ভালোবাসি পাগলি

ভালোবাসি পাগলি

এই তোর একটা পিক দে(আকাশ)
-না(নুসরাত)
-প্লিজ
-বললাম তো না
-এমন করিস কেন
-কেমন করলাম..শুধু তোকে দেখতে চাইছি
-সময় হলেই দেখতে পাবি
-আচ্ছা কি করছিস
-তোর সাথে চ্যাট করছি
-তাই বুঝি
-হুমম..আচ্ছা বাই আম্মু ডাকতেছে
-ওকে বাই

আমি আকাশ। কলেজ জীবন শেষ করলাম। এখন একটা পাবলিক ভার্সিটিতে চান্স হলেই বেচে যায়। যার সাথে কথা বলছিলাম ওর নাম নুসরাত। একই সাথে পড়ি। বাট এক কলেজে না। আমি ওকে এখনো দেখিনি। ওর সাথ আমার ফেসবুক পরিচয়। অনেকবার ওকে দেখতে চাইছি বাট ও রাজি না। আপনারা সবাই দোয়া করেন যেন আমাদের দুজনের একই ভার্সিতে চান্স হয়।

আসলে আমি নুসরাতকে ভালবেসে ফেলেছি । কিন্তু বলতে পারিনি যদি বন্ধুত্বটা শেষ হয়ে যায়। বাড়ি থেকে বারবার বলছে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে। তাই খোজখবর নিয়ে একটা কোচিংএ ভর্তি হলাম। তো ক্লাস করতে গেলাম। ক্লাস ভালোই চলছে। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে। মেয়েটা অসম্ভব সুন্দরী। যে কেউ প্রেমে পরে যাবে। আমি ক্রাস খেতে চাইলাম। বাট তখন আমার মনে হলো আমার ক্রাস তো ফেসবুকে। তাই আর ওই মেয়েটার দিকে আর তাকালাম না। বাসায় এসে ফ্রেস হয়ে শুয়ে পরলাম। তখন মনে পরলো নুসরাত কে একটা কথা বলা দরকার। ফেবুতে ঢুকলাম। দেখলাম ও এ্যাকটিভ আছে। ম্যাসেজ দিলাম।

-কি করছিস
-কিছুনা তুই
-আমিও…
-তোকে আজ নীল শার্টে দারুন লাগছিলো
-কই দেখলি(আমিতো পুরাই অবাক)
-যেখানেই হোক দেখেছি
-তোকে একটা কথা বলি
-বল
-তুই সাকসেস কোচিংএ ভর্তি হয়ে যা
-কেন রে
-না মানে আমি ও ওখানে ভর্তি হয়েছি তো তাই
-আমাকে দেখার এতো শখ
-হুমম

-আরে বুদ্ধু আমিতো ওখানেই ভর্তি হয়েছি
-কিহহহ..সত্যি
-হুমম
-কালকে দেখা কর প্লিজ
-আচ্ছা
-একটা পিক দে
-কেন
-তোকে চিনবো কিভাবে
-পিক ছাড়াই চিনতে হবে । পারবি?
-হুমম ।পারলে কি দিবি
-তুই যা চাইবি তাই দিবো
-মনে থাকে যেন
-আচ্ছ….

হায় আল্লাহ ! আজকে এত খুশি খুশি লাগছে কেন। নুসরাতকে আমি ভালবাসি এটা এতদিন বলতে পারিনি। বাট এইবার একটা সুযোগ পেয়েছি। এটা হাতছারা করা যাবেনা। যেকরেই হোক কালকে মনের কথা ওকে বলতেই হবে। কিন্তু ও যদি আমাকে শুধু বন্ধু ভাবে আমাকে। আর আমার প্রস্তাব যদি রিজেক্ট করে দেয়। যদি বন্ধুটা ভেঙ্গে দেয়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছি। নুসরাতও আকাশকে কে ভালবাসে। বাট তার মনেও একই ভয় যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। বোকা টাকে এতো সুযোগ দিই তবুও বোঝেনা। এইবার অনেক বড় সুযোগ দিয়েছি। জানিনা হাদারাম টা কাজে লাগাতে পারবে কিনা। পরদিন ক্লাস করতে গেলাম। আজকে দেখি ওই মেয়ে আর আমার দিকে তাকাচ্ছে না। শালা কিছুতেই বুঝতে পারছিনা যে কোনটা নুসরাত। কি যে করি। পাশে একটা ছেলে বসে ছিল। তাকে জিজ্ঞেস করলাম….

-হ্যালো ফ্রেন্ড
-হ্যালো
-নুসরাত কোনটা বলতে পারো
-কোন নুসরাত
-আরে ওই নুসরাত যার ফেসবুক আইডি আছে (………….)নামে
-ওহ ওই নুসরাত
-হুমমম..কোনটা
-ওই যে দেখ নীল পোষাকে নীলপরি সেজে এসেছে

একবার এদিকে তাকা একবার তাকা। আমি ক্রাস খাবো। ওমা একি এতো ওই মেয়ে যে আমার দিকে তাকিয়ে থাকতো। যাকে দেখে আমি ক্রাস খাইতে চাইছিলাম। বাট অনেক কশ্টে খাইনি। আজকে আর বাধা নাই। ক্রাস খাইলাম। এত সুন্দর আমার পরি টা। একদম নীল পরি। ক্লাসে শেষে দেখলাম ও চলে যাচ্ছে। আমি ডাক দিলাম।

-নুসরাত (আমার কথা কানেই তুলল না)
-এই নুসরাত
-আমাকে বলছেন
-হুমম তোকেই বলছি
-একি আপনি আমাকে তুই করে বলছেন ক্যান
-ঢং রাখতো। এখন যা চাইবো তাই দিতে হবে।
-কি যা তা বলছেন
-কেন তুই নুসরাত না?
-না

হায় আল্লাহ ওই ছেলে কি আমাকে মিথ্যা বলল। তাহলে এখন কি হবে। সবাই যে চলে যাচ্চে। এখন আমি নুসরাত কে কোথায় পাবো। আল্লাহরে আমার সব শেষ হয়ে গেল। এমন সময় ওই মেয়ের একটা বান্ধবী ওকে নুসরাত নামে ডাকতে ডাকতে এলো। আমিতো অবাক। ও ইশারা করতেছে চুপ থাকার জন্য । কিন্তু ওই মেয়েটা থামছেনা।

-কিরে তুই যে বললি আজ তোর বিএফ তোর সাথে দেখা করবে..ও এটাই নাকি…হাউ সুইট
-হ্রামি সব শেষ করে দিলি
-ওই আমাকে মিথ্যা বললি কেন।

-আচ্ছা ভাইয়া আমরা এখন আসি
-আমাকে মিথ্যা বললি কেন
-দেখলাম তোর কনফিডেন্স
-তাই
-হুমম
-তুই এতো সুন্দর কেন। একদম পরির মতো লাগছে
-যাহহহ আর পাম দিতে হবেনা
-এখন তোর কথ রাখ
-চল পার্কে যাই
-আচ্চা চল পার্কে গিয়ে এ্রকটা বেঞ্চিতে বসলাম্
-কি চাস তুই
-তোর সাথে একটা সেলফি তুলতে চাই
-আর কিছু চাসনা(করুন কন্ঠে)
-নাহ, আর কি চাইব
-আচ্ছা, তারাতারি সেলফি তুল। আমি বাসায় যাবো একটা সেলফি তুললাম নুসরাতের সাথে। দেখলাম ওর চোখের কোনে জল।
-আচ্ছা আসিরে বলে নুসরাত কাদতে কাদতে চলে যাচ্ছে চলে যাচ্ছে
-আই লাভ ইউ নুসরাত,,,,,আই লাভ ইউ

নুসরাত পেছন ফিরে তাকালো। দেখল আমি হাটু গেড়ে ফিল্মি স্টাইলে বসে আছি। হাতে একটা আপেল।
নুসরাত কাদতে কাদতে দৌড়ে আসল। এসেই আমাকে জরিয়ে ধরল। কেদেই চলেছে

-ওই পাগলি আমার শার্ট ভিজে যাচ্ছে তো
-যাক (কান্না থামছেই না)
-এবার তো থাম।
-কাঁদালি কেন
-দেখলাম পরি টাকে কাদলে কেমন লাগে।

-কুত্তা কতো কষ্ট পেয়েছি জানিস
-সরি আরে এবার তো ছাড় লোকজন তো বিনা টিকিটে সিনেমা দেখছে…
-দেখুক, তবুও ছাড়বোনা আচ্ছাআমার ফুল কই
-কিসের ফুল
-প্রোপজ করতে হলে ফুল লাগে জানিস না
-এই নে
-এটা কি
-আপেল
-আপেল কেন
-সবাই ফুল দিয়ে প্রোপজ করে তাই আমি ফল দিয়ে করলাম।
-পাগল
-পাগলি
-হুমম তোর
-ভালোবাসি পাগলি
-অনেক ভালবাসি রে পাগল

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত