তোমার আমার প্রেম

তোমার আমার প্রেম

অনেক দিন হল দেশে জাই না,, আর ভাল লাগে না,,আজ প্রায় ১২ টা বছর হয়ে গেল দেশে জাওয়া হয় না,,সেই যে আব্বুর সাতে এসেছিলাম,,আর জাওয়া হল না? কিন্তু এই বার আর আমাকে কেও আটকাতে পারবে না,,আমাকে দেশে জেতেই হবে?  আম্মু ত প্রতিদিন কান্না করে? আমাকে দেখার জন্য,, কিন্তু তানিয়া কি আমাকে এখন ও মনে রেখেছে? কে জানে ১২ বছর পর দেশে জাচ্ছি হয়ত তার মনে নেই? জাই হোক আমাকে দেশে জেতে হবে,,,

তাহসিন: আব্বু একটা কথা ছিল?

আব্বু: কি কথা?

তাহসিন: তুমি কি আমাকে ভালবাস?

আব্বু: এই টা কেমন কথা?

তাহসিন: আমার প্রশ্নের উত্তর দাও?

আব্বু: বাবা মা ছেলে মেয়েকে তাদের জীবন থেকে বেশি ভালবাসে?

তাহসিন: তার মানে তুমি আমাকে ভালবাস?  আচ্ছা তুমি কি তোমার মা কে ভালবাস?

আব্বু: বুঝেছি? দেশের জন্য এসব কথা? কিন্তু আমাকে একা রেখে তুই চলে জাবি?  আমার ত কিছু ভাল লাগবে না?

তাহসিন: তুমিও আমার সাতে চল,, তুমি ত অনেক দিন দরে দেশে জাচ্ছ না?

আব্বু: তোমার মা কোনো দিন বলেছে,,যে আমাকে দেশে জেতে?

তাহসিন: না,,

আব্বু: আচ্ছা টিক আছে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি,, তুমি চলে জেও?

তাহসিন: সত্যি আব্বু?

আব্বু: হুম? সত্যি?

তাহসিন: আব্বু তুমি যাবে না?

আব্বু: না রে বাবা? যে দিন সময় হবে এমনিই চলে জাব,,আর তার মধ্যে এসব ব্যবসা কে সামলাবে?

তাহসিন: বুঝেছি,, তুমি তোমার অভিমান নিয়েই আছ?

আব্বু: না রে বাবা,,সাবধানে জাবি, আর  তারাতারি চলে আসবি?

তাহসিন: আচ্ছা আব্বু? হটাৎ আব্বুর ফোন এ একটা কল আসল?

আব্বু: হ্যাল?

তারিন: আব্বু আমি?

আব্বু: মামনি তুমি? কেমন আছ?

তারিন: হুম,, তোমার কি আমার কথা একদম মনে পরে না?

আব্বু: কে বলল?

তারিন: আমি বলছি,,যদি মনে পরত তাহলে এতদিনে দেশে চলে আসতে?

আব্বু: আসব মা একদিন টিক আসব?

তারিন: আসতে হবে না?

আব্বু: মা তোমার ভাইয়া দেশে যাচ্ছে?

তারিন: কি সত্যি?

আব্বু: হুম,,

তারিন: আব্বু ভাইয়াকে ত দেখব,, তুমি আসবে না? ( কান্না করর) আব্বু আর কিছু না বলে আমার কাছে ফোন দিয়ে দিল?

তাহসিন: হ্যাল তারিন?

তারিন: ভাইয়া,,কবে দেশে আসছিস?

তাহসিন: এইত আর ৫ দিন পর?

তারিন: ওওও? সাবধানে আসিস?

তাহসিন: হুম,,এখন বল তর জন্য কি আনব?

তারিন: আমার জন্য কিছু আনতে হবে না?  তর বউ তানিয়ার জন্য জা পারিস  আনিস?

তাহসিন: তানিয়া আমার বউ?

তারিন: তা নয় ত কি? তুই জাওয়ার পর  থেকে একদিন এর জন্য ও আমাদের বাসায় আসে নি?

তাহসিন: এখন বল তর জন্য কি আনব?

তারিন: একটা মেকাপ বক্স আনবি?

তাহসিন: কি এই আটা ময়দা ছাড়া তদের আর কোনো কাজ নেই?

তারিন: হইছে আনলে আনবি,না আনলে নেই তর তানিয়া ও আটা ময়দা মারে?

তাহসিন: কি বলস?

তারিন: হুম বাট অনেক কিউট হইছে?

তাহসিন: চুপ আর কিছু বলিস না?

তারিন: কেন?

তাহসিন: এমনিই? আচ্ছা আম্মু কে বলিস আমি দেশে আসছি?

তারিন: আচ্ছা?

তাহসিন: শোন তানিয়া কে বলিস না?

তারিন: কেন?

তাহসিন: এমনিই? তুই বলিস না?

তারিন: আচ্ছা?

তাহসিন: তাহলে এখন রাখি?

তারিন: হুম,, বাই? লাভ ইউ ভাইয়া?

তাহসিন: লাভ ইউ টু আপু?

এই হল আমার জীবন কাহিনী,, মা আর বাবা ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করে? তার পর থেকে একে অপরের সাতে অভিমান করে আছে? দেশে জাই,,দেশে গিয়েই অভিমান টা বাজ্ঞাতে হবে? শুধু মায়ের অভিমান না,,আরেকজনের ও আছে?  সে কে, তা ত আপনারা জানেন ই? পরবর্তী পর্ব বিকেল ৪ টার সময় দেওয়া হবে? অবশেষে আজ দেশে ফিরলাম,,দেশের কি অবস্তা সব কিছুই চেইঞ্জ,,বাসায় গেলাম গিয়ে কলিং বেল টা চাপলাম,, তারিন দরজা খুল্ল?

তারনি: কে আপনি?

তাহসিন: দেখেন চিনতে পারেন কি না?

তারিন: জি না,,আপনি কে?

তাহসিন: চুপ,,এক চর দিব?

তারিন: ভাইয়া?

তাহসিন: হুম? তারপর তারিন আমাকে ঝরিয়ে দরল আমি ও তারিন কে ঝরিয়ে দরলাম,, তারপর বাসায় ডুকলাম,,গিয়ে দেখি,, মা বাসায় নেই,,

তাহসিন: তারিন মা কোথায় রে?

তারিন: মা ত বাসায়?

তাহসিন: কোথায়?

তারিন: তর রুমে তুই জাওয়ার পর থেকে মা  তর রুমে থাকেন,,আর তর ছবি দেখে সব সময় কান্না করেন?

তাহসিন: কি বলস? তারপর আমি আমার রুমে চলে গেলাম,, গিয়ে দেখি মা আজও কান্না করছেন?

তাহসিন: মা?

মা: তাহসিন তুই বাবা কখন এলি?(কান্না করে)

তাহসিন: এইত মা এখন?

মা: কত বড় হয়েগেছিস? না তুই বড় হস নি?  আমার কাছে তুই সেই ছোট তাহসিন?

তাহসিন: হুম মা,, আমি তোমার কাছে সেই ছোট তাহসিন?

মা: তর বাবা আসেন নি?

তাহসিন: না মা কি একটা কাজে আটকে  আটকেগেছেন?

মা: হুম বুঝেছি কি কাজ,,আচ্ছা তুই ফ্রেশ হ? আজ মা ছেলে মেয়ে একসাতে খাব,,

বাবা: আর আমাকে খাওয়াবে না? আমি অবাক হয়ে গেলাম,,বাবা এসেছেন,,তারিন বাবা কে ঝরিয়ে দরে কান্না করছে,,মায়ের চোখের দিকে ও থাকিয়ে দেখলাম মা ও কান্না করছে?

মা: তুমি,,তাহসিন ত বলল তুমি আসনি?

বাবা: তোমার কি মনে নেই যে,, তুমি সবসময় সারপ্রাইজ পছন্দ করতে,,সেই কলেজ লাইফ থেকে তোমাকে আমি সারপ্রাইজ দিয়ে আসতাম,,আজও তাই দিলাম?

মা: হুম মনে আছে, কেন থাকবে না,,জাকে এত টা ভালবাসতাম তার কথা মনে থাকবে না,,?

বাবা: একটা বার ত ফোন কর নি?

মা: তুমি ত কর নি?

তারিন: আরে বাবা জা হওয়ার হয়ে গেছে? আমি আমার বাবা কে পেয়ে গেছি আর জেতে দিব না,,ব্যবসা ভাইয়া সামলাবে? আর বাবা তুমি যদি  জেতে চাও তাহলে মজা বুঝবে?

বাবা: কি মজা বুঝব?

তারিন: পা বেজ্ঞে ফেলব? হুম আমি তোমার মেয়ে না তোমার আব্বুর বউ মানে তোমার আম্মু? হুম

বাবা: হাহাহাহা,,আচ্ছা আম্মু? আর জাব না

তারিন: এইত আমার লক্ষী আব্বু,,না ছেলে? সব রাগ অভিমান বেজ্ঞে আমাদের এখন হ্যাপি পরিবার,,কিন্তু একজনের রাগ অভিমান এখন ও রয়েগেছে?

তাহসিন: তারিন চল ত?

তারিন: কোথায়?

তাহসিন: খালাদের বাসায়?

তারিন: ও মা বউয়ের অভিমান বাজ্ঞাতে?

তকহসিন: চুপ এখন আয়?

তারিন: ওকে? তারপর চলে গেলাম খালাদের বাসায়? গিয়ে দেখি খালা বসে আছে?

তারিন: আসসালামুআলাইকুম খালা কেমন আছ?

খালা: ভাল রে মা তুমি?

তারিন: হা খালা ভাল? এই যে তোমার

জামাই রাজা কে নিয়ে আসলাম?

খালা: তাহসিন? বাবা কবে আসলি?

তাহসিন: আজ এসেছি খালা?

তারিন: তানিয়া আপু কোথায়?

খালা: ভার্সিটি গেছে? চলে আসবে?

তারিন: ওওও,,

তারপর আমি তানিয়ার এর রুমে চলে গেলাম,আর তারিন খালার সাতে গল্প করতে লাগল?  রুমে গিয়ে আমি অবাক,,আমাদের সেই ছোট বেলার ছবি?তানিয়ার কাছে এখন ও আছে? তারপর একটা ডায়েরী দেকতে পেলাম,, তার পর আমি ডায়েরীটা নিয়ে পড়তে শুরু করলাম? অবাক বেপার তানিয়া এখন ও আমাকে ভুলে নি? অনেক অভিমান জমিয়ে রেখেছে? ইসসস কি ভাবে যে অভিমান বাজ্ঞাব মেয়েটা আমাকে অনেক ভালবাসে,, আর আমি মেয়েটার একটু খুজ ও নেই নি? হটাত দেখলাম কে জেন রুমে আসল?  মেয়েটাকে চিনা চিনা লাগছে,, এইটাই কি তানিয়া,,তানিয়া এত সুন্দর হয়েছে?

তানিয়া: কে আপনি আমার রুমে কি করছেন?

তাহসিন:(আমার আর বুজতে বাকি রইল না  যে অইটা তানিয়া)জি আমি তাহসিন?

তানিয়া: কি,,বলেই দিল এক দৌর?

তাহসিন: আমি কিছুই বুঝতে পারলাম না?  তারপর সারা বাসা খুজে দেখলাম তানিয়া  কোথাও নেই?  তারপর ছাদে গেলাম গিয়ে দেখি তানিয়া এক কোনায় দারিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে? তারপর আমি তানিয়াকে পিছন দিকে ঝরিয়ে দরলাম,,তানিয়ার কান্না আরও বেরে গেছে?

তাহসিন: এই পাগলি মেয়ে কান্না কর কেন?

তানিয়া:………..? শুধু কান্না করছে?

তাহসিন: আরে বাবা এত কান্নার কি আছে?

তানিয়া: তুমি একান থেকে চলে জাও,,

তাহসিন: কেন?

তানিয়া: আমার ভাল লাগছে না?

তাহসিন: আমার ত অনেক ভাল লাগছে?

তানিয়া: তুমি যাবে কি না?

তাহসিন: গেলে খুশি হবে?

তানিয়া: কান্না বারিয়ে? হা খুশি হব? আমি আরও শক্ত করে ঝরিয়ে দরলাম? তারপর তানিয়া আমার দিকে থাকাল,, চেয়ে দেখলাম মেয়েটা কান্না করতে করতে  মুখ লালা হয়ে গেছে?

তানিয়া: এত দিন আসলে না কেন?

তাহসিন: কাজের অনেক চাপ চিল?

তানিয়া: বুঝেছি?

তাহসিন: কি?

তানিয়া: কিছু না?

তাহসিন: অভিমান বেজ্ঞেছে?

তানিয়া: না?

তাহসিন: কি করতে হবে?

তানিয়া : ঝরিয়ে দরে থাকতে হবে? সাতে সাতে আমি শক্ত করে ঝরিয়ে দরলাম,, তানিয়া ও শক্ত করে ঝরিয়ে দরেছে?

তারিন: এই যে বিয়ের পর জা করার করবেন?

তানিয়া: লজ্জা পেয়ে আছে?

তাহসিন: তুই এই কানে কেন?

তারিন: আম্মু ফোন দিয়েছে?

তাহসিন: ওওও?

তারিন: কি তানিয়া মেডাম এখন আমাদের বাসায় জাবেন ত?

তানিয়া: হুম,,

তারপর আর কি,,, কয়েকদিন পর আমাদের বিয়ে টা ও হয়ে গেল,,সবাই অনেক হ্যাপি আমিও হ্যাপি?

*সমাপ্ত*

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত