অপ্রত্যাশিত বিয়ে

অপ্রত্যাশিত বিয়ে

প্রতিদিনের মতো অফিসে কাজ করছিলাম আজও আজ কাজ অল্প থাকায়। তাড়াতাড়িই কাজ শেষ করে ফেলেছি তাই চেয়ারে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম চোখে যেই ঘুম ঘুম ভাব আসলো তখনি একটা মেয়েলি কন্ঠ ভেসে আসলো।

:-এই তোমার কি শরীর খারাপ?

সাথে সাথেই চোখ মেলে দেখি বস দাড়িয়ে আছেন।বস ছাড়াও তার সাথে আমার একটা সম্পর্ক আছে তিনি আমার বৌ।

:-না আমার শরীর ভালো আছে।আপাতত কাজ শেষ তাই একটু বিশ্রাশ নিচ্ছিলাম কিন্তু আপনি এখন এখানে?
:-তোমাকে দেখতে আসলাম তোমার কাজ যেহেতু শেষ তাহলে তুমি বাসায় চলে যাও বাসাতে গিয়ে রেষ্ট নাও।
:-তা কি করে হয়।অফিস এখনো ছুটি হয়নি তাহলে এখন কেনো বাসাতে যাবো?
:-তোমার বিশ্রাম দরকার তাই এখন বাসাতে যাবে আর তোমাকে আমি ছুটি দিচ্ছি।
:-আর বিশ্রামের প্রয়োজন নাই বেশ কিছুক্ষন বিশ্রাম নিয়েছি।
:-তাই তাহলে এখন কি করবে?
:-নতুন কিছু কাজ দিন।
:-আচ্ছা এখন বাসাতে গিয়ে বিশ্রাম নিবে এটাই তোমার কাজ।
:-বললাম না বিশ্রাম নিয়েছি।
:-তোমাকে যেটা বলেছি সেইটা করো বাসাতে যাও। আর আমি একটু পর আসছি।
:-আচ্ছা ঠিক আছে।

অতঃপর আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসার দিকে রওনা হলাম।

বাসাতে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম এবার পরিচয়টা দিই আমি চয়ন। বৌয়ের অফিসে চাকরি করি আমার বৌয়ের নাম মলি মলি আমার থেকে প্রায় ৫ বছরের বড়। আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়নি হয়েছে মলির ইচ্ছায়।এই বিয়ে আমিও রাজি ছিলাম না ঘটনা খোলসা করে বলি।

==৮মাস আগে==

চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছি কিছুক্ষন পর আমার ডাক পড়লো রুমে প্রবেশ করতেই দেখতে পেলাম একজন মহিলা ও দুইজন পুরুয..আমি তাদের সামনে গিয়ে বসলাম মহিলাটি (মলি) আমার দিকে কিছুক্ষন তাকিয়ে ছিলেন..তারপর আমাকে শুধু একটাই প্রশ্ন করলেন।

:-নাম কি?
:-আমি হাতে থাকে ফাইলটা এগিয়ে দিলাম।

তার ফাইলটা চেক করে আমাকে দিয়ে দিলেন এবং মহিলাটি বললেন

:-আপনি এখন আসতে পারেন
:-জ্বি।

আমি চলে আসলাম।বুঝতে পারলাম আমার চাকরিটা হবেনা।
কিন্তু আমার পরে চাকরিটা হয়ে গেলো।

জয়েনিং এর দিন এসে একটু অবাক হলাম আমার মতো নিম্ন পদের সবাই যেখানে একরুমে আলাদা আলাদা ডেস্কে কাজ করছে সেখানে আমাকে দেওয়া হলো আলাদা একটা রুম আমি বেশি কিছু না ভেবে কাজ করা শুরু করলাম।
কিন্তু একটা বিষয় লক্ষ করলাম আমার কেবিনে অফিসের বস মলি ম্যাডাম ছাড়া কেউ আসতেন না। আমার কোন কিছুর দরকার হলে পিয়ন করে দিত মলি ম্যাডামের কোন দরকার হলে তিনি নিজেই আসতেন।

এই কারনে আমার খুব সন্দেহ হতো কিন্তু ভয়ে কখনো প্রকাশ করিনি যদি চাকরিটা চলে যায় তাছাড়া কাজ অল্প বেতন বেশি তাই বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাইনি।

এভাবে চলতে চলতে একদিন মলি ম্যাডাম বললো।

:-চয়ন তুমি এখানে কোথাই থাকো?
:-জ্বি ম্যাডাম মেসে থাকি।
:-ওহ..প্রেম করো?
:-জ্বি না ম্যাডাম।
:-গুড বয়..শুনো কাল আমার বাসাতে একটা পার্টি আছে সন্ধায় চলে আসবে।
:-দুঃখিত ম্যাডাম..সন্ধার পরে ম্যাসে ঢোকা বা বের হওয়া বন্ধ।
:-এত কিছু জানতে চাইনা..কাল সন্ধায় যেনো তোমাকে আমার বাসাতে দেখতে পাই।
:-জ্বি ম্যাডাম আমি যাওয়ার জন্য চেষ্টা করবো।
:-চেষ্টা নয় আসতেই হবে।
:-আচ্ছা।

চাকরি বাচানোর ভয়ে পরেরদিন সন্ধার সময় মলি ম্যাডামের বাড়িতে উপস্তিত হলাম কিন্তু বাসাতে মলি ম্যাডাম ছাড়া কাউকে দেখতে পেলামনা।

:-ম্যাডাম আর সবাই কোথাই?
:-চলে আসবে এক্ষুনি..তুমি আসো আমার সাথে।

তারপর আমি ম্যাডামের পিছু পিছু একটা ঘরে আসলাম তিনি আমাকে বসিয়ে রেখে ঘরের দরজা আটকে দিলেন।

:-ম্যাডাম দরজা বন্ধ করলেন কেনো?
:-চয়ন আমি তোমাকে কিছু বলতে চাই।
:-জ্বি বলুন।
:-আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই।
:-এসব কি বলছেন ম্যাডাম আমি আপনার থেকে ছোট তাছাড়া আপনি আমার মালিক আমি আপনার কর্মচারী।
:-ওসব বাদ দাও আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই..তুমি রাজি নও
:-না ম্যাডাম এটা অসম্ভব আমি আপনাকে বিয়ে করতে পারবনা।
:-বিয়ে তোমাকে করতেই হবে।দরকার হলে জোর করে বিয়ে করবো।

তারপর ম্যাডাম আমাকে অবাক করে দিয়ে নিজের পরনের পোশাক ছিড়লেন,চুল এলোমেলো করেলেন তারপর গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই দেখতে পেলাম অফিসের সব কর্মচারিরা দাড়িয়ে আছে তখন ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বললেন।

:-আমাকে বাচান এই ছেলেটা জোর করে আমার সতীত্ব নষ্ট করেছে।

ম্যামের কথা শুনে সবাই আমাকে মারার জন্য ছুটে আসলো কিন্তু ম্যাডাম সবাইকে থামালেন ম্যাডামের অভিনয় দেখে আমার মুখ থেকে কোন কথাই শুনতে বেরোচ্ছিলনা তারপর এক কলিগ বললো

:-বেয়াদপ টাকে পুলিশে দেওয়া যাক কি বলেন সবাই?

:-না ওকে পুলিশে দিলে লোক জানাজানি হবে তাতে ম্যাডামের সম্মান নষ্ট হবে..বরং ম্যাডাম রাজি থাকলে বিয়ে দিয়ে দিই(মানেজার শিমুল)

:-আমার আপত্তি নাই..(মলি)

অতঃপর ওই রাতেই মলি ম্যাডামের সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো..আমি কোন প্রতিবাদ করতে পারিনি..কারন কোন কিছু বললেই যদি ম্যাডাম আবার অভিনয় করে তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে….

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত