বউ যখন সিনিয়র

বউ যখন সিনিয়র

বউ:-একি,আপনি নিছে বিছানা করছেন কেন,,,?
আমি:-এছাড়া যে আমার আর কিছু করার নাই,,,
বউ:-মানে,,,?
আমি:-মানে হলো আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না,,,,
বউ:-কেন,,,?
আমি:-কারণ আপনি আমার দুই বছরের সিনিয়র।
বউ:-শুধু এই কারণ,,,? নাকি আরও কারণ আছে,,?
আমি:-হুমম। এছাড়া আর কোন কারণই নেই।
বউ:-তাই বুঝি? তাহলে আমায় বিয়ে করলেন কেন,,,?
আমি:-এছাড়াও যে আর কোন উপায় ছিলো না।
বউ:-মানে?
আমি:-মানে হলো আম্মু। আম্মুর কারণেই আপনাকে আমায় বিয়ে করতে হয়।
বউ:-উনি আবার আপনাকে কি করলেন,,,,?
আমি:-কিছুই করে নাই।শুধুমাত্র একটা “কসম” দিয়েছেন।আর সেই কসমের কারণে আমি আপনাকে বিয়ে করি।
বউ:-তাই নাকি?তাহলে শুনিতো উনি আপনাকে কি কসম দিয়েছেন।
আমি:-আম্মু বলেছেন,আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আমায় নাকি উনার মরা মুখ দেখতে হবে।
বউ:-হি হি হি,আমার শাশুড়ি তো বড়ই ইনটেলিজেন্ট।
একথার জবাবে আমি কিছুই বলতে পারলাম না।

এখন,আমি শুধু মুগ্ধ চোখে আমার বউয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি।
আমি এতক্ষন পর্যন্ত তার দিকে না তাকিয়েই কথা বলছিলাম।যার কারণে এতক্ষন ধরে আমি তার সৌন্দর্য দেখতে পাইনি।
মেয়েটার হাসি যেমন সুন্দর,তেমনই তার চেহারা।এককথায় বলতে পারেন,এক মায়াময়ী।
আপনারা আমায় ধরেন,
আমি তো মনে হয় ওর প্রেমে পড়ে গেছি।

:-কি হলো,আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন,,,?(বউ আমায় একটু ধাক্কা দিয়ে বললো)
:-না মানে,কি?(আমি,ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম)
:-কি মানে?আবারও তাকিয়ে আছেন।
:-তাকিয়ে আছি বুঝি?
:-হুমম।আমি কিন্তু উঠে গেলাম,,,,
এই বলে বউ আমার ফ্লোর থেকে যেই উঠতে যাচ্ছিলো।তখনই তার হাত ধরে এক ঝটকায় আবার ফ্লোরে বসালাম।
বউ:-কি হলো?আপনি আমার হাত ধরলেন কেন?
আমি:-আমি আমার বউয়ের হাত ধরেছি। তাতে আপনার কি?
বউ:-আমার হাত ধরেছেন,আবার বলছেন আমার কি? আর বউ? কে আপনার বউ? আপনিতো বললেন,আপনি আমায় স্ত্রী হিসেবে মানতে পারবেন না। তাহলে,,,?
আমি:-তাহলে আর কি?আমি আপনাকেই স্ত্রী হিসেবে মেনে নিলাম।
বউ:-কিন্তু আমি তো আর আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না।
আমি:-কেন?
বউ:-কেন আবার?আপনি আমার দুবছরের জুনিয়র বলে,,,,
আমি:-ও,এটা কোন ব্যাপার না,,,
বউ:-কে বললো এটা কোন ব্যাপার না,এটাই বড় ব্যাপার,,,,
আমি:-ওহ,,,তাহলে আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন।
আহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাটা বলে,আমি ফ্লোরে করা বিছানায় অপরদিকে মুখ করে শুয়ে পড়লাম।
এখন আমার খুব কষ্ট লাগছে,,,
তারমানে ওরও এইরকম কষ্ট লেগেছে যখন আমি তাকে এইরকম করে কথা বলেছি।
এসব ভাবতেছি,তখন রিনঝিন শব্দ শুরু হলো।
তারমানে ও আমার পাশ থেকে উঠে গেলো।
তখনই রিনঝিন শব্দটা তীব্রতর হলে,,
আমি:-আপনি গয়না গুলো খুলে রাখুন তো। কেমন যেন বিরক্তিকর শব্দ আসে।
বউ:-ধন্যবাদ,,
:-মানে?(আশ্চার্য় হয়ে বললাম)
বউ:-মানে হলো গয়নাগুলো খুলে রাখতে বলায়,,,,
:-ও,,,

কিছুক্ষন পর,,,
“না,আর কোন শব্দ আসছে না।তার মানে গয়না খুলা শেষ।কিন্তু ও কি ঘুমিয়ে পড়ছে,,,?নাকি।”
অপরদিকে মুখ করে ঘুমিয়ে থাকায় কিছু দেখতে পাচ্ছি না।
তাই আমি ঘুমানোর ভান করে ওর দিকে মুখ ফিরিয়ে আড় চোখে তাকিয়েই,,,
আমার চোখ কপালে উঠে গেলো।
কারণ,ও ড্রেস চেন্জ করছিলো।
এটা দেখল আমি তাড়াতাড়ি করে আবার অপরদিকে মুখ ফিরিয়ে ফেলি।
তখনই রুমের লাইট ওপ হয়ে গেলো।
ও ই লাইট ওপ করলো।
তারমানে ও দেখে ফেলেছে,আমি যে ওর দিকে তাকিয়েছি।
তখনই আমি অনুভব করলাম আমার পাশে কারো শোয়ার।
ও আর কেউ নয়।ও হলো আমার বউ।
:-একি আপনি আমার পাশে শুয়েছেন কেন?আর আমাকে জড়িয়ে আছেন কেন?(আমি)
:-আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি।তাতে আপনার কি?(বউ)
:-মানে?আপনি যে বললেন,,,
:-আমি আপনাকে এটা বোঝাতে চাইছিলাম,আপনি যে আমাকে এভাবে কথাগুলো বললেন তখন আমার কেমন লেগেছিলো,,,
:-সরি,,,
:-আমিও সরি
:-হুমম।আচ্ছা,আপনি আমায় আপনি আপনি করে না বললে ভালো হয়,,,,(আমি)
:-কেন?
:-কেন আবার?আপনি আমায় এভাবে আপনি আপনি করে বললে আমার কেন জানি নিজেকে মুরব্বি মনে হয়,,,,
:-তাই নাকি?তাহলে আপনি আমায় আপনি আপনি করে বললে আমার কেমন মনে হয় বলুন তো,,,?
:-আপনার আবার কেমন মনে হবে?আপনি আমার সিনিয়র।আর তাই আমি আপনাকে আপনি আপনি করে বলবো,,,,
:-তা হয় না।হয় দুজনে একে অপরকে তুমি করে বলবো আর না হয় আপনি করে।
:-আচ্চা ঠিক আছে।আমরা একে অপরকে তুমি করেই বলবো।
:-হুমম,,,
:-আচ্ছা,আমি তো এখনও আপনার না মানে তোমার নামই জানি না,,,,,
(ওর দিকে মুখ করে,বললাম)
:-আমার নাম হলো ইসমত আরা সুভা।সবাই আমাকে ইসমত বলেই ডাকে।কিন্তু তুমি আমায় সুভা বলেই ডাকবে।আর তোমার নাম বলতে হবে না।আমি তোমার নাম জানি।
:-তাই নাকি?
:-হুমম,,,
:-আল্লাহ দরবারে শুকরিয়া,আর ছেলেটা যে পালিয়ে গেছে তাকে ও ধন্যবাদ,,,,
:-কেন?
:-কেন আবার?আল্লাহ আমাকে একজন সিনিয়র বউ দিয়েছে ঐ ছেলের মাধ্যমে।ছেলেটা যদি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে না যেত,তাহলে আম্মুও আমায় তোমাকে বিয়ে করতে বলতেন না।আর আমায় ও তোমাকে পাওয়া হতো না,,,,
:-তাই নাকি,,,?
:-হুমমম।আচ্ছা,তোমার তখন আফসুস হয় নাই যখন শুনলে তোমার বিয়ের বর অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে,,,,
:-না,,,
:-কেন?
:-কারণ যে চলে যাবার সে তো চলেই গেছে।আর ও চলে যাওয়ার খবর শুনে তোমার আম্মু মানে শাশুড়ি মা এসে আমাদের ভরসা দেয় তোমার কথা বলে।তাতে করে তো আমাদের আর কোন আফসুস থাকতেই পারে না।তাই না,,,,
:-হুমম।আচ্ছা,আমার তো একটা কথা মাথাই ডুকছে না,,,(আমি)
:-কি কথা,,,?
:-এই যে,আম্মু হুট করে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিলো কেন,,,?
:-কারণ,আমার আম্মু আর শাশুড়ি মা হলো একে অপরের বান্ধবি।এক বান্ধবির বিপদে আরেক বান্ধবি এগিয়ে আসবে না,তা কি করে হয়।আর তাই তো তোমার মা আর আমার মা,তোমার আমার বিয়েতে কোন অমত পোষন করে নাই,যদিও তুমি আমার ছোট বলে,,,
:-এই তুমি আমাকে ছোট বলে ইনসাইল্ড করতেছো,,,
এই কথা বলে আমি আমার মুখটা ভার করলাম,দেখি কোনরকম আদর পাই কিনা,,,,?হা হা হা,,,
:-ওলে আমার,ছোট জামাইটা দেখি রাগ করছে,,,,,
এই বলে আমায় জড়িয়ে ধরে একটা ইয়ে একে দিলো আমার ঠোঠে।
আর আমিও সুযোগ পেয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঠে একটা ইয়ে একে দিলাম।
:-এইই,আমরা কি আজ ফ্লোরে ঘুমাবো নাকি?(সুভা)
:-হুমম।সবাই বাসর করে খাটে।আমরা করবো ফ্লোরে।হা হা হা,,
এই বলে আমি আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
অতঃপর আর কি?বাকিটা ইতিহাস,,,,,

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত