প্রেমের গিট্টু

প্রেমের গিট্টু

-আব্বাজান ও আব্বাজান উঠেন ।আর কতক্ষন পড়ে থাকবেন[বাবা]
-আব্বে কোন হালাই চিল্লাইবার লাগছে [আমি]

ঠাসসস

-এইডা কি হইলো ড্যাড?আমারে ওয়াইড বলে চার মারলা ক্যান
-তোরে নু বলে ছক্কা মারমু হারামজাদা।ঘুম থেইকা উঠছনা কিল্লাই?আর আমি তোর সালা?কুত্তা
-ওহ সুরি ড্যাড মিসটেক।তুমি যাও আমি উঠতাছি
-জলদি ফ্রেস হইয়া টেবিলে আয়,খাবার লইয়া তোর মা অপেক্ষা করতাছে
-যাইতাছি তুমি যাও

কি আর করার ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে খাবার টেবিলে গেলাম।ও মাই গড. আমি তো পুরাই অবাক।কারন আজ সব আমার পছন্দের খাবার রান্না হয়ছে

-মম,আজ কী চাঁদ পশ্চিম দিকে ডুবছে
-ক্যান কি হইছে
-না আজ সব আমার প্রিয় আহার নিবেদন করিয়াছেন
-ছিছি আমার একমাত্র ছেলের জন্য কী আমি এতটুকু করতে পারব না।
আমি তোকে কত্ত ভালোবাসি
-ও তো আমারো ছেলে আমিও তোকে মেলা বালোবাসি

মা বাবার কথা শুইনা কষ্ট আমার চোখের জল নাকের জল এক হইয়া যাচ্চে
বাট মতলব তো একটা নিশ্চয় আছে তাছাড়া এত পিরিত
দেখায় ক্যা[মনেমনে]

-মম,ড্যাড তুমরা আমাই এত্ত ভালোবাসো?আমার তো না শুনেই কান্না পাচ্চে
-আমরা তুকে কত্ত ভালোবাসি।তুই তো আমাদের বাসিস না
-এমনভাবে বইলো না মম,বুকে ব্যথা হয় বাঁ দিকে
-কচু হয়.এতই যকন ব্যথা হয় তাইলে এতদিনে একটা নিয়ে_

গল্পের বিষয়:
রোমান্টিক
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত