প্রেম চুক্তি

প্রেম চুক্তি

ক্লাস শেষে বাড়ি ফিরছিলাম এমন সময় একটা ছেলে দেয়াল টপকে ধপাস করে এসে সামনে পড়ল বুঝলাম ছেলেটা পড়ে যাওয়াতে লজ্জা পেল উঠে দাড়িয়ে একদমে বলতে লাগল হাই আপনি রাহা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন রোল নাম্বার তিন বাড়ি অমুক জায়গা অবাক হলাম ওর কাজ দেখে।

আমি রাহাত ফার্স্ট ইয়ারে পড়ি আপনি কি ফ্রি?কয়েকটা কথা বলতাম হুম বলুন এখানে না চলেন ঐ কফি বারটাতে যাই আমার হাতে বেশি টাইম নাই এখানেই বলুন ওর রিকুয়েস্ট দেখে কফিবারে গেলাম ও দুইটা কফি অর্ডার করল জ্বি বলুন আসলে আমার ছোট থেকে খুব সখ সিনিয়র কারও সাথে প্রেম করব আসলে ওরকম কাউকেই খুজে পাচ্ছিলাম না আপনার সম্পর্কে আমি সব খোজ নিছি আগে কোন প্রেম করেন নাই তা আমি আপনার জন্য এখন কি করতে পারি কিছু করতে হবে না আমার সাথে শুধু প্রেম করবেন (বুঝতে পারছিলাম না ছেলেটার কথা শুনে কি হাসব নাকি থাপ্পর দিব) আমার পক্ষে সম্ভব না প্লিজ দেখুন আমার ফ্যামিলি থেকে কখনই কম বয়সি কাউকে মেনে নিবে না তাছাড়া মিথ্যা প্রেম।করার আমার কোন ইচ্ছা নাই আচ্ছা ঠিক আছে আপনি শুধু আমার সাথে পাঁচদিন প্রেমের অভিনয় করবেন দেখুন আমার পক্ষে সম্ভব না।

একটু ভেবে দেখুন আর কিছুদিন পরে হয়ত আপনার মা বাবা বিয়ে দিয়ে দিবে লাইফে যদি একটা প্রেমই না করেন তাহলে তো আসল মজাটাই বাকি রইল তাছাড়া পাঁচদিন আপনার সাথে প্রেম করলে আমারও সিনিয়র কারও সাথে রিলেশন করার আশাটা মিটেগেল  ছেলেটা তো ঠিক কথাই বলতেছে তাছাড়া মাএ পাঁচ দিন তো লাইফে তো আর বাবা মার কোন অবাধ্য হই নাই রং পেন্সিল থেকে শুরু করে যা লাগে সব মা বাবা পছন্দ করে দেয় একটা প্রেম করলে আর ক্ষতি কি সব ভেবে গ্রীন সিগনালটাই দিলাম ও আমার চেয়ারের কাছে বসে পকেট থেকে গোলাপ বের করে i love you বলে ফেলল(আমি তো লজ্জাতে মাথা উঠাতে পারছিলাম না)।

সেদিনকার মত ফোন নাম্বার দিয়ে চলে আসলাম রাতের বেলা পড়তেছিলাম এমন সাময় ফোন বেজে উঠল হ্যালো আমি রাহাত বুঝলাম ঔ পাগলটা জ্বি বলুন কি করেন এভাবেই কথা চলতে লাগল আমাদের ওর প্রত্যেকটা কথা শুনে আমি হাসতাম কখনও বা পার্কে দেখা করতাম কখনও লেকের ধারে ও যখনই দেখা করতে আসত কিছুনা কিছু গিফ্ট আনতো এভাবেই কেটেযায় চারটি দিন পঞ্চম দিনে ক্লাস শেষ করে গেটের কাছে আসতেই কিছু না বলে হাত ধরে সোজা রিক্সায় উঠাল আমি কথা বলতে থাকলাম কিন্তু ও কোন রিপ্লাই দিল না রিক্সা চলতে লাগল পার্কের দিকে পার্কের নদীটার কাছে এসে আমি তো অবাক  ও একটা নৌকা ফুল দিয়ে সম্পূর্ণ সাজিয়ে রাখছে।

আমাকে হাত ধরে নৌকাতে উঠাল ও বৈঠা নিয়ে নিজেই চালাতে লাগল আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগল আমি পানি ওর গায়ে ছিটাচ্ছিলাম কিন্তু ও কোন কথাই বলল না আমার সাথে সারাটা বিকাল আমরা নৌকাতে করে ঘুরলাম এদিকে ক্ষুধায় আমার খারাপ অবস্থা সেই টিফিনের সময় খাইছিলাম আর সুযোগ পাই নি খাবার লজ্জাতে ওকে কিছু বলতেও পারছিলাম না সন্ধার সময় আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছিলো আমি কখনই চিন্তা করি নাই এতক্ষনে ও আমাকে বলল আমরা আজকে candle light এ ডিনার করব এই বলে দুইটা মোমবাতি জ্বালিয়ে ব্যাগ থেকে একটা টিফন বক্স বের করল ওমা আস্ত দুইটা ইলিশ মাছ ভাজা ও নাকি নিজ হাতে ভাজি করছে ওর কথা শুনে খুব হাসলাম খাওয়া শেষে আমাদের এবার বাড়ি ফেরার পালা।

দেখলাম ওর মনটা খুব খারাপ প্রশ্ন করলাম মন খারাপ কেন আজকে আমাদের ব্রেক আপ হয়ে যাচ্ছে তো তুমার সাথে আর ঘুরতে পারব না তাই মন খারাপ আমি কিছুই বললাম না ও আমার বাসা পর্যন্ত নিয়ে আসল আমারও মনটা খারাপ এখন ওকে বিদায় জানিয়ে যেইমাএ গেটে ঢুকতে যাব তখনই রাহা হুম বল আমাকে ধরেই লম্বা একটা কিস দিয়েই ভো দৌর কিছু বলতে পারলাম না আর বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ফোন দিলাম কিন্তু ফোন তো বন্ধ আমার খুব কান্না পাচ্ছে বুঝতে পারছি এখন এই পাঁচ দিনে ছেলেটাকে খুব ভালবেসে ফেলেছি তারপর থেকে কলেজে গিয়ে শুধু ওকেই খুজি কিন্তু কোন খবর নাই ওর সব বন্ধুর কাছে থেকেও কোন খবর পেলাম না এখন শুধু প্রতি রাতে ওর সৃতি গুলো মনে হয় আর কান্না করে বালিশ ভিজাই মনটা খারাপ বান্ধবিদের সাথে বারান্দায় বসে আছি।

এমন সময় একটা ছেলে সামনে দিয়ে হেটে গেল মনে হল রাহাত উঠেই একটা দৌড় দিলাম রাহাত রাহাত রাহাত তিন ডাক দিবার পর পিছন ফিরল আমাকে বলছেন হুম এতদিন কোথায় ছিলে তুমার ফোন বন্ধ কেন ও আপনার সাথে তো আমার পাঁচ দিনের রিলেশন ছিল তাই সিমটা আর ইউস করি না বদমাশ ছেলে আমারে প্রেমের জালে ফাসায়া দিয়া এখন সে সিম বন্ধ রাখছে কিন্তু আপনার সাথে তো আমার পাঁচ দিনের চুক্তি ছিল কিন্তু আমিতো এখন সত্যিই তুমার প্রেমে পরে গেছি।

সেটাতো আমি জানি তাহলে এতদিন যোগাযোগ কর নাই কেন তুমিযে আমাকে ভালবাস সেটা বুঝানোর জন্য বদমাশ ফাজিল ছেলে(বুকে কয়েকটা কিল) আহা লাগছে তো লাগুক উহু আর মেরো না তাহলে প্রমিস কর আর কখনই ওরকম করবা না হুম প্রমিস আই লাভ ইউ আমি আর কি করব আই লাভ ইউ টু বলেই পাগলিটাকে বুকে জড়ায়া নিলাম Rahat।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত