রোমান্টিকতা অতঃপর

রোমান্টিকতা অতঃপর

পার্কের বেঞ্চে বসে কথা বলছে আবির আর আকশা নামের
দুজন প্রেমিক-প্রেমিকা। তাদের কথাবার্তা কিছুটা নিম্নরূপঃ
আবিরঃবাবু,
আকশাঃবলো বাবু।
আবিরঃআমি তোমাকে অনেক ভালবাসি। তোমাকে নিয়ে আমি অনেক সপ্ন দেখি।
আকশাঃ তাই নাকি বাবু?
আবিরঃ হ্যা বাবু।
আকশাঃ তা কি সপ্ন দেখো বাবু।
আবিরঃ দেখি আমরা আর এই প্রিথিবীতে নেই।আমরা…
আবিরের কথা শেষ না হতেই আকশা বলে উঠলো
আকশাঃ কি?? আমরা আর এই প্রিথিবিতে নেই মানে কি?তার মানে কি আমরা মরে গেছি?

আবিরঃনা বাবু।আমি তা বলতে চাইনি। তুমি আমার পুরো কথাটা তো শুনো।
আকশাঃ ওকে বলো।
আবিরঃ আমি বলতে চাইছি যে আমি তোমাকে নিয়ে সপ্ন দেখি
আমরা আর এই প্রিথীবিতে নেই। তারার নৌকায় চড়ে,দুধের
সাগর পাড়ি দিয়ে আমরা যাচ্ছি রূপকথার এক অজানা
রাজ্যে।যেখানে কোনো কিছুই নেই।আছি সুধু তুমি,আমি আর
আমাদের সপ্নমহল।সেই সপ্নমহলে দুজনে ভালবেসে
দিন কাটাবো।
আকশাঃ ওয়াও।হাউ নাইস।জানো বাবু আমারো না একটা
সপ্ন আছে।
আবিরঃ কি সপ্ন বাবু।
আকশাঃ একটা বড়,শক্ত-পোক্ত সাইজের লাঠি বানাব।
আবিরঃ কি???
আকশাঃ কেনো তোমার কোন প্রবলেম আছে?
আবিরঃ না বাবু।আমার কি প্রবলেম হবে।কিন্তু এইটা তো বল কেনো এমন অদ্ভুত না মানে ইউনিক সপ্ন দেখলে।কি
করবে ঐ লাঠি দিয়ে?
আকশাঃ এইতো তোমাকে পিটানোর জন্য আরকি।
আবিরঃ মা মা মানে?আমাকে পি পি পিটাবে কেন।আ আমি কি
করলাম?
আকশাঃ তোমাকে পিটাবো কারন তুমি পাগল হয়ে
গেছো।বুদ্ধি লোপ পেয়েছে তোমার। তারা দিয়ে কখনো
নৌকা বানানো যায়?আর কোথায় দেখেছো তুমি দুধের
সাগর হুম?আর তুমি ভাবলে কি করে আমি তোমার সঙ্গে
নৌকা দিয়ে সাগর পাড়ি দিব?তুমি জানোনা আমি সাতার জানিনা?
যদি নৌকা ডুবে যায় তখন কি হবে?

আবিরঃতাহলে আর কি দুজনে একসাথে মরবো।
আকশাঃওহ তাহলে মনে মনে এই বুদ্ধি করেছো তাইনা?
আমাকে মারার প্লান।কখনো সফল হবেনা তুমি,কখনো না।আজ এই মুহুর্ত থেকে আমি তোমার সাথে
ব্রেকাপ করলাম।বিদায়।

এই বলে আকশা চলে গেলো।আর আবির ওখানেই হতভম্ব
হয়ে বসে রইলো।সব যেনো মাথার উপর দিয়ে গেল।কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছেনা আবির।সে খুজে পাচ্ছে না আসলে সে করেছেটা কি? যার জন্য আকশা তার সাথে দীর্ঘ ২ মাসের প্রেমের ইতি টেনেছে।

এভাবেই কিছু বুদ্ধিজীবী বালিকার জন্য রোমান্টিকতা আজ
বিলুপ্তির পথে।কিছুদিন পরে হয়তো এই রোমান্টিকতা নামক বস্তুটি যাদুঘরে স্থান পেতে পারে।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত