দুষ্টু মিষ্টি ভালোবাসা

দুষ্টু মিষ্টি ভালোবাসা

আম্মু বাজারে যেতে বল্লো তো বাজারে যাচ্ছি এটা আমি এখন থেকেই করি যাই হোক বাজারে যাচ্ছি এই মূর্হতে আমার বউ মানে আমি যাকে খুব ভালোবাসি মিম তো ওর বাসার সামনে দিয়ে যাচ্ছি হঠাৎ দেখলাম মিম এর বাসায় বিয়ের পেন্ডেল সাজানো মানে বিয়ে বাড়ির মতো তো যাই হোক আমি মনে মনে ভাবলাম আমার বউ তো আমাকে ছারা কাওকে বিয়েই করবে না তো ওর বাড়িতে বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে তাহলে মনে হয় অন্য কেওর বিয়ে যাই হোক তাহলে এটা নিয়ে ওর সাথে কাল দুষ্টামি করবো তো বাজার করে বাসায় গেলাম এই মূর্হতে দেখি আম্মু দোরজার সামনে লাঠি নিয়ে দারিয়ে আছে কারন ঐসব চিন্তা ভাবনা করতে করতে বাজার করতে দেরি হয়ে গেছে তো আম্মু কে বল্লাম

আমি: কি ব্যাপার আম্মু বাসায় কি চোর টোর এসেছে নাকি তুমি লাঠি নিয়ে দারিয়ে আছো? তখন সেই মূর্হতে আমার কান টাকে শক্ত করে ধরে বল্লো

আম্মু: এই সয়তান ছেলে তোকে কখন বাজারে পাঠিয়েছি বাজারে গিয়ে কি মেয়ে দেখতে গিয়েছিলি নাকি?

আমি: আরে কি বলো আমার বউ কে ছারা কি কাওকে দেখতে পারি [এইরে মুখ থেকে বের হয়ে গেছে]

আম্মু: তোর বউ মানে সত্যি করে বল আর না হলে কিন্তু পিটাতে পিটাতে তক্তা বানাবো

আমি: আরে আম্মু আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি যে বিয়ে করবো

আম্মু: বলবি নাকি শুরু করবো মার ?

আমি: ওহ আম্মু মনে পরেছে আমার স্বপ্নে তো বউ এর অভাব নেই ওদের কথা বলছিলাম

আম্মু: বুজছিতো তুই আমার ছেলে তোকে আমি হাড়ে হাড়ে চিনি [যাক চাপার মাধ্যমে বেচে গেলাম] তো পরের দিন মিমকে ফোন দিলাম

আমি: হ্যালো কথায় তুমি?

মিম: কেনো বাসায়

আমি: তুমি যেখানে থাকে এই মূর্হতে র্পাক এ আসো

মিম: কেনো কিছু হয়েছে বাবু তুমি ঠিক আছো তো

আমি: এতো কিছু জানি না তোমাকে আসতেই হবে

অতঃপর ফোন টা কেটে দিলাম তো একটু পর মিম আসলো এসেই আমাকে ওর ওরনা দিয়ে আমার মুখ গুলো মুছে দিলো কারন আমি গরমে ঘামছিলাম আর ও এরকমি খুব ভালোবাসে তো তাই যাই হোক এখন ওর সাথে একটু মজা করবো

আমি: তুমি আমাকে এতো বড় ধোকা দিতে পারলে ?

মিম: মানে?

আমি: তুমি আমাকে এতোবড় কষ্ট দিতে পারলে?

মিম: এই তুমি কি পাগল হয়ে গেছো?

আমি: তোমার কষ্টে আমি পাগল হয়ে গিয়েছি

মিম: আচ্ছা আমি করছি বলো?

আমি: কি করছো মানে তোমার বিয়ে হয়ে যাচ্ছে আর আমাকে বল্লে না আজ আমি গরবি বলে কি এই ভাবে কষ্ট দিতে পারলা?

মিম: দেখো ফাইজলামি বন্ধ করো আর কি যা তা বলছো আমার কিসের বিয়ে আমি তো তোমাকে ভালোবাসি

আমি: তোমার বিয়ে না তাহলে কার বিয়ে তোমাদের বাড়িতে কত সুন্দর করে বিয়ের পেন্ডেল সাজিয়েছো বিয়ে বাড়ির মতো তাহলে তোমারই বিয়ে তুমি আমাকে এইভাবে কষ্ট দিলা

মিম: আরে গাধা ঐটা আমাদের বাসার একটা ভাইয়ার বিয়ে

আমি: ছি ছি ছি শেষ র্পযন্ত আমাকে রেখে একটা ভাইয়ার সাথে বিয়ে করছো?

মিম: [ঠাসস] হারাম জাদা বলছি না ঐটা আমার বিয়ে না একটা ভাইয়ার বিয়ে দূর তোর সাথে আর কথাই বলবো না আমার আবার বউটা খুব রাগি আর বেশি রাগ হলে থাপ্পর ও খেতে হয় আর তুই করে বলে

অতঃপর গালে হাত দিয়ে বল্লাম

আমি: সরি জানু আমিতো তোমার সাথে একটু দুষ্টামি করলাম আর আমি জানি তো তুমি আমাকে ছারা কাওকে বিয়েই করবা না

মিম: এবার সত্যি সত্যিই করে ফেলবো তুমি আমাকে ভালোবাসো না

আমি: ঠিক আছো করো আর সেইদিন আমার যানাযাটা পরতে আইসো

মিম: আর একদিন এই কথা বলবি তো তোকে ছেরে আমি আসোলেই চলে যাবো

আমি: এই না না আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছারা আমি বাচতে পারবো না

মিম: ঠিক আছে মনে থাকে জানো

আমি: আচ্ছা

মিম: আচ্ছ তোমার গালে কি চোরটা বেশি জরে লেখেছে?

আমি: না একটু বেথা পাইছি

মিম: আহারে সরি বাবু

আমি: এখন একটা পাপ্পি দাও

মিম: যা দুষ্টু আমার লজ্জা করে না

অতঃপর আমি ওকে জরিয়ে কপালে মিষ্টি করে একটা পাপ্পি দিলাম এরকমই আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে খুব ভালোবাসি পাগলিটাকে।

সমাপ্ত

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত