১)
 মেয়েটার সাথে কোন একভাবে অামার সম্পর্ক হয়ে ছিল।
 মেয়েটাও অামার জন্য পাগল ছিল। অামার জন্য সব করতে পারত।
 অার ও ছিল।ওর পরিবারের একমাত্র মেয়ে।
 মাঝে মাঝে বলতাম অবশ্য মজা করেই বলতাম।
 –অাচ্ছা তোমাকে বিয়ে করলে তো সব সম্পত্তি তোমার অার অামারই তাইনা?
 — হ্যাঁ অবশ্যই।
 — মনে থাকে যেন
 — তুমি কি অামায় বিশ্বাস করনা?
 — না না করি করি 100%।
 .
 তো 10-12 দিন পর বন্ধুরা মিলে পিকনিক করব।
 খুব মজা করলাম সারারাত।মুরগির মাংস রান্না করছিল..অাহ কি মজা!! ভুলার মত না।
 .
 পরদিন সকালে ওর সাথে চ্যাট করছিলাম..
 — এই যে বন্ধু-বান্ধব পেয়ে তো ভুলেই গেছেন।
 — না না ভুলিনি।
 — তো কি কি খাইলেন শুনি?
 — মুরগির মাংস রান্না করছিল….
 — ওরে বাব্বাহ!! ভালোই তো।
 — এই শোন শোন,,তুমি না বল অামি বড় হয়ে গোয়েন্দা হতে পারব? অামার খুব বুদ্ধি?
 — হ্যাঁ
 — অারে জানো কাল রাতে কেউ সাহস করেনা।
পরে অনেক কষ্টে অামি নিজে বুদ্ধি করে এক বাড়ির খোপ থেকে দুইটা মুরগি নিয়া অাসছি..উফ কি মজা লাগছে!!
 — এই এই শোন..মুরগির কালার কি? লাল-কালো?
 — হ্যাঁ হ্যাঁ লাল অার কালো রংয়ের মিশ্রণ।
 — ওরে…!! তুমি অামাগর মুরগি দুইটা চুরি কইরা পিকনিক করলা!!
 — ! ! ওইটা তোমাদের বাড়ি ছিল!! সত্য বলছি অন্ধকারে ভালভাবে খেয়াল করিনি ।প্লিজ প্লিজ সরি।
 — কিসের সরি!! তুমি অার অামাকে ফোন দিবানা মনে থাকে যেন।
 — সরি বাবুনি।
 — চুপ কর,,
 — তুমি যে বলছিলা সব সম্পত্তি অামাদের, ,তাহলে দুইটা মুরগির জন্য তুমি ব্রেকঅাপ করতে চাচ্ছ..!! ছি: ছি: তোমার কাছ থেকে এটা অাশা………….
 ( কলটা কেটে দিছে ) এরপর থেকে কত কল দিলাম অার গেলনা
 .
 .
 2)
 মেসে থাকার সময় একটা মেয়ের সাথে রিলেশন হইল অাবার।
 একদিন রাত্রে…
 — হ্যালো জানু..কি কর?
 — কিছুনা তুমি??
 — অামিও।
 — শোন অাজ না অান্টি যাওয়ার সময় 10000 টাকা দিয়ে গেছে।তোমাকে কালকে ট্রিট দিব।প্লিজ অাসবা….
 — উম তোমার টাকায় ট্রিট নিব? লজ্জা করছে।
 — অারে লজ্জা পাওয়ার কি হল।অামরা অামরাই তো।
 পরদিন সকালে…বডি স্প্রে মাইরা…ফুল হাতা শার্ট পইড়া,চুল গুলা খাড়া কইরা,গেলাম রেষ্টুরেন্টে…
 তো ইচ্ছেমত খাইলাম।তাই একটা লুজ প্যান্ট পড়ে গেছিলাম।
 খাওয়ার পর..উনার ভাব!!
 — জান্নু অামি তো পার্সেল বাড়িতে রাইখা অাইসা পড়ছি।এখন কি হবে..!! ধ্যাত অামি যে কিনা।
অবশ্য তুমি না হয়ে অন্য কেউ হলে নিশ্চিত রাগ করত।অার এরজন্যই তো তুমি এত ভাল
 — ( তখন বল্টুর একটা জোকস মনে পড়ে গেল) অারে অামি অাছিনা।চিন্তা করনা।
 — থ্যাংকু
 — এই নাও 20 টাকা, এখান থেকা তোমার বাসায় যেতে 15 টাকা লাগবে..অার 5টাকা তোমার।
বাসায় যায়া পার্সটা নিয়ে চলে এসো তারাতারি। অামি ততক্ষণ অারো কিছু খাই।
 — ছি: তোমার মন এত নিচু…!!
 — এই নিচু মন মানে কি হ্যাঁ ??
 — অার কখনো অামার সাথে কন্ট্রাক্ট করবিনা । তোর সাথে ব্রেকঅাপ………
 এই বলে চলে গেল … অার ওর সাথে যোগাযোগ করতে পারিনি…
 .
 .
 3)
যাইহোক, সব ভুলে অাবার একটা সিরিয়াস প্রেম করলাম এবার কোন ফাইজলামি না।যেভাবেই হোক ওকেই বিয়ে করব।
অার ওর সাথেই সংসার করব। অার মেয়েটাও ভাল। অামার মনের মত।
 ভালোই চলছিল অামাদের রিলেশন।তো একদিন হঠাৎ করেই ওর সাথে যোগাযোগ বন্ধ।
 3 দিন পর অামায় ফোন দিল..
 — জানু তোমার খুব কষ্ট হইছে তাইনা?
 — কোথায় হারাই গেছিলা তুমি
 — কোথাও না অামি তো সবসময় তোমার মনের অাশেপাশেই থাকি।
 — তোমার কণ্ঠটা এমন শুনাচ্ছে কেন?
 — অাসলে জানো, বাবা অামার বিয়ে ঠিক করছে, অামি করবনা।না করে দিছি,,তুমি কি বল?
 — অাসলে দেখ, মা-বাবা তো সন্তানের ভাল চায়,,তাইনা? তোমার উচিত মা-বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করা..( একটু বেশি ভদ্র সাজার চেষ্টা)
 — কি বলছ মাথা ঠিক অাছে তো?
 — হ্যাঁ ঠিক অাছে…
 — ও বুচ্ছি তুমি অামাকে চাওনা।
 — চাই চাই।
 — তাহলে ওই কথা বললা কেন?
 — অারে ওটা অামার মনের কথা নয়।
 কি!! কেন বিয়ে দিবে তোমায়!! তুমি শুধু অামার! টাকলা হ্লা’য় এমন করে কেন!!! (এবার অার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না)
 — অামার বাবা কে তুমি টাকলা বললা..!! রিলেশনই রাখবনা।অার ফোন দিবানা অামাকে।
 — অারে শোন শো………
 ফোনটা কেটে দিছে।কত ট্রাই করলাম অার ওর দেখা পাইলাম না।
 .
 .
 4)
অাগের সববববব বাদ……..!! অবশেষে Fb তে একটা প্রেম করলাম। এবার অাগের থেকেও তিনগুণ বেশি সিরিয়াস।
মেয়েটাকে সারাক্ষণ কেয়ার করি।মেয়েটাও অামার কেয়ার করে…..
 কিন্তু ও কখনো ওর ফোন নাম্বার দিতনা।
 এরকম প্রায় 6মাস যাওয়ার পর অামি ওর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম।
 অনেক বলার পর ও রাজি হইল।
 পার্কে অামরা দেখা করব।ও একটা নীল শাড়ি পড়ে অাসবে।অামি নীল শার্ট পড়ে অাসব।
 তো দুজনেই গেলাম।নিজেদের খুজে নিতে বেশি সমস্যা হলনা।
 নীল শাড়িতে ওকে পুরা নীল পরীদের মত লাগছে।
 — অাসলে জানো..অামি ঠিকমত কথা বলতে পালিনা।তাই তোমাকে নাম্বাল দেয়নি।যদি অামাকে লেখে চলে যাও,,,
 — অালে অালে বলে কি! অামিও তো ঠিকমত কথা বলতে পালিনা। তুমি প্লিজ চিন্তা কলিও না।অামি কিচ্ছু বলবনা তোমায়।
 — থ্যাংকস।অামি জানতাম তুমি কিচ্ছু বলবানা।কালণ তুমি খুব ভালো…
 — হি হি হি হি কি যে বল
 — অাচ্ছা চল কোথাও বসি।
 — ওকে চল,,
 পরে দুজনে এক জায়গায় বসে অনেক্ষণ কথা বললাম।
 — এই তুমি কি খাবা? অাইচক্রিম খাবা?
 — কি বললা অাবার বলতো?
 — অাইচক্রিম খাবা?প্লিজ খাওনা একটা।
 — ছি: মিথ্যুক
 — অারে মিথ্যুকের কি হল।অাইচক্রিম কি খেতে পারনা?
 — তোমাল সাথে অাল কথাই বলবনা।
 — ও সলি সলি অাইচক্লিম খাবা?
 — তুমি অামায় মিথ্যে বলেছ ,, তোমাল সাথে অাল লিলেশনই লাখবনা। ব্লেকঅাপ ভালো থেকো।
 এই বলেই ও চলে যাচ্ছিল।
 না অনেক ভুল করেছি অার না। এত্ত ভাল একটা মেয়ে অামার লাইফে অাসছে।ওকে অার হারাতে দিবনা।
 ওর সামনে যায়া কান ধরে বললাম।
 — ভুল হয়ে গেছে।প্লিজ ক্ষমা করে দাও।
 — অাল মিথ্যা বলবানা তো?
 — না না বলবনা।
 — ওকে, চল অাইচক্লিম খাই………
  










