আজকে একটা বিশেষ ট্রেনিং এ এসেছি।এখানে শেখানো হয় কি ভাবে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়।তো ক্লাসে দেখলাম একটা ছিট ফাকা আছে।তাও আবার মেয়ের পাশে।দেখতে অনেক সুন্দর।অনেক দামি পোশাক পরা।আমি পাশে গিয়ে বসলাম।
:-হ্যালো…আমি চয়ন(আমি)
:-….(মেয়েটা)
:-এই যে ম্যাডাম আপনাকে কিছু বলেছি আমি
:-হুম শুনেছি।
:-ওহ..আপনার নাম?
:-নিধি
:-ওহ….আপনি কি কম কথা বলেন?
:-না আসলে আপনি বেশি কথা বলেন।তাই আপনার এমন মনে হচ্ছে।
:-না মানে পরিচিত হতে চাইছিলাম আরকি
:-পরিচিত হয়ে কি করবেন?
:-না মানে যদি ক্লাসের পড়ার বিষয়ে হেল্প নিতে পারি।
:-তাহলে যিনি ক্লাস নিচ্ছে তার সাথে পরিচিত হন।
:-আচ্ছা সরি….
:-কিসের সরি?
:-না এইযে বেশি কথা বলার জন্য
:-হুম ঠিক আছে।
কি রকম মেয়েরে বাবা!একটা কথা বললে পাল্টা কথা শুনিয়ে দেয়।সুন্দরীতো এমন করাটাই স্বাভাবিক।এখানেনতুন এসেছিতো তাই সবার সাথে যেচে পরিচিত হতে যাচ্ছি।কিন্তু কেউ সুবিধার না।যাইহোক ক্লাস শেষে মেসে ফিরছিলাম।নিধি পেছন থেকে ডাক দিলো
:-এই চয়ন দাড়াও…
:-জ্বি বলেন।
:-আসলে ক্লাসে অমন বিহেব করার জন্য সরি
:-আরে না ঠিক আছে।
:-আচ্ছা বাই।আমাকে যেতে হবে অনেক কাজ আছে।
:-আচ্ছা।
এবার বাসার ফিরলাম।এখন একটা লম্বা ঘুম দিতে হবে।রাতে কাজ আছে।ওহ বলাই হয়নি আমি এক বিদেশী কোম্বানীতে জব করি অনলাইনে।আমার জবটা রাতেই।দিনটা ফ্রি।
পরপর দুইদিন নিধিকে দেখলাম না ট্রেনিংএ।আজকেও বসে আছি।দুর থেকে দেখা যাচ্ছে নিধি আসছে।এসে আমার পাশে বসলো
:-দুইদিন দেখলাম না যে(আমি)
:-একটু কাজ পড়ে গেছিলো তাই আসতে পারিনি।
:-ওহ
:-আচ্ছা তোমার নাম্বারটা দাও
:-কেনো?
:-আমি নিয়মিত ক্লাস করতে পারবোনা।তাই তোমার থেকে জেনে নিবো।
:-আচ্ছা নিন 017227702**
:-ওকে।আর আপনি আপনি করছো কেনো?
:-জ্বি।তো কি করবো?
:-আমি তুমি করে বলছি।তুমিও তুমি করে বলবা।
:-ওকে।
ট্রেনিং শেষ করে আজকে একটু শহরটা ঘুরলাম কিছু কেনাকাটা করলাম।মেসে ফিরতে রাত হয়ে গেলো।এবার কাজ করতে বসলাম।
কিন্তু ফোনটা বেজে উঠল।রিসিভ করলাম
:-হ্যালো কে বলছেন?(আমি)
:-আমি নিধি।
:-ও আচ্ছা বলো কি জন্য ফোন দিছো?
:-এমনিতেই।কি করছো?
:-একটু কাজ করছি।তুমি?
:-আমি রেষ্ট নিচ্ছি।
:-ওহ আচ্ছা রেষ্ট নাও।পরে কথা বলো।আমি একটু বিজি আছি।
:-ওকে।বাই
:-বাই।
নিধির সাথে এভাবে ফোনলাপ ধীরে ধীরে বাড়তে থাকলো।এমনকি ফেসবুকেও কথা হয়।তবে বেশি না।কিন্তু এখনো নিধির পরিচয়টা ঠিকঠাক জানিনা।
ফোনটা রেখে ওয়াশরুমে গেছিলাম।বের হতেই দেখি আমার রুমমেট নিশাত ফোনটা হাতে নিয়ে বসে আছে।
:-ওই ফোন নিয়ে কি করছিস?
:-মামা ওসব বাদ দাও।আগে বলো তোমার ফোনে যে মেয়েটার(নিধির ছবি)দেখলাম একে চিনো তুমি?
:-হুম।মেয়েটা নিধি আমরা একসাথে ট্রেনিং করি।
:-মেয়েটা নিধি এটা আমি জানি।তুমি কি এনার পরিচয় জানো?
:-ঠিকঠাক না।কিন্তু কেনো?
:-মামা ওনাকে বলে আমার একটা চাকরির ব্যাবস্থা করে দাও প্লিজ।
:-কি বলিস?ও তোরে চাকরি দিবে কি করে?
:-মামা ওনি হচ্ছেন সংসদ সদস্য।ওনি সব পারেন।
:-কিইইই?সত্যি???
:-হুম
:-তাহলে মামা।আর এখানে থাকবো না।
:-কেন?
:-এমনি
পরেরদিন চলে আসলাম শহর ছেড়ে।কারন নিধি।এসব রাজনীতিবিদদের আমার একটুও পছন্দ না।আর বেশিদিন থাকলে নিধির মায়াতে জড়িয়ে পড়তাম।তাই চলে আসলাম ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিছি
.অনেকদিন পর.
এখন বেশ ভালোই কাটছে।ট্রেনিংএ আর যাইনা।একা মানুষ খুব আরামে দিন কাটাই।নিধির কথা এখন মনে পড়েনা।আজকে একটু ঘোরাফেরা করে ঘুমিয়ে গেলাম।আমি সকালে ঘুমাই রাতে কাজ করি।তাই ঘুমিয়ে পড়লাম।
ঘোমটা ভাঙল।কিন্তু চারিদিক কেমন অপরিচিত লাগছে।আরে এটাতো আমার ঘর না।এটা কোথায় আমি?ওয়ালে আবার নিধির ছবি কিন্তু এখানে কে আনলো আমাকে?
নিধি ঘরে প্রবেশ করলো
:-আমার সাথে যোগাযোগ বন্ধ করে।এলাকা ছেড়ে চলে গেছিলে কেনো?(নিধি)
:-এমনি….
:-না একটা কারন অবশ্যই আছে….
:-হুম আমি রাজনীতিবিদদের সহ্য করতে পারিনা তাই।