ওয়াও লাড্ডু

ওয়াও লাড্ডু

বন্ধুর ভাইয়ের গায়ে হলুদ শেষ করে এখন হলুদ নিয়ে মেয়ের বাসায় এসেছি। কিন্তু আমাকে রেখে বন্ধু গুলো কই যেন গেল। আমি একা একা কনের বাড়িটা ঘুরে দেখছি। এই বাড়িটা আমাদের বাসা থেকে বেশি দূরে নয় কিন্তু কখনো আসা হয় নি। ছাদে এসেই দেখি একটা প্লেটে অনেক গুলো লাড্ডু সাজানো তাই আর লোভ সামলাতে পারলাম না। আমি তো ভীম আর গোপালভাড়ের ভক্ত তাই লাড্ডু দেখে আর থাকতে পারলাম না। যখনই একটা লাড্ডু হাতে নিলাম তখনই পিছন থেকে কেউ একজন বলল…

— কে আপনি?

পিছনে ফিরে তাকিয়ে দেখি একটা কিউটি মেয়ে আর এটা বিয়ে বাড়ি তাই ভাবলাম একটু দুষ্টামী করা যাক।আমি একটু কাশি দিয়ে বললাম…

— আমি কে সেটা জেনে কি করবেন?
— কিছু করবো না। আপনি কি বর পক্ষের থেকে আসছেন?
— মনে হয়।
— মানে?

— মানে এমন সুন্দর হ্যান্ডসাম ছেলে কি আর কনে পক্ষে থাকবে বলেন। আর কনে পক্ষের হলে তো ঠিকই আমায় চিনতেন।

— বাব্বা এতো দেখি নিজের প্রশংসায় শাহরুখ খান আর দেখতে তো বাপ্পারাজ।
— বাপ্পা রাজ না শুধু রাজ। মানে আমার নাম রাজ।
— তা জেনে আমার লাভ নেই। আপনার বন্ধুরা মনে হয় কনের রুমে আছে।
— ও ঠিক আছে কিন্তু আপনার নামটা বলেন না?
— হুহহ

শুধু শুধু মুখ বাকিয়ে চলে গেল। ওয়াও লাড্ডু সাথে ফাট্টু ফ্রি, এতো পুরো জমে ক্ষীর। আমি ছাদ থেকে নেমে কনের রুমে গেলাম। একটু পর কনের গায়ে হলুদ শুরু হবে। আমি তাই যত তারাতারি সম্ভব মেয়ের নামটা জেনে কেটে পড়তে হবে। তাই কনের পাশে গিয়ে

বসলাম। আর সেই সময়ই মেয়েটা রুমে আসলো তাই মেয়েটাকে দেখিয়ে মেয়েটার নামটা জেনে নিলাম। ওর নাম অনামিকা। আর তারপর বিদায় নিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

বর হলো আমাদের বন্ধু রিদানের বড় ভাই। আর আমরা সব রিদানের বন্ধুরা আজ রাতে রিদানদের ছাদেই ঘুমাবো তাই সব বন্ধুরা চেয়ার নিয়ে গোল করে বসে আড্ডা দিচ্ছি আর সাথে বিয়ারের বোতল তো আছেই। তখন রিদান বলে উঠলো..

— দোস্ত ভাইয়ের বিয়ের সাথে সাথে আমার বিয়েটাও পাক্কা করে ফেলবো বুঝলি। ওই যে কনের বোন আছে না। ওরে তো আমার হেব্বি লাগছে।

রিদানের কথা থামিয়ে দিয়ে সৌমিক বলতে লাগলো…

— রিদান এটা তোর ভাবী হয়। এভাবে নজর দিস না। আমার ওরে হেব্বি লাগছে।কনের বোন আমার।

সৌমিকের কথা থামিয়ে দিয়ে আরজু বলল…

— ভাইগন আবার তোরা দুইজন একজনকে নিয়ে এভাবে টানাটানি করিস না। ওরে আমার জন্য ছেড়ে দে। তোদের তর্ক শেষ হলে পড়ে দেখবে নে কে পায়?

আমি সব গুলোর কথা শুনে হাসতে হাসতে শেষ। এক ফুল তিন মালি। বাহ্ কি গল্প ইয়ার। তাই আমি সব গুলোকে থামিয়ে দিয়ে বললাম…

— তোদের সবার কথাই শুনলাম। এবার বল তো, কনের বোনের নামটা কি? দেখি তো কে সেই বিউটি, যার জন্য তোরা তর্ক শুরু করলি?

— অনামিকা (সৌমিক বলল)

নামটা শুনতেই আমি একটা ছোটখাটো শকড খেলাম। এতক্ষণ ভাবলাম তিন মালি এক ফুল, কিন্তু এখন মনে হচ্ছে চার মালি এক ফুল। যেমন করে হোক, একটাকে এক মালি এক ফুল বানাতে হবে। নয়ত লাইনে দাঁড়াতে হবে। আমি সবার সামনে একটু রাগী রাগী ভাব নিয়ে বলতে শুরু করলাম…

— ধিক্কার জানাই তোদের মত ছেলেদের। আমরা রিদানের বড় ভাইয়ের বিয়েতে যাচ্ছি তাই অনামিকা রিদানের হওয়াটা উচিত। এখানে আমরা বন্ধুরা রিদানকে সাপোর্ট করা উচিত। তা না করে অনামিকাকে নিয়ে টানাটানি শুরু করলি।

তখন সবাই আমার মুখের দিকে তাকিয়ে সৌমিক আর আরজু বলল,

— হুমম রাজ ঠিক বলেছে। আমরা রিদানের পাশে আছি।

রিদান তো খুশির চক্করে নিজের চেয়ার ছেড়ে আমার পাশে এসে বসলো। আর আমি রিদানের পিঠে হাত রেখে বললাম…

— দোস্ত দেখলি তো এক কথায় সব বন্ধুরা আমরা তোর পাশে চলে আসলাম। তোর জন্য অনামিকাকে ছেড়ে দিলাম।
আমাকে থামিয়ে রিদান বলল,

–ওয়েট ওয়েট ছেড়ে দিলাম মানে? তুই কি অনামিকাকে লাইন মারছিলি নাকি।
— আরে না তো। আমি তো মেয়েটাকে দেখিও নি।তাছাড়া ধরে নে আমিও লাইনে আছি। কথার কথা আর কি? (ধরা খেতে খেতে বেঁচে গেলাম)

— হুমম এবার বল রাজ।

— হুমম আমরা সবাই তোর জন্য অনামিকাকে ছেড়ে দিয়েছি। একটা বার ভেবে দেখতো তুই যদি আমাদের সামনে অনামিকাকে নিয়ে ঘুরিস তাহলে কি আমাদের ভাল লাগবে।আমাদের মত অবুঝ মুখ গুলোর দিকে তাকিয়ে কি তোর প্রেম করতে ভাল লাগবে। একটুও কি কষ্ট লাগবে না? এত্তো গুলো শিশুর চেহারা দেখে তোর কি মায়া লাগে না? তোর এখন কি করা উচিত তুই বল?

— বুঝছি তো আমিও ক্যান্সেল। অনামিকা আমাদের কারো না। ঠিক আছে।
— আমার বাদে।
— মানে??

— না না মানে আজ থেকে আমরা কেউ অনামিকার দিকে তাকিয়েও দেখবো না। এটা সবার প্রতিজ্ঞা।

সবাই আমার কথায় তাল মিলালো। যাক বাবা লাইন পরিষ্কার হলো এখন থেকে একা একাই লাইন মারবো। পরে জানলে বুঝিয়ে দিবো নে। কাল হবে মজা, বিয়েতে যাবে সবাই কিন্তু মজা নিবো আমি। ও হা হা হা…

সকালে ঘুম ভাঙ্গতে দেখি কার পায়ের উপর কে পা দিয়ে যে ঘুমাচ্ছে ঠিক নেই। বিয়ার খেয়ে ঘুমানোর কারনে, এখন প্রায় ১২টার উপর বাজলো ঘুম ভাঙ্গতে । কোন রকমে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। একটু লেট করলে আর হয়ত ওয়াশরুম ফ্রী পাবো না। আর আজকে একটু হেব্বি করে সাজতে হবে নয়ত অনামিকা জুটবে না। কাল কোন রকমে এক ফুল এক মালি করেছি।

রাত প্রায় ৯টার দিকে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ছেলেদের জন্য আলাদা গাড়ীর ব্যবস্থা ছিল। সেই লেভেলের ভাব নিয়ে গেলাম বিয়ে বাড়ি। গাড়ী থেকে নামতেই গেট ধরা হলো আর আমার কাছে এটা ব্যাপক লাগে। তাই আমি তারাতারি সামনে জায়গা করে নিলাম। কণে পক্ষ বায়না ধরলো ৫ হাজার টাকা। আর আমরা বলছি ৩ হাজার নিতে কিন্তু রাজিই হচ্ছে না। আর এইদিকে বর কে দেওয়া হলো মিষ্টি খেতে। আর শরবত দেখে তো মনে হচ্ছে মরিচ কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনছে। শরবতের দিকে তাকিয়ে ছিলাম তখনই অনামিকা বলল…

— যদি বরপক্ষের কেউ এই লাল শরবতটা খেতে পারে তাহলে আমরা তিন হাজারেই গেট ছাড়তে রাজী।

আমি কিছু বলার আগেই সবাই আমার কাঁধে হাত রাখলো। আমি বুঝতে পেরেছি আমাকে আজ সারা রাত বাথরুমে রাখার প্ল্যান আর কি? এই গ্লাসের শরবত খেলে আগামী ২ দিন বাথরুম থেকে বের হতে পারবো কি না উপরওয়ালাই জানে? আমি মুরুব্বীদের দিকে তাকালাম যেন ওনারা বলে এটা না খেতে। কিন্তু এখন তো ওনারা বলতেছে ” আরে ছোট থাকতে এইসব রোজ খেতাম “। ওনাদের কথা শুনে মনে হচ্ছে এটা ওনাদের বাবার

দোকানের হরলিক্স যে রোজ খেত। তাহলে এখন খায় না কেন? আমি আমতা আমতা করে গ্লাসটা হাতে নিলাম আর অনামিকার চোখের চাউনি দেখে হার্টবিট ডিপ ডিপ করছে। আমি কোন রকমে শরবতটা এক টানে শেষ করে প্ল্যাটে থাকা তিন মিষ্টি খেয়ে ফেললাম। আমার চোখ মুখটা মনে হয় দেখার মত ছিল তাই বন্ধুরা একে একে সেলফি তুলতে চাইলো। আমি কানে ধরলাম, আমি আর কখনো বিয়ে বাড়িতে এসে গেট ধরায় যাবো না।

গেটের কাজ শেষ করে বাসায় গেলাম তারপর ওয়াশরুমে গিয়ে ভাল করে মুখটা ওয়াশ করে নিলাম। অনামিকা রে তুই বড় অপরাধী রে, আমার ক্রিম মাখা ফেসটারে দে ফিরাইয়া দে। কি সুন্দর করে সেজেঁ এসে ছিলাম আর এসেই এই বাশঁ। আমি ওয়াশরুম থেকে বের হতেই দেখি তোয়ালে নিয়ে অনামিকা দাড়িয়ে আছে। আমি ওর সামনে যেতেই বলল…

— মিস্টার রাজ কাল তো বললেন এমন একটা হ্যান্ডস্যাম ছেলে কণে পক্ষে নাই। তাই আপনার চেহারায় একটু লাল বাতি ধরি দিলাম।

— হুমম সময় আমারও আসবে। তখন লাল,নীল, হলুদ সব বাতিই ধরাবো।
— হা হা হা আপাতত নিজের চেহারা দেখুন। আমি গেলাম।

মেয়েটা হাতে হাতে চলে গেল।কিউট মেয়েরা একটু বেশিই শয়তান হয় তার প্রমান হলো এই অনামিকা। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে আয়নারর সামনে দাড়াতেই নিজেকে কালো ভূত হিসেবে আবিষ্কার করে আবার দৌড় দিলাম ওয়াশরুমে। অনামিকা তোমায় আমি ছাড়ছি না।

ফ্রেশ হয়ে বিয়ের আসরে আসলাম।ওয়াও অনামিকাকে তো হেব্বি লাগছে। দেখেই মনে হচ্ছে আই লাভ ইউ বলে দেই। আমি অনামিকার পাশে গিয়ে দাড়ালাম। ও এখন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আসার সময় ফ্রেশ হওয়ার রুম থেকে মেহেদী নিয়ে আসছি। ও আমার দিকে তাকিয়ে হাসতেই সরাসরি ওর নাকে মেহেদী লাগিয়ে দিয়ে আমি হাসতে থাকি। অনামিকা চিৎকার দেওয়ার আগেই আমি বলে দেই এটা বিয়ের আসর তাই ও দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমার পিছনে লেগেছে তো মজা বুঝতেই হবে।

অনামিকা একটা চেয়ারে বসে আছে তাই আমিও ওর পাশে গিয়ে বসলাম। আমাকে দেখিই বলল…

— এখন শান্তি তো।
— না গো।

আমি গো বলায় ও আমার দিকে এমন একটা লুক নিয়ে তাকালো, মনে হয় আমি ওর কিডনি দুইটা চেয়েছি।

— এমন করে দেখো না গো প্রেম হয়ে যাবে।
— ওই আপনি থেকে তুমিতে চলে আসছেন ঠিক আছে কিন্তু এখন এক লাফে প্রেম।
— হুমম প্রেম তো তাই একটু আধটু বড় লাফ না দিলে চলে।
— কথায় ব্রেক লাগান নয়ত…
— নয়ত কি গো?
— আপনি একটা বান্দর।
— এটা কমন হয়ে গেছে। নতুন কিছু থাকলে ডায়লগ দাও।

— আচ্ছা গতকাল গায়ে হলুদে এসে আপনার বন্ধুরা আমাকে ইচ্ছা মত বিরক্ত করলো কিন্তু আজকে সবাই ঠান্ডা কেন?

— হবু ভাবীর দিকে নজর দিতে নাই বলে।
— মানে?

— মানে খুব সিম্পল। রিদানের ভাইয়ের বিয়ের পর তোমার বোন রিদানের ভাবী। সেই হিসাবে আমারও ভাবী। আর তুমি ভাবীর বোন, সেই হিসেবে আমার বিয়াইন। আর আজকে পটালে হবে গার্লফ্রেন্ড। তারপর বিয়ে, বাচ্চা….

— আস্তে আস্তে বলেন তো। এমন স্প্রিড তো বাংলাদেশেও নাই। এক্সিডেন্ট করবেন তো।
— তুমি আছো না গো সুস্থ করে তুলবে।
— আপনি একটা পাগল। মনে হচ্ছে এখনি তোমার গলা টিপে দেই।
— দাও না। তোমার হাতের ছোঁয়া পাবো।
— উহ্ফ একটা পেইন।
— হি হি হি এতো তারাতারি বিরক্ত হয়ে গেলে। বাকি জীবন তো পড়েই আছে।

আর কথা না বলে উঠে চলে গেল। আচ্ছা আমি কি একটু বেশি বেশি করে ফেলেছি। না না নতুন নতুন প্রেম তো তাই ফিলিংসটাও বউ বউ করছে। আমি বন্ধুর কাছে যেতেই সব গুলো আমার দিকে কেমন করে যেন দেখছে? আমি চুপচাপ ওদের পাশে গিয়ে বসলাম।তখন সৌমিক বলল…

— রাজ তোকে আসার পর থেকেই অনামিকার সাথে দেখছি কেন? ব্যাপারটা কি?
–তোদের ভাবীর সাথে এই রাজ থাকবে না তো কে থাকবে?
— মানে?(সব অবাক হয়ে)

— না মানে তোদের নিয়েই কথা বলছিলাম। তোরা সবাই ওকে কত্তো ভালবাসতি। আমার জন্য ত্যাগ দিলি।

— হুমম অনেক দিন কাউকে মারি না তো। আর হাতে পায়ে জং ধরেছে। ভাবছি জং গুলোকে একটু ত্যাগ দিবো।

বলতে দেরি হলো কিন্তু আমাকে জগাখিচুড়ি মার দিতে দেরি হলো না। মারলো তো মারলো এমন ভাবেই মারলো, আর মারার জায়গা রাখলে না। একেই বলে “বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এই বার ঘুঘু তোমার বধীবো পরান ” সবার অগোচরে প্রেম করতে গিয়ে এমন বাশঁ।

বিয়ে প্রায় শেষ, আমি হাত গুলো বুকে নিয়ে অনামিকাকে খুজঁতেছি। তখন অনামিকাই আমার সামনে এসে বলল..

— কাউকে খুজঁছেন বুঝি?
— হুমম তোমাকে।
— কিন্তু আপনার হাত পায়ের এমন অবস্থা হলো কেন?
— একা একা ফল খেতে গিয়ে।
— মানে?
— ভালবাসা গো ভালবাসা। তুমি বুঝবে না।
— পৃথিবীতে সব চেয়ে কনফিউজিং শব্দ হলো “ভালবাসি”। ভালো = টাটকা আর বাসি= পচাঁ।
— এত্তো যুক্তি দিয়ে কি ভালবাসা হয় গো জানু। সবই অনুভূতি।

— হুমম দেখতেই পারছি এখন হাত বুকে নিয়ে ঘুরছেন। মনে তো হয় কেউ রাম ধুলাই দিয়েছে।

— না গো না ভালবাসার অনুভূতি মাঝে মাঝে ল্যাংড়াও হয়।
— হা হা হা মনে হয় শাহরুখের মুভি একটু বেশি দেখা পড়ে তাই না।

আমি কোন জবাব দিলাম না। মেয়েটা আমার থেকেও এক লেভেল উপরের।

বিয়ে শেষে আমরা যখন মেয়ে নিয়ে চলে আসবো তখন অনামিকার দেখি মন খারাপ। তাই ভাবলাম এই সুযোগে ওর নাম্বারটা খুজঁলে হয়ত পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আমিও অনামিকার পাশে গিয়ে দাড়ালাম আর বললাম…

— তো একটু পর তো আমি চলে যাবো।
— তো যান না। মানা করলো কে?
— এভাবে বলো না তো। মন যে মানে না। আমাদের কি আর কথা হবে না?
— কথা বলতে মন চাইলে আবার আমাদের বাসায় চলে আইসেন।
— ধ্যাত এর চেয়ে বরং তোমার নাম্বারটা দিয়ে দাও। মাঝে মাঝে দুঃখের সুখের গল্প করবো না।

রপর কি ভেবে যেন নাম্বারটাও দিলো আর সাথে মিষ্টি একটা হাসিও। মনে চাচ্ছে জিৎ দার ডায়লগ টা একটু দেই, ফোন নাম্বারের সাথে হাসি ফ্রি, এই বছরের গার্লফ্রেন্ড সামনের বছরের স্ত্রী। 

অনামিকার থেকে নাম্বার নিয়ে সোজা চলে গেলাম বন্ধুদের কাছে। এখনো একেকটার মুখ দেখার মত। আমি ওদের মুখের সামনে মোবাইলটা ঘুরাতে লাগলাম আর নাচতে লাগলাম। তখন সব গুলো চুপ করে রইলো। যখন বললাম নাম্বার পেয়ে গেছি তখন তো ওরা একেকটা দেবদাস হয়ে গিয়ে ছিল।

গাড়ীতে বসে আছি। সবই ঠান্ডা অবশ্য আমি বাদে। এখানে আমি কথা বলা মানে প্রত্যেকটার বগলের নিচে বিষ ফোড়াঁর মত। আমি গুণ গুণ করে মোবাইলটা হাত নিয়ে গান করছিলাম তখনই সৌমিক বলল…

— দোস্ত যা তোকে আমরা সবাই মাফ করে দিলাম। তবে এখন তোকে একটা কাজ করতে হবে?

— কী কাজ?

— তুই অনামিকাকে আই লাভ ইউ ম্যাসেজ পাঠা। এর রিপ্লে দেখেই তোকে আমরা মাফ করবো।

— ওকে এখনই করছি।

আমি তারাতারি সুন্দর করে আই লাভ ইউ টাইপ করে অনেক গুলো লাভ ইমু দিয়ে ম্যাসেজটা পাঠালাম। এখন সবাই আমার মোবাইলের দিকে চাতক পাখির মত তাকিয়ে রয়েছে। ঠিক দুই মিনিটের ভিতরের ম্যাসেজ রিংটন বেজেঁ উঠলো। আমিও সবার সামনে ম্যাসেজটা অন করলাম আর এতে লেখা ছিল “Sorry vaiya, I have a boyfriend. He is to much cute from you.

লেখাটা পড়তে দেরি হলো মাগার গাড়ীর মাঝেই এক একটার নাচ কে দেখে? আর আমার মুখটাই চুপসে গেল। তখন যার যা খুশি বলছিল তখন রিদান বলল…

— দোস্ত কষ্ট নিস না। আসলে আমি জানতাম অনামিকার বয়ফ্রেন্ড আছে। আসলে ভাইয়ের বিয়ের যখন কথা চলছিল তখনই আমি ওরে প্রপোজ করে ছিলাম। আমার পড়ে সৌমিকও করেছিল। এতে কষ্টের কিছু না তুই তিন নাম্বারে আছিস। 

আমি এখন হাসবো না কাঁদবো সেটাই ভাবছি। এত্তো ভালোবাসা সবই শেষ। আমার ভালবাসা ঘাস খেয়ে গেল গরু আর দিয়ে গেল বাশঁ আহা।

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত