করে দরে রইল
আমি ছারাবার চেস্টা করেছিলাম কিন্তু ফল হয়নি
বাসার সামনে নেমে
আমিঃ দেখ আম্মু যদি জানতে চায় তাইলে কি বলবি
হিমুঃ তকে কিচ্ছু শিকিয়ে দিতে হবে নাআন্টিত আমাকে চেনেইযা বলার আমি বলব
আম্মুঃ দরজা খুলে হা করে অভাক হয়ে দারিয়ে আছে
হিমু সাথে সাথে আম্মুর পায়ে দরে সালাম করল
আমিত কিছুই বুঝলাম না
আম্মুঃ কিরে বিয়ে করে একেবারে বউ নিয়ে ঘরে ফিরলি
আমিঃ মানে বউ? কি বলছ এসব তুমি
আম্মুঃ হিমুকে দেখিয়ে) দেখত কোন এংগেল থেকে ওকে তর বউ মনে হয় না বল
হিমুর দিকে থাকিয়ে দেখি ও মিটি মিটি হাসছে
আমিঃ বিশ্বাস কর আম্মু আমি ওকে বিয়ে করিনি
বলতে দেরি কিন্তু কান ধরতে দেরি নেই
আম্মুঃ বিয়েত করেই নিয়ে চিস আবার শিকার করছিস না
হিমুঃ জি আম্মু আমি জানতাম না ও যে এই রকম বিয়ে করা বউকে বলে বিয়েই করেনি
আমিঃ কিইইই শেষ মেষ তুমিও আমায় পাশাচ্ছ
আম্মুঃ চুপ যদি তুই আমার বউ মা কে একটু ও বকা ঝকা করিছিস ত তর খবর আছে বলেদিলাম
হিমঃ এবার হলত এখন যদি একটু কিছু বল না তাইলে আম্মুকে বলে দিব হুম্ম
আমিঃ ঠিক আছে ঠিক আছে কিছু বলব না তকে
আম্মুঃ এই এই তুই আবার আমার বউ মা কে তুই করে বলছিস
আমিঃ ভুল হয়ে গেছে এখন৷ ছেড়ে দাও প্লিজ
আম্মুঃ যা ওকে নিয়ে তর ঘরে যা
আমি আমার রুমে আসতেই দরজা অফ করে
আমিঃ এইটা কি হলকি বলেছিলে আর কি হল
হিমুঃ হাহাহাহা বলেছিলাম না শশুর বাড়ি যাব
আমিঃ মানে
হিমুঃ এই জন্যই তুমাকে বুদ্দু বলি
আরে আমি যদি অন্য কাউকে ভালবাসতাম তবে কি তুমার সাথে পালাতাম
আমিঃ তার মানে তুমি আমা….
হিমুঃ হে হে হে আমি আমার এই বুদ্দু টাকেই ভালবাসি
আমিঃ সত্যি
হিমুঃ না মিথ্যা
আমিঃ কি বললি আবার বল
হিমুঃ ভালবাসি বলতে পারি একশর্তে
আমিঃ কি শর্ত
হিমুঃ আমায় ঝড়িয়ে ধর তারপর বলব বলে দু হাত দিকে মেলে ধরল
আমিও ওকে আপন করে আমার বুকে ঝড়িয়ে নিলাম
আর
হিমু ভালবাসি ভালবাসি ভালবাসি এত ঝুরে বলল যে আমার ভয় হচ্ছিল যে যদি পাশার বাসার কেউ৷ শুনে ফেলে
সমাপ্ত